CRP CLERKS-XIV for Vacancies of 2025-26
Institute of Banking Personnel Selection invites application for the following posts.
Post: Clerk
Total vacancy: 6,128
Eligibility: Graduate
Age Limit: 20 to 28 year (as on 01/07/2024)
Last Date of Online Application: 21/07/2024
Application Fee: Rs. 850 (Rs. 175 for SC/ST/PwBD/EXSM candidates)
আইবিপিএস-এর মাধ্যমে
১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে ৬,১২৮ ক্লার্ক
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস) দ্বারা আয়োজিত কমন রিক্রুটমেন্ট প্রসেস-এর মাধ্যমে (CRP Clerks-XIV) দেশের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে (ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ব্যাঙ্ক অফ বরোদা, ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র, কানাড়া ব্যাঙ্ক, সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ব্যাঙ্ক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাঙ্ক, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক, পাঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক, ইউকো ব্যাঙ্ক, ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া) ৬১২৮ জন ক্লার্ক নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২১ জুলাই, ২০২৪-এর মধ্যে।
শিক্ষাগত যোগ্যতা: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ কম্পিউটার অপারেশন / কম্পিউটার ল্যাঙ্গুয়েজ বিষয়ে সার্টিফিকেট / ডিপ্লোমা / ডিগ্রি পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক / কলেজ স্তরে কম্পিউটার / ইনফরমেশন টেকনোলজি অন্যতম বিষয় হিসাবে থাকতে হবে। প্রার্থী যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জন্য আবেদন করবেন, সেখানকার সরকারি ভাষা লিখতে, পড়তে ও বলতে জানলে অগ্রাধিকার পাবেন৷
বয়স: ১ জুলাই, ২০২৪ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে৷
শূন্যপদ: মোট ৬১২৮।
আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি, প্রতিবন্ধী প্রার্থী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের ১৭৫ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷
Official website: www.ibps.in
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০/৭/২০২৪)।