Advt. No. NSTL/APPRENTICESHIP/02/2022
National Science & Technological Laboratory invites online applications through email for the following posts.
Post: Graduate Apprentice, Diploma Apprentice, Trade Apprentice.
Total vacancy: 63. Graduate Apprentice: 24, Diploma Apprentice: 17, Trade Apprentice: 22.
Eligibility: post wise different.
Age: post wise different.
Stipend: post wise different.
Last Date of Online Application: 11th December, 2022.
………………………………..
কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের একটি প্রিমিয়ার ল্যাবরেটরি ন্যাভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজিক্যাল ল্যাবরেটরি গ্র্যাজুয়েট্ অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস পদে ৬৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ২০১৯, ২০২০ বা ২০২১ সালে বি.ই / বি.টেক, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ও আইটিআই পাশ প্রার্থীরা আবেদনের যোগ্য৷ উচ্চতর শিক্ষাগত যোগ্যতার প্রার্থীরা আবেদন করবেন না৷ ১১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে ১৮ বছরের বেশি বয়সী প্রার্থীরা দরখাস্ত করতে পারবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) আইটিআই (ট্রেড অ্যাপ্রেন্টিস): সিএনসি অপারেটর / কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট / ইলেকট্রিশিয়ান / ওয়েল্ডার / টার্নার / ফিটার / মেশিনিস্ট ট্রেডে আইটিআই পাশ করে থাকতে হবে৷ শূন্যপদ: ১৭৷ স্টাইপেন্ড: নির্বাটিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷
(২) টেকনিশিয়ান (ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক অ্যান্ড ইনস্ট্রুমেন্টেসন ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং শাখায় ডিপ্লোমা পাশ করে থাকতে হবে৷ শূন্যপদ: ১৭৷ স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৮,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
(৩) বি.ই / বি.টেক (গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং / ন্যাভাল আর্কিটেক্ট / কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং / ইনস্ট্রুমেন্টেসন / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ করে থাকতে হবে৷ শূন্যপদ: ২৪৷ স্টাইপেন্ড: নির্বাটিত প্রার্থীদের ট্রেনিং হবে ১২ মাসের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৯,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করার পূর্বে বি.ই / বি.টেক / ডিপ্লোমা পাশ প্রার্থীদের www.mhrdnats.gov.in এবং আইটিআই পাশ প্রার্থীদের www.apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে নিজেদের নাম নথিভুক্ত করতে হবে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নাম নথিভুক্ত করার পর নির্দিষ্ট বয়ানে দরখাস্ত করতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তা স্ক্যান করে এই মেল আইডি’তে ই-মেল করে দিতে হবে admin.dept.nstl@gov.in৷ আরো তথ্যের জন্য দেখুন www.karmasanskriti.com ওয়েবসাইট৷
Email: admin.dept.nstl@gov.in
Get details: Click Here