(CRP CLERKS-XII for Vacancies of 2023-24)
The online examination (Preliminary and Main) for the next Common Recruitment Process for selection of personnel for Clerical cadre Posts in the Participating Banks is tentatively scheduled in September 2022 & October 2022.
Post: Clerk.
Total vacancy: 6035.
Eligibility: Graduate.
Age Limit: 20 to 28 year (as on 01/07/2022).
Last Date of Online Application: 21st July, 2022.
EXAMINATION CENTRES – Preliminary and Main Examination (Tentative List)
- 1. Andaman & Nicobar: prelim – Port Blair / mains – Port Blair
2 Andhra Pradesh: prelims – Chirala, Chittoor, Eluru, Guntur, Kadapa, Kakinada, Kurnool, Nellore, Ongole, Rajahmundry, Sikakulam, Tirupati, Vijaywada, Vishakhapatnam, Vizianagaram. / Mains – Guntur, Kurnool, Vijaywada, Vishakhapatnam
- Arunachal Pradesh: prelims – Naharlagun / mains- Naharlagun
- Assam: prelims – Dibrugarh, Guwahati, Jorhat, Silchar, Tezpur. / Mains – Guwahati, Silchar
- Bihar: Arrah, Bhagalpur, Darbhanga, Gaya, Muzaffarpur, Patna, Purnea. / Mains – Bhagalpur, Darbhanga, Muzzafarpur, Patna,
- Chandigarh: Chandigarh/Mohali: Chandigarh/Mohali
- Chhattisgarh: prelims – Bhilai Nagar, Bilaspur, Raipur / mains – Raipur.
- Dadra & Nagar Haveli and
Daman & Diu: Surat, Jamnagar Surat
- Delhi Delhi/New Delhi: prelims – Faridabad, Ghaziabad, Greater Noida, Gurugram,Delhi/New Delhi / mains – Faridabad, Ghaziabad, Greater Noida, Gurugram.
- Goa: Panaji
- Gujarat: prelims – Ahmedabad, Anand, Gandhinagar, Himatnagar, Jamnagar, Mehsana, Rajkot, Surat, Vadodara / mains – Ahmedabad, Vadodara.
- Haryana: prelims – Ambala, Faridabad, Gurugram / mains – Ambala.
- Himachal Pradesh: prelims – Bilaspur, Hamirpur, Mandi / mains – Hamirpur.
- Jammu & Kashmir: prelims – Jammu, Samba, Srinagar / mains – Jammu, Srinagar.
- Jharkhand: prelims – Dhanbad, Hazaribagh, Jamshedpur, Ranchi / mains – Dhanbad, Jamshedpur, Ranchi
- Karnataka: Bengaluru, Belgaum, Bidar, Davangere, Dharwad, Gulbarga, Hassan, Hubli, Mangalore, Mysore, Shimoga, Udupi / mains – Bengaluru, Hubli, Mangalore
- Kerala: Alappuzha, Kannur, Kochi, Kollam, Kottayam, Kozhikode, Malappuram, Palakkad, Thiruvananthapuram, Thrichur / mains – Kochi, Thiruvananthapuram.
