Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

615 Gr. B & Gr. C in DSSSB

Advt. no. 02/25

Delhi Subordinate Services Selection Board invites online applications for the various group B & C posts.

Post: various.

Total vacancy: 615.

Eligibility: 10th/12th/Diploma/Degree/PG (post-wise different).

Age limit: Post-wise different.

Pay scale:  Post-wise different.

Last Date of Online Application: from 18th August, 2025 12 noon to 16th September, 2025.

……………………………………………………

দিল্লি সাবর্ডিনেট সার্ভিসে ৬১৫ গ্রুপ-‘বি গ্রুপ-‘সি

দিল্লি সাব-অর্ডিনেট সার্ভিস সিলেকশন বোর্ড দিল্লি জাতীয় রাজধানী অঞ্চল সরকারের অধীনস্থ বিভিন্ন দপ্তর ও সংস্থায় স্ট্যাটিসটিক্যাল ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর, ম্যাসন, অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, জুনিয়র ড্রাফটসম্যান, টেকনিক্যাল সুপারভাইজার, বেলিফ, নায়েব তহশিলদার, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টস অফিসার, সিনিয়র ইনভেস্টিগেটর, প্রোগ্রামার, সার্ভেয়র, কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট, অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, স্টেনোগ্রাফার, লাইব্রেরিয়ান, জুনিয়র কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট এডিটর, সাব এডিটর, হেড লাইব্রেরিয়ান, কেয়ারটেকার, ফরেস্ট গার্ড, ট্রেনার গ্র্যাজুয়েট টিচার, মিউজিক টিচার, জুনিয়র ইঞ্জিনিয়ার, ইন্সপেক্টিং অফিসার, সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট, অ্যাসিস্যটান্ট স্টোর কিপার, ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, ইউডিসি, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ফার্মাসিস্ট পদে ৬১৫ জন  ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ আগস্ট, ২০২৫ দুপুর ১২টা থেকে ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) স্ট্যাটিসটিক্যাল ক্লার্ক, গ্রুপ সি (পোস্ট কোড ১৯/২৫): ম্যাথমেটিক্স / স্ট্যাটিসটিক্স / ইকোনমিক্স বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ ক্যালকুলেটিং মেশিন অপারেট করতে জানলে ও হিন্দি ভাষা জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি  ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি পৌরসভায়৷

(২) অ্যাসিস্ট্যান্ট পাবলিক হেলথ ইন্সপেক্টর, গ্রুপ সি (পোস্ট কোড ২০/২৫): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ স্যানিটারি ইন্সপেক্টরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ হিন্দি ভাষা জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৮ (জেনাঃ ৩৬, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৩, ওবিসি ২৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি পৌরসভায়৷

(৩) ম্যাসন, গ্রুপ সি (পোস্ট কোড ২১/২৫): সংশ্লিষ্ট ট্রেডে সার্টিফিকেট পাশ হতে হবে ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা হিন্দি / ইংরেজি ভাষায় লিখতে ও পড়তে জানতে হবে সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ২০ থেকে ৩২  বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৮ (জেনাঃ ২৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম: ১৯৯০০ টাকা থেকে ৬৩২০০ টাকা৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷

(৪) অ্যাসিস্ট্যান্ট সিকিউরিটি অফিসার, গ্রুপ সি (পোস্ট কোড ২২/২৫): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷

(৫) জুনিয়র ড্রাফটসম্যান – ইলেকট্রিক, গ্রুপ সি (পোস্ট কোড ২৩/২৫): ড্রাফটসম্যানশিপে ডিপ্লোমা পাশ সঙ্গে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে নিউ দিল্লি মিউনিসিপ্যাল কাউন্সিলে৷

(৬) টেকনিক্যাল সুপারভাইজার – রেডিয়োলজি, গ্রুপ বি (পোস্ট কোড ২৪/২৫): রেডিয়োলজি / রেডিয়োগ্রাফি বিষয়ে বি.এসসি পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে অথবা রেডিয়োলজি / রেডিয়োগ্রাফি বিষয়ে ডিপ্লোমা পাশের পর ৬ বছর কাজের অভিজ্ঞতা অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৩৫৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগে৷

(৭) বেলিফ, গ্রুপ সি (পোস্ট কোড ২৫/২৫): হিন্দি / উর্দু বিষয় নিয়ে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৭, তঃজাঃ  ২, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে রেজিস্ট্রার কোপারেটিভ সোসাইটির দপ্তরে৷

