Memo. No. DHFWS/UD/ADV/XV-FC/2022-23/4386/22
DHFWS, Uttar Dinajpur invites applications for the following contractual posts.
Post: Staff Nurse, Laboratory Technician, Block Epidemiologist, Counsellor, Block Data Manager, Block Public Health Manager, Community Health Assistant, Medical Officer, Specialist.
Total Vacancy: 61
Eligibility: Diploma, Graduate, PG in relevant disciplines (post-wise different)
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Receipt of Application: 6/12/2022 till 4 pm
…………………………..
উত্তর দিনাজপুর জেলার স্বাস্থ্য বিভাগে স্টাফ নার্স, কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, ল্যাবরেটরি টেকনিশিয়ান, কাউন্সেলর, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মেডিকেল অফিসার, স্পেশালিস্ট পদে ৬১ জন নিয়োগ করবে৷ স্পেশালিস্ট পদ ছাড়া অন্যান্য পদের বেলায় দরখাস্ত পাঠাতে হবে ৬ ডিসেম্বর, ২০২২ বিকেল ৪ টের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(২) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হওয়া আবশ্যক, সঙ্গে সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, ওবিসি-এ ২, ওবিসি-বি ১)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷
(৩) ল্যাবরেটরি টেকনিশিয়ান: ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স / বায়োলজিক্যাল সায়েন্সসহ উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং রাজ্য সরকার অনুমোদিত প্রতিষ্ঠান থেকে মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা বা সুকল অফ ট্রপিক্যাল মেডিসিন থেকে ল্যাবরেটরি টেকনিকস বিষয়ে ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ১৯ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷
(৪) স্টাফ নার্স: ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল/ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(৫) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৬) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৭) ব্লক ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিসসহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২২,০০০ টাকা৷
(৮) কাউন্সেলর: সোশিয়োলজি বিষয়ে এমএ / এমএসসি বা অ্যাপ্লায়েড সাইকোলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ২৩ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ এককালীন বেতন: ২০,০০০ টাকা৷
(৯) মেডিকেল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷
(১০) স্পেশালিস্ট (মেডিসিন): এমবিবিএস পাশ হতে হবে ও মেডিসিন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(১১) স্পেশালিস্ট মেডিকেল অফিসার (পেডিয়াট্রিক্স): এমবিবিএস পাশ হতে হবে ও পেডিয়াট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(১২) স্পেশালিস্ট মেডিকেল অফিসার (জি অ্যান্ড ও): এমবিবিএস পাশ হতে হবে ও জি অ্যান্ড ও বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
(১৩) স্পেশালিস্ট মেডিকেল অফিসার (অপথ্যালমোলজিস্ট): এমবিবিএস পাশ হতে হবে ও অপথ্যালমোলজি বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা বা ডিএনবি পাশ হতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ অনুযায়ী ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: দৈনিক ৩,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.wbhealth.gov.in ওয়েবসাইটে প্রদত্ত বয়ানে৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) এনইএফটি / আরটিজিএস / আইএমপিএস করে জমা করতে হবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে-Bank Name: ICICI Bank (Raiganj Branch), Bank Account Name: DH&FWS UTTAR DINAJPUR E-TENDER A/C, Bank A/C No. 161801000194, MICR Code: 733229203, IFSC Code: ICIC0001618৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত, সম্পূর্ণ জীবনপঞ্জি এবং দরখাস্ত ফি-র রসিদ, মাধ্যমিক থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত অভিজ্ঞতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে একটি মুখবন্ধ খামে ভরে তার উপর“1) Name of the Post:…………………., 2) Applied for the Post under: Fifteen Finance Commission (XV-FC)” লিখে রেজিস্টার্ড পোস্ট / স্পিড পোস্ট / ক্যুরিয়ারের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায়-Office of the Chief Medical Officer of Health & Member Secretary, DH&FWS, Karnojora, Raiganj, Dist.- Uttar Dinajpur, PIN- 733130৷ স্পেশালিস্ট পদের প্রার্থীদের দরখাস্ত পাঠাতে হবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত, সম্পূর্ণ জীবনপঞ্জি এবং দরখাস্ত ফি-র রসিদ, মাধ্যমিক থেকে শুরু করে শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্রের স্ব-প্রত্যয়িত প্রতিলিপি একত্রে নিয়ে ৮ ডিসেম্বর, ২০২২ সকাল ১১ টার মধ্যে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত হতে হবে এই ঠিকানায়-Office of the Chief Medical Officer of Health, Uttar Dinajpur৷
Official Website: www.wbhealth.gov.in
Official Notification: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/43861.pdf