Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

67 TRAINEE ENGINEER & TRAINEE OFFICER IN NHPC Ltd. / এনএইচপিসি লিমিটেডে৬৭ ইঞ্জিনিয়ার ও অফিসার

Advt No. NH/Rectt./04/2021

NHPC Ltd invites online applications for the following posts .

Post: Trainee Engineer, Trainee Officer.

Total vacancy: 67.

Eligibility: post wise different.

Age limit: within 30 years (as on 01/12/2021).

Pay scale: 50,000/- to 1,60,000/-.

Last date of online application: 17 January, 2022 till 5 pm.

…………………………………………………………………………..

মিনিরত্ন সংস্থা এনএইচপিসি লিমিটেড ট্রেনি ইঞ্জিনিয়ার ও ট্রেনি অফিসার পদে ৬৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ প্রার্থীদের অবশ্যই গেট-২০২১, সিএ /সিএমএ, সিএস পরীক্ষার স্কোর কার্ড থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৭ জানুয়ারি, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) ট্রেনি ইঞ্জিনিয়ার (সিভিল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) সিভিল শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং বা এএমআইই  (৩১ মে, ২০১৩ পর্যন্ত তালিকাভুক্ত) পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড — সিভিল ইঞ্জিনিয়ারিং, সিই৷ শূন্যপদ: ২৯ (জেনাঃ ১২, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷

(২) ট্রেনি ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) মেকানিক্যাল শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং বা এএমআইই পাশ হতে হবে৷ গেট পরীক্ষারবিষয়ওকোড—মেকানিক্যালইঞ্জিনিয়ারিং শাখায় (মেকানিক্যাল/প্রোডাকশন/থার্মাল/মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন ইঞ্জিনিয়ারিং), এমই৷ শূন্যপদ: ২০ (জেনাঃ ১২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷

(৩) ট্রেনি ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল শাখায় বি.ই / বি.টেক / বি.এসসি ইঞ্জিনিয়ারিং বা এএমআইই পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড — ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইই৷ শূন্যপদ: ৪ (তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷

(৪) ট্রেনি অফিসার (ফিন্যান্স): ইনস্টিটিউট অফ চাটার্ড অ্যাকাউন্ট্যান্সি অফ ইন্ডিয়া থেকে সিএ পাশ অথবাইনস্টিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্সি অফ ইন্ডিয়া থেকে আইসিডব্লুএ বা সিএমএ পাশ হতে হবে৷ শূন্যপদ: ১২ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১০)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷

(৫) ট্রেনি অফিসার (কোম্পানি সেক্রেটারি): কোম্পানি সেক্রেটারিশিপ পাশ হতে হবে ও ইনস্টিটিউট অফ কোম্পানি সেক্রেটারিস অফ ইন্ডিয়ার সদস্য হতে হবে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে১,৬০,০০০ টাকা৷সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে ১৮ জানুয়ারি, ২০২২ সকাল ১১টায় এই স্থানে — সিএমওএইচ অফিস, উত্তর দিনাজপুর৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.nhpcindia.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২৫ থেকে ৫০ কেবি সাইজ) ও সই (১৫ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অন্যান্য আনুষঙ্গিক নথিপত্র প্রতিটি ১০০ থেকে ২০০ কেবি সাইজের মধ্যে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২৯৫ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ প্রার্থী বাছাই হবে গেট, সিএ / সিএমএ, সিএস পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: http://www.nhpcindia.com/home.aspx

Get details: Click Here

 

Share it :