Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

665 SPECIALIST OFFICERS IN STATE BANK OF INDIA / স্টেট ব্যাঙ্কে ৬৬৫ স্পেশালিস্ট অফিসার

Advt. No: CRPD/SCO-WEALTH/2022-23/14

State Bank of India invites Online application from Indian citizen for appointment to the following Specialist Cadre Officers posts.

Post: Manager (Business Process), Central Operations Team – Support, Manager (Business Development), Project Development Manager (Business), Relationship Manager, Investment Officer, Senior Relationship Manager, Relationship Manager (Team Lead), Regional Head, Customer Relationship Executive.

Total vacancy: 665. Manager (Business Process): 1, Central Operations Team – Support: 2, Manager (Business Development): 2, Project Development Manager (Business): 2, Relationship Manager: 335, Investment Officer: 52, Senior Relationship Manager: 147, Relationship Manager (Team Lead): 37, Regional Head: 12, Customer Relationship Executive: 75.

Eligibility:  post wise different.

Age: post wise different.

Salary: post wise different.

Last Date of Online Application : 20th September, 2022.

………………………………..

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ, রিলেশনশিপ ম্যানেজার, সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার, ইনভেস্টমেন্ট অফিসার, রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড),  রিজিওনাল হেড, ম্যানেজার (বিজনেস প্রসেস), সেন্ট্রাল অপারেশন টিম (সাপোর্ট), ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট), প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস) পদে ৬৬৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ৫ বছরের চুক্তিতে ব্যাঙ্কের ওয়েলথ ম্যানেজমেন্ট বিজনেস ইউনিটে এই নিয়োগ হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) কাস্টমার রিলেশনশিপ এক্সিকিউটিভ : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে ও দুই চাকার মোটর যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকা আবশ্যক৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভলো হয়৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২০ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৭৫ (জেনাঃ ৩২, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৫, ওবসি ১৯, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ বেতনক্রম : বার্ষিক ২.৫ লাখ টাকা থেকে ৪ লাখ টাকা৷

(২) রিলেশনশিপ ম্যানেজার : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে ও সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২৩ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৩৫ (জেনাঃ ১৩৬, তঃজাঃ ৫৫, তঃউঃজাঃ ২৫, ওবসি ৮৬, আর্থিকভাবে অনগ্রসর ৩৩)৷ বেতনক্রম : বার্ষিক ৫ লাখ  টাকা থেকে ১৫ লাখ টাকা৷

(৩) সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৬ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২৬ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৪৭ (জেনাঃ ৬১, তঃজাঃ ২৪, তঃউঃজাঃ ১১, ওবসি ৩৭, আর্থিকভাবে অনগ্রসর ১৪)৷ বেতনক্রম : বার্ষিক ১০ লাখ টাকা থেকে ২২ লাখ টাকা৷

(৪) ইনভেস্টমেন্ট অফিসার : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট / পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে ও এনআইএসএম / সিডব্লুউএম সার্টিফিকেট থাকতে হবে৷ সিএ / সিএফপি পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫২ (জেনাঃ ২৩, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৩, ওবসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ বেতনক্রম : বার্ষিক ১২ লাখ টাকা থেকে ১৮ লাখ টাকা৷

(৫) রিলেশনশিপ ম্যানেজার (টিম লিড) : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩৭ (জেনাঃ ১৭, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ বেতনক্রম : বার্ষিক ১০ লাখ টাকা থেকে ২৮ লাখ টাকা৷

(৬) রিজিওনাল হেড : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ শিক্ষালাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ২৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১২ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ বেতনক্রম : বার্ষিক ২০ লাখ টাকা থেকে ৩৫ লাখ টাকা৷

(৭) ম্যানেজার (বিজনেস প্রসেস) : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এমবিএ / পিজিডিবিএম বা সমতুল পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : বার্ষিক ১৮ লাখ থেকে ২২ লাখ টাকা৷

(৮) সেন্ট্রাল অপারেশন টিম (সার্পোট) : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে  গ্র্যাজুয়েট  হতে হবে৷ শিক্ষালাভের পর  কমপক্ষে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ইক্যুইটি, স্ট্রাকচারড প্রোডাক্ট ও মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর  হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : বার্ষিক ১০ লাখ থেকে ১৫ লাখ টাকা৷

(৯) ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এমবিএ / পিজিডিবিএম বা সমতুল পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : বার্ষিক ১৮ লাখ থেকে ২২ লাখ টাকা৷

(১০) প্রোজেক্ট ডেভেলপমেন্ট ম্যানেজার (বিজনেস ডেভেলপমেন্ট) : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এমবিএ / পিজিডিবিএম বা সমতুল পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ এপ্রিল, ২০২২-এর হিসেবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : বার্ষিক ১৮ লাখ থেকে ২২ লাখ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://bank.sbi/careers বা www.sbi.co.in/careers ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে দরখাস্তের জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি (২০ কেবি থেকে ৫০ কেবি সাইজ) ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ কেবি থেকে ২০ কেবি সাইজ) জেপিজি বা জেপিইজি ফর্ম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ প্রার্থীর সংক্ষিপ্ত বায়োডাটা (ওয়ার্ড ফাইল / পিডিএফ), সচিত্র পরিচয়পত্র, জন্ম তারিখের প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার যাবতীয় নথিপত্র, অভিজ্ঞতার প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), শারীরিক প্রতিবন্ধকাতার প্রমাণপত্র (যদি থাকে) ও অন্যান্য যাবতীয় নথিপত্র (বিজ্ঞপ্তি অনুসারে) পিডিএফ ফর্ম্যাটে (৫০০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ৭৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে তা সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মের এক কপি প্রিন্ট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ রেজিস্ট্রেশন নম্বর ও পাসওয়ার্ড অবশ্যই লিখে রাখতে হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://sbi.co.in/web/careers/current-openings

Get details: Click Here

 

Share it :