DRDO-Terminal Ballistics Research Laboratory is inviting applications to recruit Apprentices in following trades.
Post: Apprentice
Total Vacancy: 61
Draughtsman (Civil)- 1
Mechanic Mechatronics- 1
Instrument Mechanic- 2
Mechanic-cum-Operator Electronics Communication System- 3
Mechanic (Embedded System and PLC)- 1
Architectural Assistant (Civil) – 1
Housekeeper- 1
Fitter- 7
Machinist- 4
Turner- 3
Carpenter- 1
Electrician- 8
Electronics Mechanic- 8
Mechanic (Motor Vehicle)- 2
Welder (Gas & Electric)- 6
Computer & Peripherals Hardware Repair & Maintenance Mechanic- 2
Computer Operator and Programming Assistant (COPA)- 3
Digital Photographer- 3
Secretarial Assistant- 3
Stenographer (Hindi)- 1
Eligibility: ITI Pass
Age limit: Minimum 14 years as on 20th December, 2021.
Training Period: 1 year
Stipend: Rs. 7,700 – Rs. 8,050
Last Date of Online Application: 20th December, 2021
……………………………………………………
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন-এর সংস্থা টার্মিনাল ব্যালিস্টিক্স রিসার্চ ল্যাবরেটরি বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস পদে ৬১ জন নিয়োগ করবে৷ আইটিআই পাশ হওয়া আবশ্যক৷ বয়স হতে হবে ২০ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ১৪ বছরের উধের্ব৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷
ট্রেড অনুযায়ী শূন্যপদ : (১) ড্রাফটসম্যান (সিভিল) : ১, (২) মেকানিক মেকাট্রনিক্স : ১, (৩) ইনস্ট্রুমেন্ট মেকানিক : ২, (৪) মেকানিক-কাম-অপারেটর ইলেকট্রনিক্স কমিউনিকেশন সিস্টেম : ৩, (৫) মেকানিক (এমবেডেড সিস্টেমস অ্যান্ড পিএলসি : ১, (৬) আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল) : ১, (৭) হাউসকিপার : ১, (৮) ফিটার : ৭, (৯) মেশিনিস্ট : ৪, (১০) টার্নার : ৩, (১১) কার্পেন্টার : ১, (১২) ইলেকট্রিশিয়ান : ৮, (১৩) ইলেকট্রনিক্স মেকানিক : ৮, (১৪) মেকানিক মোটর ভেহিকেল : ২, (১৫) ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) ৬, (১৬) কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স মেকানিক : ২, (১৭) কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা) : ৩, (১৮) ডিজিটাল ফটোগ্রাফার : ৩, (১৯) সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট : ৩, (২০) স্টেনোগ্রাফার (হিন্দি) : ১৷
ট্রেনিং পিরিয়ড ও স্টাইপেন্ড : ১ বছরের ট্রেনিং পিরিয়ড হবে৷ আর্কিটেকচারাল অ্যাসিস্ট্যান্ট (সিভিল), হাউসকিপার, ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক), কম্পিউটার অ্যান্ড পেরিফেরালস হার্ডওয়্যার রিপেয়ার অ্যান্ড মেইনটেন্যান্স মেকানিক , কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট (কোপা), ডিজিটাল ফটোগ্রাফার, সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার (হিন্দি) অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৭,৭০০ টাকা ও অন্যান্য অ্যাপ্রেন্টিসরা প্রতি মাসে ৮,০৫০ টাকা স্টাইপেন্ড পাবেন৷
আবেদন করার পদ্ধতি : অনলাইনে দরখাস্ত করার জন্য প্রার্থীকে ন্যাশনাল অ্যাপ্রেন্টিসশিপ প্রমোশন স্কিম (এনএপিএস) পোর্টাল apprenticeshipindia.org-এ গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় মাধ্যমিকের মার্কশিট, আইটিআই মার্কশিট ও সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), সচিত্র পরিচয়পত্র ইত্যাদি নথিপত্র আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে হবে৷ ডাউনলোড করা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে উল্লিখিত নথিপত্রসমূহ একত্রে পিডিএফ ফর্ম্যাটে স্ক্যান করে admintbrl@tbrl.drdo.in ই-মেল আইডিতে মেল করতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : দরখাস্ত ও শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন www.drdo.gov.in ওয়েবসাইট৷
Official Website: www.drdo.gov.in
Official Notification: Click Here