Advertisement No. CRPD/CR/2025-26/06
Online applications are invited from eligible Indian Citizens for appointment as Junior Associate (Customer Support & Sales) in clerical cadre in State Bank of India.
Post: Junior Associate (Customer Support & Sales).
Total vacancy: 6589.
Eligibility: Graduation in any discipline from a recognised University or any equivalent qualification recognised as such by Central Government.
Age: 20 to 28 years (as on 01/04/2025).
Pay Scale: Rs.24050-Rs. 64480
Last Date of Online Application: 26th August, 2025
………………………………………………………..
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬৫৮৯ ক্লার্ক
স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ক্লারিক্যাল ক্যাডারে জুনিয়র অ্যাসোসিয়েট (কাস্টমার সাপোর্ট অ্যান্ড সেলস) পদে দেশব্যাপী বিভিন্ন শাখায় ৬৫৮৯ জন নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৬ আগস্ট, ২০২৫-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট হতে হবে৷ গ্র্যাজুয়েশনের শেষ বর্ষে / সেমিস্টারে পাঠরত প্রার্থীরা আবেদন করতে পারবেন৷ তবে নির্বাচিত হলে ৩১ ডিসেম্বর, ২০২৫-এর মধ্যে গ্র্যাজুয়েশন পাশ করেছেন এই মর্মে পাশের প্রমাণপত্র দাখিল করতে হবে৷ যে রাজ্যের জন্য দরখাস্ত করবেন সেই রাজ্যের স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷
বয়স: ১ এপ্রিল, ২০২৫ অনুযায়ী ২০ বছর থেকে ২৮ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তপশিলি সম্প্রদায়ের হলে ১৫ বছর), বিধবা / বিবাহ-বিচ্ছিন্না মহিলারা যদি পুনর্বিবাহ না করে থাকেন তারা ৭ বছর বয়সের ছাড় পাবেন৷
রাজ্য অনুযায়ী শূন্যপদ: (১) পশ্চিমবঙ্গ: রেগুলার -২৭০ (জেনাঃ ১০৯, তঃজাঃ ৬২, তঃউঃজাঃ ১৩, ওবিসি ৫৯, আর্থিকভাবে অনগ্রসর ২৭)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য ১১টি পদ এবং প্রাক্তন সমরকর্মীদের জন্য ৫৯টি পদ সংরক্ষিত৷ ব্যাকলগ – ১৬ (তঃজাঃ ৫, ওবিসি ২, শারীরিক প্রতিবন্ধী ৫, প্রাক্তন সমরকর্মী ৪)৷ প্রার্থীদের বাংলা / নেপালি ভাষা জানতে হবে৷
(২) গুজরাত: রেগুলার – ২২০৷ গুজরাতি ভাষা জানতে হবে৷
(৩) অন্ধ্রপ্রদেশ: রেগুলার – ৩১০৷ ব্যাকলগ – ৫৷ তেলুগু / উর্দু ভাষা জানতে হবে৷
(৪) কর্ণাটক: রেগুলার – ২৭০৷ ব্যাকলগ – ২৩৫৷ কানাড়া ভাষা জানতে হবে৷
(৫) মধ্যপ্রদেশ: রেগুলার – ১০০৷ ব্যাকলগ – ৯৯৷ হিন্দি ভাষা জানতে হবে৷
(৬) ছত্তিশগড়: রেগুলার – ২২০৷ ব্যাকলগ – ৮৬৷ হিন্দি ভাষা জানতে হবে৷
(৭) ওড়িশা: রেগুলার – ১৯০৷ ওড়িয়া ভাষা জানতে হবে৷
(৮) হরিয়ানা: রেগুলার – ১৩৮৷ ব্যাকলগ – ৮৷ হিন্দি / পাঞ্জাবি ভাষা জানতে হবে৷