(৮) নায়েব তহশিলদার, গ্রুপ বি (পোস্ট কোড ২৬/২৫): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ গ্র্যাজুয়েট হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫৪০০ টাকা থেকে ১১২৪০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের দপ্তরে৷

(৯) অ্যাসিস্যটান্ট অ্যাকাউন্টস অফিসার, গ্রুপ বি (পোস্ট কোড ২৭/২৫): সিএ / সিএস / আইসিডব্লুএ / এমবিএ (ফিন্যান্স ) বা ফিন্যান্স কন্ট্রোল বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের দপ্তরে৷

(১০) সিনিয়র ইনভেস্টিগেটর, গ্রুপ বি (পোস্ট কোড ২৮/২৫): ইকোনমিক্স / স্ট্যাটিসটিক্স / সোশিয়োলজি / জিয়োগ্রাফি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সোশিয়ো-ইকোনমিক, ইন্ডাস্ট্রিয়াল ও ফিজিক্যাল স্টাডিজ সংক্রান্ত ডেটা কালেকশন ও অ্যানালিসিস এর কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের দপ্তরে৷

(১১) প্রোগ্রামার, গ্রুপ বি (পোস্ট কোড ২৯/২৫): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রি পাশ হতে হবে বা কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে বা ডোয়েক থেকে বি লেভেল এগজামিনেশন পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের দপ্তরে৷

(১২) সার্ভেয়র, গ্রুপ সি (পোস্ট কোড ৩০/২৫): সার্ভেয়িং ট্রেডে ডিপ্লোমা বা ২ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৯ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি আরবান শেল্টার ইমপ্রুভমেন্ট বোর্ডের দপ্তরে৷

(১৩) কনজারভেশন অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ বি (পোস্ট কোড ৩১/২৫): কনজারভেশন, প্রিজার্ভেশন অ্যান্ড হেরিটেজ ম্যানেজমেন্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ বা আর্কিটেকচারাল কনজারভেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে আর্কিয়োলজি বিভাগে৷ 

(১৪) অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডেন্ট, গ্রুপ বি (পোস্ট কোড ৩২/২৫): গ্র্যাজুয়েট হতে হবে৷ শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে ১৬৫ সেমি (গোর্খা, গাড়োয়ালি, ডোগরা ও তঃউঃজাঃ ছেলেরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন)৷ বুকের ছাতি হতে হবে না ফুলিয়ে ৮১ থেকে ৮৫ সেমি (গোর্খা, গাড়োয়ালি, ডোগরা ও তঃউঃজাঃ ছেলেরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন), বুকের ছাতি ৪ সেমি পর্যন্ত প্রসারণক্ষম হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে ১৫৭ সেমি (গোর্খা, গাড়োয়ালি, ডোগরা ও তঃউঃজাঃ ছেলেরা উচ্চতায় ৫ সেমি ছাড় পাবেন)৷  দৃষ্টিশক্তি হতে হবে চশমা ছাড়া ভালো চোখে ৬/৬ ও খারাপ চোখে ./১২ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯৩ (জেনাঃ ৩৮, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ২৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৯)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি সংশোধনাগারে৷

(১৫) স্টেনোগ্রাফার, গ্রুপ সি (পোস্ট কোড ৩৩/২৫): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে ও কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ঢ করতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে উর্দু অ্যাকাডেমিতে৷

(১৬) অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, গ্রুপ সি (পোস্ট কোড ৩৪/২৫): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে উর্দু অ্যাকাডেমিতে৷

(১৭) জুনিয়র কম্পিউটার অপারেটর, গ্রুপ সি (পোস্ট কোড ৩৫/২৫): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ উর্দু বিষয়ে ডিপ্লোমা ইন-পেজ পাশ হতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে উর্দু অ্যাকাডেমিতে৷

(১৮) চিফ অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ বি (পোস্ট কোড ৩৬/২৫): বি.কম পাশ হতে হবে অথবা সিএ / আইসিডব্লুএ (ইন্টার) পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷ নিয়োগ হবে উর্দু অ্যাকাডেমিতে৷

(১৯) অ্যাসিস্ট্যান্ট এডিটর, গ্রুপ বি (পোস্ট কোড ৩৭/২৫): উর্দু বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে৷ উর্দু জার্নালিজম / মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশন বিষয়ে ডিপ্লোমা পাশ বা গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে উর্দু অ্যাকাডেমিতে৷

