Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

6238 TECHNICIANS IN INDIAN RAILWAYS

CEN 02/2025

Online applications are invited for filling up the following posts in Indian Rail.

Post: Technician Grade-I Signal, Technician Grade III.

Total vacancy: 6238. Technician Grade-I Signal: 183, Technician Grade III: 6055.

Eligibility: post wise different.

Age-limit: post wise different.

Pay Scale: post wise different.

Last Date of Online Application: 28th July, 2025.

…………………………………………

রেলে ৬২৩৮ টেকনিশিয়ান নিয়োগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত

কেন্দ্রীয় রেল মন্ত্রকের অধীনস্থ কলকাতা, মালদা ও শিলিগুড়ি-সহ দেশের ২১টি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডে টেকনিশিয়ান গ্রেড-III ও টেকনিশিয়ান গ্রেড-I সিগন্যাল পদে ৬২৩৮ জন ছেলেমেয়ে নিয়োগের(CEN No. 02/2025) সম্পূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে৷ বয়স হতে হবে ১ জুলাই, ২০২৫ অনুযায়ী টেকনিশিয়ান গ্রেড-III পদের বেলায় ১৮ বছর থেকে ৩০ বছরের মধ্যে এবং টেকনিশিয়ান গ্রেডI সিগন্যাল পদের বেলায় ১৮ বছর থেকে ৩৩ বছরের মধ্যে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ জুলাই, ২০২৫-এর মধ্যে৷

যোগ্যতা: ফিজিক্স, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন টেকনোলজি, ইনস্ট্রুমেন্টেশন বিষয় নিয়ে বি.এসসি পাশ হতে হবে অথবা উল্লিখিত যে কোনো বিষয়ে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং বা বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ অথবা মাধ্যমিক / সমতুল পাশের পরে সংশ্লিষ্ট ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত আইটিআই পাশ বা মাধ্যমিক / উচ্চমাধ্যমিক পাশের পরে উল্লিখিত ট্রেডে এনসিভিটি / এসসিভিটি স্বীকৃত অ্যাপ্রেন্টিসশিপ পাশ হতে হবে৷ (পদ অনুযায়ী বিভিন্ন)।

আবেদন: দরখাস্ত করতে হবে অনলাইনে কলকাতা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbkolkata.gov.in, মালদা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbmalda.gov.in, শিলিগুড়ি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbsiliguri.gov.in, আহমেদাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbahmedabad.gov.in, আজমেঢ় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbajmer.gov.in, প্রয়াগরাজ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbald.gov.in, ব্যাঙ্গালোর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbbnc.gov.in, ভোপাল রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbbpl.nic.in, ভুবনেশ্বর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায  www.rrbbbs.gov.in, বিলাসপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbbilaspur.gov.in, চণ্ডীগড় রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbcdg.gov.in, চেন্নাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbchennai.gov.in, গোরক্ষপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbgkp.gov.in, গুয়াহাটি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbguwahati.gov.in, জম্মু-শ্রীনগর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbjammu.nic.in, মুম্বাই রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbmumbai.gov.in, মুজফফরপুর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbmuzaffarpur.gov.in, পাটনা রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায www.rrbpatna.gov.in, রাঁচি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায় www.rrbranchi.gov.in, তিরুবনন্তপুরম রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbthiruvananthapuram.gov.in, সেকেন্দ্রাবাদ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের বেলায়www.rrbsecunderabad.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা৷ পরবর্তী সময়ে ৪০০ টাকা ফেরত দেওয়া হবে৷ তপশিলি সম্প্রদায়, মহিলা, প্রাক্তন সমরকর্মী, তৃতীয় লিঙ্গ, সংখ্যালঘু ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় দরখাস্ত ফি ২৫০ টাকা৷ পরবর্তী সময়ে সম্পূর্ণ ২৫০ টাকা ফেরত দেওয়া হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

Official Website: https://www.rrbkolkata.gov.in/cen022025.php

Official Notification: Click Here

Apply link: Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (২/ ৭ /২০২৫)

Share it :

Leave a Reply