(৯) জম্মু ও কাশ্মীর: রেগুলার – ২৯৷ হিন্দি / উর্দু ভাষা জানতে হবে৷
(১০) হিমাচল প্রদেশ: রেগুলার – ৬৮৷ হিন্দি ভাষা জানতে হবে৷
(১১) লাদাখ: রেগুলার – ৩৭৷ উর্দু / লাদাখি / ভোতি (বোধি) ভাষা জানতে হবে৷
(১২) পাঞ্জাব: রেগুলার – ১৭৮৷ হিন্দি / পাঞ্জাবি ভাষা জানতে হবে৷
(১৩) তামিলনাড়ু: রেগুলার – ৩৮০৷ তামিল ভাষা জানতে হবে৷
(১৪) তেলেঙ্গানা: রেগুলার – ২৫০৷ ব্যাকলগ – ৭০৷ তেলেগু / উর্দু ভাষা জানতে হবে৷৷
(১৫) রাজস্থান: রেগুলার – ২৬০৷ ব্যাকলগ – ৪৩৷ হিন্দি ভাষা জানতে হবে৷
(১৬) আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ: রেগুলার – ৩০৷ ব্যাকলগ – ৫৷ হিন্দি / ইংলিশ ভাষা জানতে হবে৷
(১৭) সিকিম: রেগুলার – ২০৷ ব্যাকলগ – ১৷ নেপালি / ইংলিশ ভাষা জানতে হবে৷
(১৮) উত্তরপ্রদেশ: রেগুলার – ৫১৪৷ ব্যাকলগ – ৩৭৷ হিন্দি / উর্দু ভাষা জানতে হবে৷
(১৯) মহারাষ্ট্র: রেগুলার – ৪৭৬৷ ব্যাকলগ – ২৪২৷ মারাঠি ভাষা জানতে হবে৷
(২০) গোয়া: রেগুলার – ১৪৷ ব্যাকলগ – ৩৷ কোঙ্কনি ভাষা জানতে হবে৷
(২১) দিল্লি: রেগুলার – ১৬৯৷ ব্যাকলগ – ৪৪৷ হিন্দি ভাষা জানতে হবে৷
(২২) উত্তরাখণ্ড: রেগুলার – ১২৭৷ ব্যাকলগ – ১২৷ হিন্দি ভাষা জানতে হবে৷
(২৩) অরুণাচল প্রদেশ: রেগুলার – ২০৷ ব্যাকলগ – ৪৮৷ ইংলিশ ভাষা জানতে হবে৷
(২৪) অসম: রেগুলার – ১৪৫৷ ব্যাকলগ – ২৩৫৷ অসমিয়া / বাংলা / বোরো ভাষা জানতে হবে৷
(২৫) মণিপুর: রেগুলার – ১৬৷ ব্যাকলগ – ২৬৷ মণিপুরি / ইংলিশ ভাষা জানতে হবে৷
(২৬) মেঘালয়: রেগুলার – ৩২৷ ব্যাকলগ – ৬০৷ ইংরেজি / গারো / খাসি ভাষা জানতে হবে৷
(২৭) মিজোরাম: রেগুলার – ১৩৷ ব্যাকলগ – ২২৷ মিজো ভাষা জানতে হবে৷
(২৮) নাগাল্যান্ড: রেগুলার – ২২৷ ব্যাকলগ – ৩৯৷ ইংলিশ ভাষা জানতে হবে৷
(২৯) ত্রিপুরা: রেগুলার – ২২৷ ব্যাকলগ – ৫১৷ বাংলা / কোকবরক ভাষা জানতে হবে৷
(৩০) বিহার: রেগুলার – ২৬০৷ হিন্দি / উর্দু ভাষা জানতে হবে৷
(৩১) ঝাড়খণ্ড: রেগুলার – ১৩০৷ হিন্দি / সাঁওতালি ভাষা জানতে হবে৷
(৩২) কেরালা: রেগুলার – ২৪৭৷ ব্যাকলগ – ২৫৷ মালয়ালম ভাষা জানতে হবে৷
(৩৩) লাক্ষাদ্বীপ: রেগুলার – ৩৷ মালয়ালম ভাষা জানতে হবে৷
বেতনক্রম: প্রতি মাসে ২৪,০৫০ টাকা থেকে ৬৪,৪৮০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/web/careers/current-openings বাhttps://www.sbi.co.in/web/careers/current-openings ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৪.৫ সেমি× ৩.