(২০) সাব এডিটর, গ্রুপ বি (পোস্ট কোড ৩৮/২৫): উর্দু বিষয়ে অনার্স গ্র্যাজুয়েট হতে হবে৷ উর্দু জার্নালিজম / মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশন বিষয়ে ডিপ্লোমা পাশ বা গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে উর্দু অ্যাকাডেমিতে৷

(২১) হেড লাইব্রেরিয়ান, গ্রুপ বি (পোস্ট কোড ৩৯/২৫): উর্দু বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ লাইব্রেরি সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে উর্দু অ্যাকাডেমিতে৷

(২২) কেয়ারটেকার, গ্রুপ সি (পোস্ট কোড ৪০/২৫): মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৬ মাস কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১৪ (জেনাঃ ৪৪, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ১০, ওবিসি ৩৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১০)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷ নিয়োগ হবে সোশ্যাল ওয়েলফেয়ার বিভাগে৷

(২৩) ফরেস্ট গার্ড, গ্রুপ সি (পোস্ট কোড ৪১/২৫): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে ১৬৩ সেমি (গোর্খা, গাড়োয়ালি, ডোগরা ও তঃউঃজাঃ ছেলেদের বেলায় উচ্চতায় ১৫২ সেমি)৷ বুকের ছাতি হতে হবে ৮৪ সেমি, বুকের ছাতি ৫ সেমি পর্যন্ত প্রসারণক্ষম হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে ১৫০ সেমি (গোর্খা, গাড়োয়ালি, ডোগরা ও তঃউঃজাঃ ছেলেরা উচ্চতায় ১৪০ সেমি)৷ বুকের ছাতি হতে হবে ৭৯ সেমি, বুকের ছাতি ৫ সেমি পর্যন্ত প্রসারণক্ষম হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫২ (জেনাঃ ১৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৫, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷ নিয়োগ হবে বন ও বন্যপ্রাণী বিভাগে৷

(২৪) ট্রেইন্ড গ্র্যাজুয়েট টিচার (স্পেশাল এডুকেশন টিচার), গ্রুপ বি (পোস্ট কোড ৪২/২৫): গ্র্যাজুয়েট হতে হবে৷ বি.এড (স্পেশাল এডুকেশন) পাশ বা বি.এড (জেনারেল) পাশ সঙ্গে স্পেশাল এডুকেশন বিষয়ে ১ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে বা বি.এড (জেনারেল) পাশ সঙ্গে স্পেশাল এডুকেশন বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে বা  বি.এড (জেনারেল) পাশ সঙ্গে স্পেশাল এডুকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল ডিপ্লোমা পাশ হতে হবে বা বি.এড (স্পেশাল এডুকেশন) পাশ সঙ্গে স্পেশাল এডুকেশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট প্রফেশনাল সার্টিফিকেট পাশ হতে হবে বা স্পেশাল এডুকেশন (মেন্টাল রিটার্ডেশন) বিষয়ে পিজি ডিপ্লোমা পাশ হতে হবে বা স্পেশাল এডুকেশন (মাল্টিপল ডিজএবিলিটি) বিষয়ে পিজি ডিপ্লোমা পাশ হতে হবে বা  স্পেশাল এডুকেশন (লোকোমোটর ইমপেয়ারমেন্ট অ্যান্ড সেরিব্রাল পালসি) বিষয়ে পিজি ডিপ্লোমা  পাশ হতে হবে বা ভিস্যুয়াল ইমপেয়ারমেন্ট বিষয়ে বি.এ.বি.এড পাশ হতে হবে৷ রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়ার বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩২ (জেনাঃ ১৯, তঃজাঃ ৩, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশনের দপ্তরে৷

