Advt. No. CRPD/SCO/2021-22/15
Advt. No. CRPD/SCO/2021-22/16
Advt. No. CRPD/SCO-WEALTH/2021-22/17
State Bank of India (SBI) has released three notifications for recruitment of Specialist Officers (SO).
Posts: Relationship Manager, Relationship Manager (Team Lead), Customer Relationship Executive, Investment Officer, Central Research Team (Product Lead), Central research Team (Support),Manager (Marketing), Deputy Manager (Marketing), Executive (Document Preservation-Archives).
Total vacancy: 616
Relationship Manager – 314
Relationship Manager (Team Lead) – 20
Customer Relationship Executive – 217
Investment Officer – 12
Central Research Team (Product Lead) – 2
Central research Team (Support) – 2
Manager (Marketing) – 12
Deputy Manager (Marketing) – 26
Executive (Document Preservation-Archives) – 1
Eligibility:
Relationship Manager, Relationship Manager (Team Lead)
Customer Relationship Executive- Graduation with relevant experience.
Investment Officer & Central research Team (Support)- Graduation/ Post Graduation with relevant experience.
Central Research Team (Product Lead) – MBA/PGDMCA/CFA with relevant experience.
Manager (Marketing) & Deputy Manager (Marketing)- MBA/PGDM
Executive (Document Preservation-Archives)- MA, M.Sc
Age limit:
Relationship Manager – 23 to 35 years
Relationship Manager (Team Lead) – 28 to 40 years
Customer Relationship Executive – 20 to 35 years
Investment Officer – 28 to 40 years
Central Research Team (Product Lead) – 30 to 45 years
Central research Team (Support) – 25 to 35 years
Manager (Marketing) – 40 years
Deputy Manager (Marketing) – 35 years
Executive (Document Preservation-Archives) – 30 years
Pay scale:
Relationship Manager – Rs. 6-15 lakhs
Relationship Manager (Team Lead) – Rs. 10-28 lakhs
Customer Relationship Executive – Rs. 2-3 lakhs
Investment Officer – Rs. 12-18 lakhs
Central Research Team (Product Lead) – Rs. 25-45 lakhs
Central research Team (Support) – Rs. 7-10 lakhs
Manager (Marketing) – Rs. 63840 – Rs. 78230
Deputy Manager (Marketing) – Rs. 48170 – Rs. 69810
Executive (Document Preservation-Archives) – Rs. 8-12 lakhs
Application fee: Rs. 750 (SC/ST/PwBD candidates are exempted)
Last date of online application: 18th October, 2021
……………………………..
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তিনটি পৃথক নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে রিলেশনশিপ ম্যানেজার, কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড), ইনভেস্টমেন্ট অফিসার, সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড), সেন্ট্রাল রিসার্চ টিম (সার্পোট), ডেপুটি ম্যানেজার (মার্কেটিং), ম্যানেজার (মার্কেটিং), এক্সিকিউটিভ (ডকুমেন্ট প্রিজারভেশন-আর্কাইভস) পদে ৬০৬ জন কর্মী নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ অক্টোবর, ২০২১-এর মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা : (১) রিলেশনশিপ ম্যানেজার : গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ আগস্ট, ২০২১-এর হিসেবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩১৪ (জেনাঃ ১২৬, তঃজাঃ ৫৪, তঃউঃজাঃ ৩৩, ওবসি ৭০, আর্থিকভাবে অনগ্রসর ৩১)৷ বেতনক্রম : প্রতি বছর ৬ লাখ টাকা থেকে ১৫ লাখ টাকা৷ নিয়োগ হবে ৫ বছর চুক্তির ভিত্তিতে৷
(২) কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ : গ্র্যাজুয়েট হতে হবে ও দুই চাকার মোটর যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভলো হয়৷ বয়স : ১ আগস্ট, ২০২১-এর হিসেবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২১৭ (জেনাঃ ৮৮, তঃজাঃ ৩৫, তঃউঃজাঃ ১৬, ওবসি ৫৭, আর্থিকভাবে অনগ্রসর ২১)৷ বেতনক্রম : প্রতি বছর ২ লাখ টাকা থেকে ৩ লাখ টাকা৷ নিয়োগ হবে ৫ বছর চুক্তির ভিত্তিতে৷
(৩) রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড) : গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ আগস্ট, ২০২১-এর হিসেবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২০ (জেনাঃ ৮, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম : প্রতি বছর ১০ লাখ টাকা থেকে ২৮ লাখ টাকা৷ নিয়োগ হবে ৫ বছর চুক্তির ভিত্তিতে৷
(৪) ইনভেস্টমেন্ট অফিসার : গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও এনআইএসএম / সিডব্লুউএম সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ আগস্ট, ২০২১-এর হিসেবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৫, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : প্রতি বছর ১২ লাখ টাকা থেকে ১৮ লাখ টাকা৷ নিয়োগ হবে ৫ বছর চুক্তির ভিত্তিতে৷
(৫) সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড) : এমবিএস / পিজিডিএম বা সিএ /সিএফএ হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ আগস্ট, ২০২১-এর হিসেবে ৩০ থেকে ৪৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, ওবসি ১)৷ বেতনক্রম : প্রতি বছর ২৫ লাখ টাকা থেকে ৪৫ লাখ টাকা৷ নিয়োগ হবে ৫ বছর চুক্তির ভিত্তিতে৷
