Advt. No. CRPD/SCO/2025-26/11
Online applications are invited from eligible Indian Citizens for appointment as Manager (Credit Analyst) in State Bank of India.
Post: Credit Analyst (MMGS – III).
Total vacancy: 63 (UR: 26, SC: 11, ST: 7, OBC: 14, EWS: 5).
Eligibility: Graduate (any discipline) from Government recognized University or Institution AND MBA (Finance) / PGDBA / PGDBM / MMS (Finance) / CA / CFA / ICWA passed. Candidates must have 3 years post qualification experience.
Age: 25 to 35 years (as on 31/08/2025).
Pay Scale: Rs. 85,920/- to 1,05,280/-.
Application Fee: Rs. 750/-.
Last Date of Online Application : 2nd October, 2025.
…………………………………………….
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬৩ অফিসার
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া স্পেশালিস্ট অফিসার ক্যাডারে ‘ক্রেডিট অ্যানালিস্ট (এমএমজিএস থ্রি)’ পদে ৬৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২ অক্টোবর, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো শাখায় গ্র্যাজুয়েট এবং এমবিএ (ফিন্যান্স) / পিজিডিবিএ / পিজিডিবিএম / এমএমএস (ফিন্যান্স) / সিএ / সিএফএ / আইসিডব্লুএ পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর প্রার্থীদের কোনো শিডিউলড বাণিজ্যিক ব্যাঙ্ক / ফিন্যান্সিয়াল প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৩১ আগস্ট, ২০২৫-এর হিসেবে ২৫ বছর থেকে ৩৫ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ৬৩ (জেনাঃ ২৬, তঃজাঃ ১১, তঃউঃজাঃ৭, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ বেতনক্রম: ৮৫,৯২০ টাকা থেকে ১,০৫,২৮০ টাকা৷ চাকরির শুরুতে ৬ মাসের প্রবেশন পিরিয়ড থাকবে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/web/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://sbi.bank.in/web/careers/Current-openings
Official Notification: Click Here
অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১৭ /৯ /২০২৫)।