- Ladakh: Leh
- Lakshadweep: Kavaratti
- Madhya Pradesh: prelims – Bhopal, Gwalior, Indore, Jabalpur, Satna, Ujjain, / mains – Bhopal, Indore
- Maharashtra: prelims – Amravati, Aurangabad, Jalgaon, Kolhapur, Latur, Mumbai/ Thane/ Navi Mumbai, Nagpur, Nanded, Pune, Ratnagiri, Solapur / mains -Aurangabad, Mumbai/ Thane/ Navi Mumbai, Nagpur, Pune
- Manipur: Imphal
- Meghalaya: Shillong
- Mizoram: Aizawl
- Nagaland: Kohima
- Odisha: Balasore, Berhampur (Ganjam), Bhubaneshwar, Cuttack, Rourkela, Sambalpur / mains -Bhubaneshwar
- Puducherry: Puducherry
- Punjab: Amritsar, Bhatinda, Jalandhar, Mohali, Patiala / mains – Jalandhar, Mohali, Patiala
- Rajasthan: Ajmer, Bikaner, Jaipur, Jodhpur, Kota, Sikar, Udaipur / mains – Jaipur, Udaipur
- Sikkim: Bardang/ Gangtok
- Tamil Nadu: prelims – Chennai, Coimbatore, Erode, Madurai, Nagercoil, Salem, Thanjavur, Thiruchirapalli, Tirunelveli, Vellore, Virudhunagar / mains – Chennai, Madurai, Tirunelveli
- Telangana: Hyderabad, Karimnagar, Khammam, Warangal / Mains – Hyderabad
- Tripura: Agartala
- Uttar Pradesh: Agra, Aligarh, Bareilly, Faizabad, Ghaziabad, Gonda, Gorakhpur, Kanpur, Lucknow, Mathura, Meerut, Moradabad, Muzaffarnagar, Noida/ Greater Noida, Prayagraj(Allahabad), Sitapur, Varanasi / mains – Kanpur, Lucknow, Meerut, Prayagraj(Allahabad), Varanasi
- Uttarakhand: Dehradun, Haldwani, Roorkee / mains – Dehradun.
- West Bengal: prelims – Asansol, Durgapur, Greater Kolkata, Hooghly, Kalyani, Siliguri / mains – Asansol, Greater Kolkata, Kalyani, Siliguri
………………………………..
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিংপার্সোনেল সিলেকশন (আইবিপিএস) আয়োজিত ‘কমন রিক্রুটমেন্ট প্রসেস’-এর মাধ্যমে CRP Clerks-XII) দেশের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসীজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) ৬০৩৫ ক্লার্ক নিয়োগ করা হবে৷ কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা সমতুল পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারেন৷কম্পিউটার জানা আবশ্যক৷ প্রার্থী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদনকরবেন সেখানকার সরকারি ভাষা লিখতে, পড়তে ও বলতে জানলে অগ্রাধিকার পাবেন৷ বয়স : ১ জুলাই, ২০২২-এর হিসেবে ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ১৯৯৪ থেকে ১ জুলাই, ২০০২-এর মধ্যে৷ তপশিলি জাতি, তপশিলি উপজাতি প্রার্থীরা ৫ বছর, ওবিসি (নন-ক্রিমি লেয়ার) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবেন৷ দেশের ৩৬ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ জুলাই, ২০২২-এর মধ্যে৷ পশ্চিমবঙ্গে মোট শূন্যপদ আছে ৫২৮৷
ব্যাঙ্ক অনুযায়ী পশ্চিমবঙ্গের শূন্যপদ হল: (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: শূন্যপদ ২০ (জেনাঃ ৯, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি, প্রাক্তন সমরকর্মীদের জন্য ২টি, শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ (২) কানাড়া ব্যাঙ্ক: শূন্যপদ ২ (তঃজাঃ)৷ (৩) সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: শূন্যপদ ২০১ (জেনাঃ ৮১, তঃজাঃ ৪৬, তঃউঃজাঃ ১০, ওবিসি ৪৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২০)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৮টি, প্রাক্তন