Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

640 MANAGEMENT TRAINEES IN COAL INDIA LTD.

Advt. No. 04/2024

Coal India Limited invites application from young, energetic and dynamic persons for recruitment for the following post through GATE-2024 Scores. 

Post: Management Trainee.

Total vacancy: 640

Eligibility:  Graduation / PG in relevant subjects (post-wise different)

Age Limit:  30 year (as on 28/11/2024)

Pay Scale: Rs. 50,000 – Rs. 1,60,000.

Application Fee: Rs. 1180 (SC / ST / PwBD are exempted)

Last Date of Online Application: 28/11/2024 till 6pm.

কোল ইন্ডিয়ায় ৬৪০ ম্যানেজমেন্ট ট্রেনি

রাষ্ট্রায়ত্ত সংস্থা কোল ইন্ডিয়া লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৬৪০ জন নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই গেট-২০২৪ পরীক্ষার বৈধ স্কোর কার্ড থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৮ নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬টা-র মধ্যে৷

যোগ্যতা: ডিগ্রি / মাস্টার ডিগ্রি।

বয়স: ৩০ সেপ্টেম্বর, ২০২৪ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।

শূন্যপদ: ৬৪০।

বেতনক্রম: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷ সফলভাবে ট্রেনিং শেষে E-3 গ্রেডে উন্নীত হলে বেতনক্রম হবে প্রতি মাসে ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.coalindia.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্তের ফি ১১৮০ টাকা (জিএসটি-সহ) অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷

Official Website: www.coalindia.in

Official Notification: https://d3u7ubx0okog7j.cloudfront.net/documents/Detailed_Advertisement_fE6dhPs.pdf

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।

Share it :