Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6 TECHNICIANS AND SUPERVISORS IN BASHIRHAT / বসিরহাটে ৬ টেকনিশিয়ান ও সুপারভাইজার

Memo. No. DHFWS/BSRHT/214/22

Basirhat District Health & Family welfare samiti intends to engage on contractual basis for the following positions in Basirhat Health District. Eligible candidates should apply online within 31st January, 2022.

Post: Lab Technician, Senior Treatment Supervisor.

Total vacancy: 6. Lab Technician 2, Senior Treatment Supervisor 4.

Eligibility: post wise different.

Age limit: within 40 years (as on 01/01/2022).

Remunaration:  post wise different.

Last Date of Online Application: 31st January, 2022.

………………………………………………………………………………….

বসিরহাট জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি ল্যাব টেকনিশিয়ান ও সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে চুক্তির ভিত্তিতে ৬ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ মেমো নং DHFWS/BSRHT/001/21 যারা আগে দরখাস্ত করেছেন তারা এই নিয়োগের জন্য দরখাস্ত করতে পারবেন না৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৩১ জানুয়ারি, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ল্যাব টেকনিশিয়ান, এনইউএইচএম: ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি / ম্যাথমেটিক্স বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও কম্পিউটার টেস্টের (১৫ নম্বর) মাধ্যমে৷

(২) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার, এনটিইপি: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটারে কমপক্ষে ২ মাসের সার্টিফিকেট কোর্স করে থাকতে হবে৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও দু’চাকার যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরের কোর্স, সোশ্যাল ওয়ার্ক / মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কে ডিগ্রি / ডিপ্লোমা পাশ, মাল্টিপারপাস হেলথ ওয়ার্কারের ট্রেনিং পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷  কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর) ও অভিজ্ঞতার নিরিখে (১০ নম্বর) মাধ্যমে৷

(৩) ল্যাব টেকনিশিয়ান – ডিস্ট্রিক্ট এনসিডি ক্লিনিক, এনপিসিডিসিএস: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২২,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর), লিখিত পরীক্ষা (৪০ নম্বর), কম্পিউটার টেস্ট (১০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.wbhealth.gov.in  ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (ওবিসি / তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীদের বেলায় ৫০ টাকা নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে —District Health & Family Welfare Samiti, Basirhat Health District, A/c no. 1469104000013217, IFSC CODE: IBKL0001469, Basirhat Branch ৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official websitehttps://www.wbhealth.gov.in/pages/career

Get detailsClick Here

Share it :