সমরকর্মীদের জন্য ২৯, শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের জন্য ৪টি পদ সংরক্ষিত৷ (৪) পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক: শূন্যপদ ৩ (অসংরক্ষিত)৷ (৫) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: শূন্যপদ ২১৯ (জেনাঃ ৯০, তঃজাঃ ৫০, তঃউঃজাঃ ১০, ওবিসি ৪৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ৮টি, প্রাক্তন সমরকর্মীদের জন্য ২১, শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের জন্য ৯টি পদ সংরক্ষিত৷ (৬) ইউকো ব্যাঙ্ক: শূন্যপদ ৪৪ (জেনাঃ ১৮, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ২, ওবিসি ১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ২টি, প্রাক্তন সমরকর্মীদের জন্য ৫, শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷ (৭) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: শূন্যপদ ৩৯ (জেনাঃ ১৯, তঃজাঃ ৫, ওবিসি ১২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১টি, প্রাক্তন সমরকর্মীদের জন্য ৪, শারীরিক প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মীদের জন্য ২টি পদ সংরক্ষিত৷
অন্যান্য রাজ্যের মোট শূন্যপদগুলি হল – আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ ৪টি৷ অন্ধ্রপ্রদেশ ২০৯টি৷ অরুণাচল প্রদেশ ১৪টি৷ অসম ১৫৭টি৷ বিহার ২৮১টি৷ চণ্ডিগড় ১২টি৷ ছত্তিশগড় ১০৪টি৷ দাদরা ও নগর হাবেলি, দমন ও দিউ ১টি৷ দিল্লি ২৯৫টি৷ গোয়া ৭১টি৷ গুজরাট ৩০৪টি৷ হরিয়ানা ১৩৮টি৷ হিমাচল প্রদেশ ৯১টি৷ জম্মু ও কাশ্মীর ৩৫টি৷ ঝাড়খণ্ড ৬৯টি৷ কর্ণাটক ৩৫৮টি৷ কেরল ৭০টি৷ লাক্ষ্মাদ্বীপ ৫টি৷ মধ্যপ্রদেশ ৩০৯টি৷ মহারাষ্ট্র ৭৭৫টি৷ মণিপুর ৪টি৷ মেঘালয় ৬টি৷ মিজোরাম ৪টি৷ নাগাল্যান্ড ৪টি৷ ওড়িশা ১২৬টি৷ পুদুচেরি ২টি৷ পঞ্জাব ৪০৭টি৷ রাজস্থান ১২৯টি৷ সিকিম ১১টি৷ তামিলনাড়ু ২৮৮টি৷ তেলেঙ্গানা ৯৯টি৷ ত্রিপুরা ১৭টি৷ উত্তরপ্রদেশ ১০৮৯টি৷ উত্তরাখণ্ড ১৯টি৷
প্রি-এক্সাম ট্রেনিং – তপশিলি ও সংখ্যালঘু সম্প্রদায়ের প্রার্থীদের প্রস্তুতির জন্য ফ্রি’তে প্রি-এক্সাম ট্রেনিং এর ব্যবস্থা আছে, অনলাইন ফর্ম ফিলাপের সময় প্রি-এক্সাম ট্রেনিং নিতে ইচ্ছুক হলে তা উল্লেখ করতে হবে৷ পশ্চিমবঙ্গের প্রি-এক্সাম ট্রেনিংয়ের কেন্দ্রগুলি হলকলকাতা ও শিলিগুড়ি৷ আগস্ট মাসে প্রি- এক্সাম ট্রেনিংয়ের কল লেটার ডাউনলোড করা যাবে৷ ট্রেনিং হবে চলতি বছরের আগস্ট মাসে৷
আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নেবেন৷ প্রার্থীর ছবি (৪.×৩.৫ সেমি মাপের) স্ক্যান করতে হবে (আয়তন ২০×২৩০ পিক্সেল, মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে) , সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর, করতে হবে যার আয়তন ১৪×৬০ পিক্সেল, মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে, সাদা কাগজে কালো বা নীল কালিতে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ যার আয়তন ২৪×২৪০ পিক্সেল, মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে ও সাদা কাগজে কালো কালিতে নিজের হাতে ডিক্লেরেশন লিখে স্ক্যান “I,—(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”) স্ক্যান করতে হবে যার আয়তন ৮০×৪০০ পিক্সেল, মাপ হতে হবে ৫০-১০০ কেবির মধ্যে৷ এরপরwww.ibps.in ওয়েবসাইটের হোম পেজে এ গিয়ে“ CLICK HERE TO APPLY ONLINE FOR CRP-CLERKS CRP-CLERKS-XII” অপশনে ক্লিক করলে অনলাইন আবেদনপত্র খুলবে৷“ CLICK HERE FOR NEW REGISTRATION” -এ ক্লিক করে আবেদন করতে হবে৷ আবেদনপত্র পূরণ করার পর সাবমিট করলেই প্রভিশনাল রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড পাবেন৷ প্রার্থীর ই-মেল আইডি ও মোবাইল নম্বরে এই রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ড পাঠিয়ে দেওয়া হবে৷ এরপর স্ক্যান করা ছবি, স্বাক্ষর, বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ ও নিজের হাতে ডিক্লেরেশন আপলোড করতে হবে৷ যদি প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুল না থাকে তবে ডান হাতের বুড়ো আঙুলের ছাপ দেবেন৷ যদি ডান হাতেরও বুড়ো আঙুল না থাকে তবে বাঁ হাতের তর্জনী বা অন্য কোনো আঙুলের ছাপ দেওয়া যেতে পারে৷ যদি বাঁ হাতের কোনো আঙুল না থাকে তবে ডান হাতের তর্জনী বা অন্য কোনো আঙুলের ছাপ দিতে পারবেন৷ যদি কোনো হাতেই আঙুল না থাকে সে ক্ষেত্রে পায়ের আঙুলের ছাপ চলবে৷ আবেদন ফি (তপশিলি, প্রতিবন্ধী প্রার্থী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ১৭৫ টাকা, অন্যান্য ৮৫০ টাকা) ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/আইএমপিএস/ক্যাশ কার্ড / মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা করতে পারবেন৷ আবেদনপত্র পূরণ করার পর ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করলেই কম্পিউটার জেনারেটেড ই-রিসিট, রেজিস্ট্রেশন নম্বর আর পাসওয়ার্ডপাওয়া যাবে, যার প্রিন্ট নিয়ে নেবেন৷ পরীক্ষার কল লেটার ডাউনলোড করতে এই রেজিস্ট্রেশন নম্বর এবং পাসওয়ার্ডটি-এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন পরীক্ষা হবে প্রিলিমিনারি ও মেইন এই দু’ভাগে৷ প্রিলিমিনারি পরীক্ষা হবে ১ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের৷ প্রতিটি বিষয়ে ২০ মিনিট করে সময়সীমা থাকবে৷ অবজেক্টিভ টাইপ প্রশ্ন হবে এই সব বিষয়ে – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর, ২০ মিনিট সময়), নিউমেরিক্যাল এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর, ২০ মিনিট সময়), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর, ২০ মিনিট সময়)৷ প্রার্থীদের তিনটি বিষয়েই আইবিপিএস দ্বারা নির্র্ধরিত নূ্যনতম কাট-অফ মার্কস পেতে হবে৷ প্রিলিমিনারি পরীক্ষা হবে সেপ্ঢেম্বর, ২০২২৷এই পরীক্ষায় সফল হলে মেন পরীক্ষা দিতে হবে৷ মেন পরীক্ষা হবে ২ ঘণ্টা ৪০ মিনিট সময়সীমার ২০০ নম্বরে৷ প্রশ্ন হবে এই সব বিষয়ে – জেনারেল / ফিনান্সিয়াল অ্যাওয়ারনেস (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর, ৩৫ মিনিট সময়), জেনারেল ইংলিশ (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর, ৩৫ মিনিট সময়), রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্ঢিটিউড (৫০টি প্রশ্ন, ৬০ নম্বর, ৪৫ মিনিট সময়), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৫০টি প্রশ্ন, ৫০ নম্বর, ৪৫ মিনিট সময়)৷ অনলাইন মেন পরীক্ষা হবে অক্টোবর, ২০২২ তারিখ৷ ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ০.২৫ নম্বর কাটা যাবে৷ পশ্চিমবঙ্গের প্রার্থীরা বাংলা, ইংরেজি বা হিন্দি ভাষায় পরীক্ষা দিতে পারবেন৷ পরীক্ষা হবে ভারতের বিভিন্ন শহরে৷ পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরীক্ষা কেন্দ্রগুলি হল- বৃহত্তর কলকাতা, আসানসোল, দুর্র্গপুর, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি৷ পশ্চিমবঙ্গের মেন পরীক্ষা কেন্দ্রগুলি হল- বৃহত্তর কলকাতা, আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য www.ibps.in ওয়েবসাইট দেখুন৷
Official website: https://ibps.in/
Get details: Click Here