Advt. No. 140
Defence Research and Development Organization (DRDO) is inviting applications for the following post.
Post: Scientist ‘B’
Total Vacancy: 630 (DRDO- 579, DST- 8, ADA- 43)
Eligibility: Degree, PG (Relevant Discipline)
Age-limit: 28-40 years
Salary: Rs. 88000
Application Fee: Rs. 100 (No application fee for SC/ST/PwD and women candidates)
Last Date of Online Application: 29th July, 2022 till 5pm
………………………………………………
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন নিম্নলিখিত পদে কর্মী নিয়োগ করার জন্য দরখাস্ত গ্রহণ শুরু করেছে।
পদের নাম: সায়েন্টিস্ট ‘বি’
মোট শূন্যপদ: ৬৩০ (ডিআরডিও- ৫৭৯, ডিএসটি- ৮, এডিএ- ৪৩)
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েশন
বয়স: ২৮ থেকে ৪০ বছর
বেতন: ৮৮,০০০ টাকা
দরখাস্ত ফি: ১০০ টাকা (তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না)
অনলাইন দরখাস্তের শেষ তারিখ: ২৯ জুলাই, ২০২২ বিকেল ৫টা।
Official Website: https://rac.gov.in/
Official Notification: Click Here