Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

64 NON EXECUTIVE STAFFS IN MIDHANI / মিশ্র ধাতু নিগমে৬৪ নন এক্সিকিউটিভ

Advertisement No. MDN/HR/NE/4/21

Date: 04.09.2021

 

Mishra Dhatu Nigam Limited invites online application for the following posts.

Post: Senior Operative Trainee, Walking/Roller Furnase Operator, Hot/Cold Leveler Operator, Junior Assistant, Junior Security Inspector, Junior Operative Trainee, Crane Operator, Laddle Man, Operator- Hydraulic Press, Charger Operator, Refractory Mason.

Total vacancy: 64.

Eligibility: Post wise different.

Age limit: Post wise different.

Pay Scale:  Post wise different.

Application Fee:  100/_. For SC/ST/Exsm/PWD candidates: Nil.

Last date of online application: 18 September, 2021till 5pm.

……………………………………………………..

কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন মিনিরত্ন সংস্থা মিশ্র ধাতু নিগম লিমিটেড সিনিয়র অপারেটিভ ট্রেনি, ওয়াকিং / রোলার ফার্নেস অপারেটর, হট / কোল্ড লেভেলার অপারেটর, জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর, জুনিয়র অপারেটিভ ট্রেনি, ক্রেন অপারেটর, ল্যাডল ম্যান,অপারেটর হাউড্রোলিক প্রেস, চার্জার অপারেটর, রিফ্র্যাকটরি ম্যাসন পদে ৬৪ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৮ সেপ্টেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) সিনিয়র অপারেটিভ ট্রেনি – মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(২) সিনিয়র অপারেটিভ ট্রেনি – পিকলিং: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(৩) সিনিয়র অপারেটিভ ট্রেনি – ল্যাব টেকনিশিয়ান: মেটালার্জি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশ বা কেমিস্ট্রি / ফিজিক্সে কমপক্ষে ৬০% নম্বর সহ বি.এসসি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(৪) সিনিয়র অপারেটিভ ট্রেনি – এনডিটি অপারেটর: ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশ বা কমপক্ষে ৬০% নম্বর সহ বি.এসসি পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ আলট্রাসোনিক টেস্টিং / পেনেট্র্যান্ট টেস্টিং / ম্যাগনেটিক প্র্যাকটিক্যাল টেস্টিং / রেডিয়োগ্রাফি টেস্টিংয়ে এনডিটি লেভেল টু সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি ৩)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(৫) সিনিয়র অপারেটিভ ট্রেনি – মেটালোগ্রাফি ল্যাব টেকনিশিয়ান: মেটালার্জি ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(৬) সিনিয়র অপারেটিভ ট্রেনি – সিভিল: সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(৭) ওয়াকিং / রোলার হার্থ ফার্নেস অপারেটর: মেটালার্জি / মেকানিক্যাল  ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ এলপিজি ফায়ারড ওয়াকিং / রোলার হার্থ ফার্নেসের কাজে অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(৮) হট / কোল্ড লেভেলার অপারেটর: মেটালার্জি / মেকানিক্যাল  ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(৯) জুনিয়র অ্যাসিস্ট্যান্ট: মেটালার্জি / মেকানিক্যাল  ইঞ্জিনিয়ারিংয়ে কমপক্ষে ৬০% নম্বর সহ ডিপ্লোমা পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(১০) জুনিয়র সিকিউরিটি ইন্সপেক্টর: গ্র্যাজুয়েট ও সিকিউরিটি সংক্রান্ত কাজে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ আর্মি / নেভি / এয়ারফোর্সে কমপক্ষে হাবিলদার বা সমতুল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ হালকা / ভারি যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা বাঞ্ছনীয়৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (প্রাক্তন সমরকর্মী)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৭ লক্ষ টাকা৷

(১১) জুনিয়র অপারেটিভ ট্রেনি – ফিটার – কাটিং মেশিন: মাধ্যমিক বা সমতুল পাশ ও ফিটার ট্রেডে আইটিআই পাশের পর ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(১২) জুনিয়র অপারেটিভ ট্রেনি – ইলেক্ট্রিক্যাল: মাধ্যমিক বা সমতুল পাশ ও ইলেক্ট্রিক্যাল ট্রেডে আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টিল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(১৩) জুনিয়র অপারেটিভ ট্রেনি – টার্নার: মাধ্যমিক বা সমতুল পাশ ও টার্নার ট্রেডে আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(১৪) জুনিয়র অপারেটিভ ট্রেনি – অপারেশনস অ্যান্ড মেন্টেন্যান্স: মাধ্যমিক বা সমতুল পাশ ও ফিটার ট্রেডে আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টিল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(১৫) জুনিয়র অপারেটিভ ট্রেনি – ফিটার: মাধ্যমিক বা সমতুল পাশ ও ফিটার ট্রেডে আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ স্টিল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(১৬) জুনিয়র অপারেটিভ ট্রেনি – ডিজেল মেকানিক: মাধ্যমিক বা সমতুল পাশ ও ডিজেল মেকানিক ট্রেডে আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অটোমোবাইল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(১৭) জুনিয়র অপারেটিভ ট্রেনি – অটো ইলেক্ট্রিশিয়ান: মাধ্যমিক বা সমতুল পাশ ও অটো ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ অটোমোবাইল শিল্পে কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃজাঃ)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(১৮) জুনিয়র অপারেটিভ ট্রেনি – এনডিটি অপারেটর: মাধ্যমিক বা সমতুল পাশ ও আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ আলট্রাসোনিক টেস্টিং / পেনেট্র্যান্ট টেস্টিং / ম্যাগনেটিক প্র্যাকটিক্যাল টেস্টিং / রেডিয়োগ্রাফি টেস্টিংয়ে এনডিটি লেভেল টু সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, ওবিসি ১, তঃউঃজাঃ ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(১৯) ক্রেন অপারেটর: মাধ্যমিক বা সমতুল পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কোনো সুপরিচিত স্টিল প্ল্যান্টে ৩০ টন ওভারহেড ক্রেন অপারেটরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(২০) ল্যাডল ম্যান: মাধ্যমিক বা সমতুল পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কোনো সুপরিচিত স্টিল প্ল্যান্টে ২০ টন ওভারহেড ক্রেন অপারেটরের কাজে অভিজ্ঞতা থাকতে হবে৷  বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(২১) অপারেটর – হাউড্রোলিক প্রেস ফর ব্যালিস্টিক প্যানেল মোল্ডিং: মাধ্যমিক বা সমতুল পাশের পর ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা মাধ্যমিক ও আইটিআই পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.৩ লক্ষ টাকা৷

(২২) চার্জার অপারেটর: মাধ্যমিক বা সমতুল পাশের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্ঢেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.১ লক্ষ টাকা৷

(২৩) রিফ্র্যাক্টরি ম্যাসন: মাধ্যমিক বা সমতুল পাশের পর ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বার্ষিক বেতন: আনুমানিক ৪.১ লক্ষ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.midhani-india.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই ও অন্যান্যা আনুষঙ্গিক নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (১৫ নম্বর), অভিজ্ঞতা (১৫ নম্বর), লিখিত পরীক্ষা (৭০ নম্বর), ট্রেড টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://midhani-india.in/department_hrd/career-at-midhani/

Get Details:  https://midhani-india.in/WordPress-content/uploads/2018/11/Recruitment-of-Non-Executives092021.pdf

Share it :