Online applications are invited for recruitment to the following post through IBPS.
Post: PO/MT
Total vacancy: 6932
Eligibility: Graduate
Age limit: 20 to 30 years as on 01/08/2022.
Last Date of Online Application: 22/08/2022
Application Fee: Rs. 850 (For SC/ST/PWD/ ESM candidates- Rs. 175)
…………………………………
ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনেল সিলেকশন (আইবিপিএস)-এর দ্বাদশ পর্যায়ের কমন রিক্রুটমেন্ট প্রসেসের(CRP PO/MT-XII) মাধ্যমে সারা ভারতের ১১টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে প্রবেশনারি অফিসার / ম্যানেজমেন্ট ট্রেনি পদে ৬,৯৩২ জন ছেলেমেয়েকে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২২ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখার গ্র্যাজুয়েট বা সমতুল পাশ ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন৷ বয়স: ১ আগস্ট, ২০২২-এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ জন্মতারিখ হতে হবে ২ আগস্ট, ১৯৯২ থেকে ১ আগস্ট, ২০০২-এর মধ্যে৷ তপশিলি প্রার্থীরা ৫ বছর, ওবিসি প্রার্থীরা ৩ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷
ব্যাঙ্ক অনুযায়ী শূন্যপদ: (১) ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ৫৩৫ (জেনাঃ ২১৮, তঃজাঃ ৮০, তঃউঃজাঃ ৪০, ওবিসি ১৪৪, আর্থিকভাবে অনগ্রসর ৫৩)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২১টি পদ সংরক্ষিত৷ (২) কানাড়া ব্যাঙ্ক: ২৫০০ (জেনাঃ ১০১৩, তঃজাঃ ৩৭৫, তঃউঃজাঃ ১৮৭, ওবিসি ৬৭৫, আর্থিকভাবে অনগ্রসর ২৫০)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০০টি পদ সংরক্ষিত৷ (৩) ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র: ৫০০ (জেনাঃ ২০৩, তঃজাঃ ৭৫, তঃ:উঃজাঃ ৩৭, ওবিসি ১৩৫, আর্থিকভাবে অনগ্রসর ৫০)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২০টি পদ সংরক্ষিত৷ (৪) পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক: ৫০০ (জেনাঃ ২০৩, তঃজাঃ ৭৫, তঃ:উঃজাঃ ৩৭, ওবিসি ১৩৫, আর্থিকভাবে অনগ্রসর ৫০)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২০টি পদ সংরক্ষিত৷ (৫) পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক: ২৫৩ (জেনাঃ ১০২, তঃজাঃ ৩৮, তঃ:উঃজাঃ ২৩, ওবিসি ৬৬, আর্থিকভাবে অনগ্রসর ২৪)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১৬টি পদ সংরক্ষিত৷ (৬) ইউকো ব্যাঙ্ক: ৫৫০ (জেনাঃ ২২৪, তঃজাঃ ৮২, তঃউঃজাঃ ৪১, ওবিসি ১৪৮, আর্থিকভাবে অনগ্রসর ৫৫)৷ এরমধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ২৩টি পদ সংরক্ষিত৷ (৭) ইউনিয়ন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া: ২০৯৪ (জেনাঃ ৮৩৬, তঃজাঃ ৩৪৬, তঃউঃজাঃ ১৫৫, ওবিসি ৫৭৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৮৪)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১১৭টি পদ সংরক্ষিত৷
আবেদনের পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.ibps.in ওয়েবসাইটের মাধ্যমে৷ অনলাইনে আবেদন করার জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইন নম্বর থাকতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি (২০×২৩০ পিক্সেল, ৪.৫সেমি× ৩.৫সেমি, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সাদা কাগজে কালো কালিতে করা সই (১৪×৬০ পিক্সেল, ১০ কেবি থেকে ২০ কেবি সাইজের মধ্যে), সাদা কাগজে কালো বা নীল কালিতে প্রার্থীর বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ (পিক্সেল ২৪×২৪০ পিক্সেল, ২০ কেবি থেকে ৫০ কেবি সাইজের মধ্যে) ও সাদা কাগজে কালো কালিতে লেখা নিম্নলিখিত বয়ান (৮০×৪০০ পিক্সেল, ১০সেমি×৫সেমি, ৫০ কেবি থেকে ১০০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে -“I, ____ (Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required”৷ দরখাস্ত ফি ৮৫০ টাকা (তপশিলি সম্প্রদায় ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১৭৫ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম ও ফি-র রসিদ এক কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ অনলাইন প্রিলিমিনারি পরীক্ষা হবে অক্টোবর, ২০২২৷ অবজেক্টিভ টাইপের ১ ঘন্টার প্রিলিমিনারি পরীক্ষায় ১০০ নম্বরের ১০০টি প্রশ্ন হবে এইসব বিষয়ে – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩০টি প্রশ্ন, ৩০ নম্বর), কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউড (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর), রিজনিং এবিলিটি (৩৫টি প্রশ্ন, ৩৫ নম্বর)৷ উল্লেখিত তিনটি বিষয়ের প্রতিটিতে কাট অফ মার্কস থাকবে৷ প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করলে অনলাইন মেইন পরীক্ষায় বসার সুযোগ পাওয়া যাবে৷ মেইন পরীক্ষা হবে ২০২২ সালের নভেম্বর মাসে৷ এই পরীক্ষায় ৩ ঘণ্টায় ২০০ নম্বরের ১৫৫টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন থাকবে এইসব বিষয়ে-রিজনিং অ্যান্ড কম্পিউটার অ্যাপ্টিটিউড (৪৫টি প্রশ্ন, ৬০নম্বর), ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৩৫টি প্রশ্ন, ৪০ নম্বর), ডেটা অ্যানালিসিস অ্যান্ড ইন্টারপ্রিটেশন (৩৫ টি প্রশ্ন, ৬০ নম্বর), জেনারেল / ইকোনমি / ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (৪০টি প্রশ্ন, ৪০ নম্বর)৷ এছাড়া ৩০ মিনিটে ইংলিশ ল্যাঙ্গুয়েজ (লেটার রাইটিং অ্যান্ড এসে)-এর ২৫ নম্বরের পরীক্ষা হবে৷ প্রিলিমিনারি ও মেইন পরীক্ষায় নেগেটিভ মার্কিং আছে৷ প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বরের থেকে ০.২৫ নম্বর কাটা হবে৷ মেইন পরীক্ষায় পাওয়া নম্বর দেখে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে৷ ইন্টারভিউ ২০২৩ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে হতে পারে৷ এরপরে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হবে৷ পশ্চিমবঙ্গের প্রিলিমিনারি পরিক্ষাকেন্দ্রগুলি হল- বৃহত্তর কলকাতা, হাওড়া, পশ্চিম মেদিনীপুর, আসানসোল, বর্ধমান, দুর্গাপুর, বহরমপুর, হুগলি, কল্যাণী, হলদিয়া, শিলিগুড়ি৷ পশ্চিমবঙ্গের মেইন পরিক্ষাকেন্দ্রগুলি হল- বৃহত্তর কলকাতা, আসানসোল, কল্যাণী, শিলিগুড়ি৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: www.ibps.in
Official Notification: https://www.ibps.in/wp-content/uploads/Detailed-Advt.-CRP-PO-XII.pdf
Apply Online: https://ibpsonline.ibps.in/crppo12jul22/