৫ সেমি, ২০০× ২৩০ পিক্সেল, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১৪০× ৬০ পিক্সেল, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো / নীল কালিতে প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (২৪০× ২৪০ পিক্সেল, ৩ সেমি× ৩ সেমি, ২০ থেকে ৫০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো কালিতে নিজ হাতে লেখা“I,______(Name of the candidate), Date of Birth ______hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required. The signature, photograph and left thumb impression is of mine.” বয়ানটি (৮০০× ৪০০ পিক্সেল, ১০ সেমি× ৫ সেমি, ৫০ থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা জমা দিতে হবে অনলাইনে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইনে প্রিলিমিনারি ও মেইন পরীক্ষার মাধ্যমে৷ প্রথমে হবে প্রিলিমিনারি পরীক্ষা৷ ১ ঘন্টা সময়সীমার ১০০ নম্বরের অবজেক্টিভ টাইপ প্রশ্ণপত্র হবে এইসব বিষয়ে- ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ণ, ৩০ নম্বর, ২০ মিনিট), নিউমেরিক্যাল এবিলিটি (৩৫টি প্রশ্ণ, ৩৫ নম্বর, ২০ মিনিট), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ণ, ৩৫ নম্বর, ২০ মিনিট)৷ প্রিলিমিনারি পরীক্ষার সম্ভাব্য সময় ২০২৫ সালের সেপ্ঢেম্বর মাস৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত এক চতুর্থাংশ নম্বর কাটা যাবে৷ প্রিলিমিনারি পরীক্ষায় সফল প্রার্থীদের অনলাইনে মেইন পরীক্ষা দিতে হবে৷ ২ ঘন্টা ৪০ মিনিটের ২০০ নম্বরের মেইন পরীক্ষায় অবজেক্টিভ টাইপ প্রশ্ণপত্র হবে এইসব বিষয়ে- জেনারেল/ফিন্যান্সিয়াল অ্যাওয়ারনেস- (৫০টি প্রশ্ণ, ৫০ নম্বর, ৩৫ মিনিট), জেনারেল ইংলিশ (৪০টি প্রশ্ণ, ৪০ নম্বর, ৩৫ মিনিট), কোয়ান্টিটেটিভ অ্যাপ্ঢিটিউড (৫০টি প্রশ্ণ, ৫০ নম্বর, ৪৫ মিনিট), রিজনিং এবিলিটি অ্যান্ড কম্পিউটার অ্যাপ্ঢিটিউড (৫০টি প্রশ্ণ, ৬০ নম্বর, ৪৫ মিনিট)৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত এক চতুর্থাংশ নম্বর কাটা যাবে৷ ইংলিশ বিষয় ছাড়া প্রতিটি বিষয়ের প্রশ্ণপত্র হিন্দি, ইংরেজি এবং সংশ্লিষ্ট রাজ্যের আঞ্চলিক ভাষায় হবে৷ পশ্চিমবঙ্গের প্রার্থীরা হিন্দি, ইংরেজি ও বাংলা ভাষায় পরীক্ষা দিতে পারবেন৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্রগুলি হল- আসানসোল, দুর্গাপুর, বৃহত্তর কলকাতা, হুগলি, কল্যাণী, শিলিগুড়ি, হাওড়া৷ অবজেক্টিভ টাইপ মেন পরীক্ষায় নেগেটিভ মার্ক রয়েছে, বর্ধমান, বাঁকুড়া৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাওয়া নম্বর মেধাতালিকায় যোগ হবে না৷ মেইন পরীক্ষায় পাওয়া নম্বরের ভিত্তিতে চূড়ান্ত মেধাতালিকা তৈরি করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের কমপক্ষে ৬ মাস প্রবেশন পিরিয়ডে থাকতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷
Official Website: https://sbi.co.in/web/careers/Current-openings?02503AA0-FB83-4EA0-801C-88C93DE0CE0F_saas_cup_C6FA3ED5_6D17_47D1_B6E2_F4B02CC905E0_
Official Notification: Click Here