(২৫) মিউজিক টিচার, গ্রুপ বি (পোস্ট কোড ৪৩/২৫): মিউজিক বিষয়ে বি.এ পাশ হতে হবে অথবা উচ্চমাধ্যমিক পাশের পর নিম্নলিখিত যে কোনো একটি যোগ্যতা অর্জন করে থাকতে হবে — (ক) বম্বের গান্ধর্ব মহাবিদ্যালয় মণ্ডল থেকে সঙ্গীত বিশারদের পরীক্ষায় পাশ হতে হবে, (খ) খৈরাবাদের ইন্দিরা কলা সঙ্গীত বিশ্ব বিদ্যালয় থেকে সঙ্গীতবিদের পরীক্ষায় পাশ হতে হবে, (গ) এলাহাবাদের প্রয়াগ সঙ্গীত সমিতি থেকে সঙ্গীত প্রভাকর পরীক্ষায় পাশ হতে হবে, (ঘ) লক্ষ্মৌ এর ভাটখণ্ডী সঙ্গীত বিদ্যাপীঠ থেকে সঙ্গীত বিশারদের পরীক্ষায় পাশ হতে হবে, (ঙ) গোয়ালিয়রের মাধব সঙ্গীত মহাবিদ্যালয়লেক্ষর থেকে ফাইনলা পরীক্ষায় পাশ হতে হবে, (চ) বরোদ স্টেট সুকল অফ মিউজিক থেকে সর্বোচ্চ পরীক্ষায় পাশ হতে হবে, (ছ) গোয়ালিয়রের শঙ্কর গান্ধর্ব বিদ্যালয় থেকে ফাইনাল পরীক্ষায় পাশ হতে হবে, (জ) মধ্যপ্রদেশ সরকারের শিক্ষাবিভাগ থেকে সঙ্গীত রতন ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১,  ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ এডুকেশনের দপ্তরে৷

(২৬) জুনিয়র ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল), গ্রুপ বি (পোস্ট কোড ৪৪/২৫): ইলেকট্রিক্যাল / মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে বা উল্লিখিত কোনো বিষয়ে ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫০ (জেনাঃ ৩৪,  তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৪, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি জল বোর্ডের দপ্তরে৷

(২৭) ইন্সপেক্টিং অফিসার, গ্রুপ সি (পোস্ট কোড ৪৫/২৫): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ লেবার ল / পার্সোনেল ম্যানেজমেন্ট / সোশ্যাল ওয়ার্ক বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে বা উল্লিখিত কোনো বিষয়ে ডিপ্লোমা পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬ (জেনাঃ ৭,  তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷ নিয়োগ হবে শ্রম বিভাগের দপ্তরে৷

(২৮) সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি (পোস্ট কোড ৪৬/২৫): যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি পলিউশন কন্ট্রোল কমিটির দপ্তরে৷

(২৯) অ্যাকাউন্ট্যান্ট, গ্রুপ সি (পোস্ট কোড ৪৭/২৫): বি.কম পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের দপ্তরে৷

(৩০) অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার, গ্রুপ সি (পোস্ট কোড ৪৮/২৫): মাধ্যমিক পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের দপ্তরে৷

(৩১) ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট, গ্রুপ সি (পোস্ট কোড ৪৯/২৫): ড্রয়িং ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে মাধ্যমিক পাশ হতে হবে৷ কার্পেন্টার / ম্যাসন / ব্ল্যাকস্মিথ / প্লাম্বার / পেন্টার / মেট (সিভিল) ট্রেডে এনটিসি / এনএসি সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (ওবিসি)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের দপ্তরে৷

(৩২) ইউডিসি (অ্যাকাউন্টস / অডিটর), গ্রুপ সি (পোস্ট কোড ৫০/২৫): বি.কম পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের দপ্তরে৷

(৩৩) টেকনিক্যাল অ্যাসিস্যটান্ট – হিন্দি, গ্রুপ সি (পোস্ট কোড ৫১/২৫): হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি ও হিন্দি বিষয় নিয়ে গ্র্যাজুয়েট হতে হবে সঙ্গে হিন্দি থেকে ইংরেজি ও ইংরেজি থেকে হিন্দি ভাষায় অনুবাদের কাজে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ নিয়োগ হবে দিল্লি অ্যাগ্রিকালচারাল মার্কেটিং বোর্ডের দপ্তরে৷

(৩৪) ফার্মাসিস্ট – ইউনানি, গ্রুপ সি (পোস্ট কোড ৫২/২৫): মাধ্যমিক বা সমতুল পাশের পর ইউনানি ফার্মাসিতে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ১৬ সেপ্ঢেম্বর, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৩ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪)৷ বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷ নিয়োগ হবে ডিরেক্টোরেট অফ আয়ুষ এর দপ্তরে৷

উল্লিখিত সকল পদে দিল্লি সরকারের বিধি অনুযায়ী তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধীরা ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ১৫ বছর ও ওবিসি প্রার্থীরা ১৩ বছর) বয়সের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.dsssbonline.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই (১০ থেকে ২০ কেবি সাইজ) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি  ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷  অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://dsssb.delhi.gov.in/

Official Notification: Click Here

Share it :

Leave a Reply