Advt No. RRC/SCR/Sports Quota/01/ 2025
South Central Railway invites online applications against sports quota.
Post: Various.
Total vacancy: 61.
Eligibility: post wise different.
Age Limit: within 25 years (as on 001/01/2024)
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 3rd Februray, 2025.
……………………………………
দক্ষিণ মধ্য রেলে ৬১ নিয়োগ
দক্ষিণ- মধ্য রেল স্পোর্টস কোটায় ৬১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২৫ এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা বয়সের কোনো ছাড় পাবেন না)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৩ ফেব্রুয়ারি, ২০২৫ এর মধ্যে৷ শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক বা আইটিআই পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷
আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে www.scr.indianrailways.gov.in ওয়েবসাইটে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / প্রাক্তন সমরকর্মী / শারীরিক প্রতিবন্ধী / মহিলা / সংখ্যালঘু / আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় ২৫০ টাকা) অনলাইনে ইন্টারনেট ব্যাঙ্কিং বা ডেবিট / ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দিতে
Official Website: www.scr.indianrailways.gov.in
Official Notification: CLICK HERE
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৮/১/২০২৫)।