(৬) সেন্ট্রাল রিসার্চ টিম (সার্পোট) : কর্র্মস / ফিন্যান্স / ইকোনমিক্স / ম্যানেজমেন্ট / ম্যাথামেটিক্স /স্ট্যাটিস্টিক্স বিষয়ে গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ আগস্ট, ২০২১-এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : প্রতি বছর ৭ লাখ টাকা থেকে ১০ লাখ টাকা৷ নিয়োগ হবে ৫ বছর চুক্তির ভিত্তিতে৷
(৭) ডেপুটি ম্যানেজার (মার্কেটিং) (গ্রেডMMGS-II) : মার্কেটিং / ফিন্যান্স বিষয়ে স্পেশালাইজেশন-সহ ফুল টাইম এমবিএ / পিজিডিবিএম বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কমিউনিকেশন, প্রেজেন্টেশন, লিডারশিপ স্কিল, অ্যানালিটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, প্রোডাক্ট মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল, ক্যাম্পেন ম্যানেজমেন্ট, ইভেন্ট অ্যান্ড স্পনসর স্কিল থাকতে হবে৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২৬ (জেনাঃ ১৩, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবসি ৬, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷
(৮) ম্যানেজার (মার্কেটিং) (গ্রেডMMGS-III) : মার্কেটিং / ফিন্যান্স বিষয়ে স্পেশালাইজেশন-সহ ফুল টাইম এমবিএ / পিজিডিবিএম বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কমিউনিকেশন, প্রেজেন্টেশন, লিডারশিপ স্কিল, অ্যানালিটিক্যাল অ্যান্ড প্রবলেম সলভিং স্কিল, প্রোডাক্ট মার্কেটিং অ্যান্ড ম্যানেজমেন্ট স্কিল, ক্যাম্পেন ম্যানেজমেন্ট, ইভেন্ট অ্যান্ড স্পনসর স্কিল থাকতে হবে৷ বয়স : ১ জুলাই, ২০২১-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷
(৯) এক্সিকিউটিভ (ডকুমেন্ট প্রিজারভেশন-আর্কাইভস) : কমপক্ষে ৫০ শাতংশ নম্বরসহ মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি (১৭৫০ খ্রিস্টাব্দ-পরবর্তী সময়) অপশনাল পেপারসহ ইতিহাসে মাস্টার ডিগ্রি বা সোশ্যাল সায়েন্সের অন্যান্য শাখায় মাস্টার ডিগ্রি বা অ্যাপ্লায়েড / ফিজিক্যাল সায়েন্সে এমএসসি পাশ হতে হবে, সঙ্গে আর্কাইভস অ্যান্ড রেকর্ডস ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ অক্টোবর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : প্রতি বছর ৮ লাখ টাকা থেকে ১২ লাখ টাকা৷ নিয়োগ হবে ১ বছর চুক্তির ভিত্তিতে, পরবর্তীতে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে৷
সব পদের বেলায় তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত ১৫ বছর ও ওবিসি ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/web/careers বা https://www.sbi.co.in/web/careers ওয়েবসাইটের মাধ্যমে৷ রিলেশনশিপ ম্যানেজার, কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড), ইনভেস্টমেন্ট অফিসার, সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড), সেন্ট্রাল রিসার্চ টিম (সার্পোট) পদে নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/SCO-WEALTH/2021-22/17; ডেপুটি ম্যানেজার (মার্কেটিং), ম্যানেজার (মার্কেটিং) পদে নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/SCO/2021-22/15; এক্সিকিউটিভ (ডকুমেন্ট প্রিজারভেশন-আর্কাইভস) পদে নিয়োগের বিজ্ঞপ্তি নং CRPD/SCO/2021-22/16৷ অনলাইনে দরখাস্তের জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ) ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজ) জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ প্রার্থীর সংক্ষিপ্ত বায়োডাটা (ওয়ার্ড ফাইল / পিডিএফ), সচিত্র পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শারীরিক প্রতিবন্ধকাতার প্রমাণপত্র (যদি থাকে) ও অন্যান্য যাবতীয় নথিপত্র (বিজ্ঞপ্তি অনুসারে) পিডিএফ ফর্ম্যাটে (৫০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : রিলেশনশিপ ম্যানেজার, কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড), ইনভেস্টমেন্ট অফিসার, সেন্ট্রাল রিসার্চ টিম (প্রোডাক্ট লিড), সেন্ট্রাল রিসার্চ টিম (সার্পোট), এক্সিকিউটিভ (ডকুমেন্ট প্রিজারভেশন-আর্কাইভস) পদের প্রর্থীদের শর্টলিস্ট করে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ডেপুটি ম্যানেজার (মার্কেটিং), ম্যানেজার (মার্কেটিং) পদের প্রার্থীদের অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টার্যাকশন / ইন্টারভিউয়ের মাধ্যমে বাছাই করা হবে৷ পশ্চিমবঙ্গে লিখিত পরীক্ষার কেন্দ্রগুলি হল — গ্রেটার কলকাতা, শিলিগুড়ি, আসানসোল৷ অনলাইন লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ১৫ নভেম্বর, ২০২১৷ সম্ভবত ৩ নভেম্বর, ২০২১ থেকে কল লেটার ডাউনলোড করা যাবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://bank.sbi/web/careers or https://www.sbi.co.in/web/careers
Official notification:
Manager (Marketing), Deputy Manager (Marketing)- https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/Notification-SBI-SO-Advt-No-15-2021-22-1.pdf
Executive (Document Preservation-Archives)- https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/10/Notification-SBI-SO-Advt-No-16-2021-22-1.pdf
Apply online:
For Manager (Marketing) & Deputy Manager (Marketing): https://ibpsonline.ibps.in/sbiscosep21/
For Executive: https://recruitment.bank.sbi/crpd-sco-2021-22-16/apply/register
For other posts: https://recruitment.bank.sbi/crpd-sco-2021-22-17/apply/register