Ref. No. PERS:APRN:TRG:CON
Numaligarh Refinery Limited is inviting application to recruit Apprenticeship Trainee at its Numaligarh & Guwahati Units.
Post: Apprentice Trainee
Total Vacancy: 60
Diploma in Civil Engg. – 10
Diploma in Mechanical Engg. – 8
Diploma in Instrumentation Engg. – 7
Diploma in Electrical Engg. – 7
Diploma in Chemical Engg. – 6
Law graduate – 3
Food & beverage service – 6
Back Office Apprentice – 13
Eligibility: Diploma in relevant Engineering streams, Degree in Law, Degree or Diploma in Hotel Management/Hospitality Management/food & beverage, B.Com or BA.
Age limit: Up to 32 years as on 01.10.2021 (relaxable by 5 years for SC/ST; 3 years for OBC-NCL)
Training period: 1 year
Stipend:
General Degree / Diploma Engineer – Rs. 17,000
Other Diploma – Rs. 12,200
Canteen allowance – Rs. 1,415
Last date of online application: 07.11.2021
…………………………
কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা নুমালিগড় রিফাইনারি লিমিটেডে অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনি পদে ৬০ জন নিয়োগ করা হবে৷ বয়স হতে হবে ১ অক্টোবর, ২০২১-এর হিসেবে ৩২ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর ও ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ নভেম্বর, ২০২১-এর মধ্যে৷ শাখা অনুযায়ী যোগ্যতা : (১) ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং : কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হলেই হবে৷ শূন্যপদ : ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে নুমালিগড় / গুয়াহাটি-তে৷
(২) ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং : কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হলেই হবে৷ শূন্যপদ : ৮ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে নুমালিগড়ে৷
(৩) ডিপ্লোমা ইন ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং : কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হলেই হবে৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ নিয়োগ হবে নুমালিগড়ে৷
(৪) ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং : কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হলেই হবে৷ শূন্যপদ : ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ২)৷ নিয়োগ হবে নুমালিগড়ে৷
(৫) ডিপ্লোমা ইন কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং : কমপক্ষে দ্বিতীয় শ্রেণিতে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ডিপ্লোমা পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিপ্লোমা পাশ হলেই হবে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে নুমালিগড়ে৷
(৬) ল গ্র্যাজুয়েট : কমপক্ষে ৪০ শতাংশ নম্বর-সহ ল বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ নিয়োগ হবে নুমালিগড় / গুয়াহাটি-তে৷
(৭) ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস : কমপক্ষে ৪০ শতাংশ নম্বর-সহ হোটেল ম্যানেজমেন্ট / হসপিটালিটি ম্যানেজমেন্ট / ফুড অ্যান্ড বেভারেজ বিষয়ে ডিগ্রি বা ডিপ্লোমা পাশ হতে হবে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৪, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে নুমালিগড় / গুয়াহাটি-তে৷
(৮) ব্যাক অফিস অ্যাপ্রেন্টিস : কমপক্ষে ৪০ শতাংশ নম্বর-সহ বিকম বা বিএ পাশ হতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় বিকম বা বিএ পাশ হলেই হবে৷ শূন্যপদ : ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ নিয়োগ হবে নুমালিগড় / গুয়াহাটি-তে৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ট্রেনিং হবে ১ বছরের৷ জেনারেল ডিগ্রি / ডিপ্লোমা ইঞ্জিনিয়ার প্রার্থীরা প্রতি মাসে ১৭,০০০ টাকা ও অন্যান্য ডিপ্লোমা প্রার্থীরা প্রতি মাসে ১২,২০০ টাকা স্টাইপেন্ড পাবেন৷ এছাড়া অন্যান্য সুবিধা পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার আগে জেনারেল ডিগ্রি (ল গ্র্যাজুয়েট / ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস / ব্যাক অফিস অ্যাপ্রেন্টিস) ও ডিপ্লোমা ( ফুড অ্যান্ড বেভারেজ সার্ভিস) প্রার্থীদের https://www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে এবং ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা প্রার্থীদের https://portal.mhrdnats.gov.in ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে www.nrl.co.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর ছবি (৪০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করে এবং ঠিকানার প্রমাণপত্র (পাসপোর্ট / আধার কার্ড / ভোটার আইডি), বয়সের প্রমাণপত্র (জন্ম শংসাপত্র / মাধ্যমিক সার্টিফিকেট), অ্যাপ্রেন্টিস রেজিস্ট্রেশন সার্টিফিকেট, শেষ বর্ষের মার্কশিট ও সার্টিফিকেট পিডিএফ ফর্ম্যাটে (১০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : শিক্ষাগত যোগ্যতায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.nrl.co.in
Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/11/numaligarh-refinery-ltd..pdf