Advt No. ISRO : ICRB:01(1)(EMC):2022
Online applications are invited for filling up the following posts in Indian Space Research Organisation.
Post: Scientist/Engineer ‘SC’
Total vacancy: 68.
Eligibility: BE/ B.Tech or equivalent in relevant discipline with 65% marks or CGPA 6.84/10. Candidates must have GATE 2021/2022 score card.
Age: maximum 28 years (as on 19/12/2022).
Pay Scale: as per pay level 10.
Last Date of Online Application: 19th December, 2022.
………………………………..
কেন্দ্রীয় সরকারের মহাকাশ বিভাগের অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ‘সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার’ পদে ৬৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ প্রার্থীদের অবশ্যই ২০২১ বা ২০২২ সালের গেট পরীক্ষার স্কোরকার্ড থাকতে হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ – ইলেকট্রনিক্স (পোস্ট নং BE001): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেডসহ ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসি)৷ বয়স: ১৯ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২১৷
(২) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ – মেকানিক্যাল (পোস্ট নং BE002): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেডসহ মেকানিক্যাল শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং (এমসি)৷ বয়স: ১৯ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৩৷
(৩) সায়েন্টিস্ট / ইঞ্জিনিয়ার ‘এসসি’ – কম্পিউটার সায়েন্স (পোস্ট নং BE003): কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর বা সিজিপিএ ৬.৮৪/১০ গ্রেডসহ কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং শাখায় বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ গেট পরীক্ষার বিষয় ও কোড – কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি (সিএস)৷ বয়স: ১৯ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪৷
বেতনক্রম: পে লেভেল ১০ অনুযায়ী বেতন পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.isro.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ২৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে গেট পরীক্ষার নম্বর ও ইন্টারভিউয়ের ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.isro.gov.in/
Get details: Click Here