Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

696 SPECIALIS OFFICERS IN BANK OF INDIA / ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় ৬৯৬ স্পেশালিস্ট অফিসার

BANK OF INDIA, a leading Public Sector Bank having Head Office in Mumbai, invites online applications for recruitment of Specialist Officers in various stream.

Post: Specialist Officers.

Total vacancy: 696.

Eligibility: stream wise different.

Age: stream wise different.

Pay Scale: stream wise different.

Last Date of Online Application: 10th May, 2022.

…………………………………………………..

ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ইকোনমিস্ট, স্ট্যাটিসটিশিয়ান, রিস্ক ম্যানেজার, ক্রেডিট অ্যানালিস্ট, ক্রেডিট অফিসার, টেক অ্যাপ্রাইজাল, আইটি অফিসার –  ডেটা সেন্টার, ম্যানেজার, সিনিয়র ম্যানেজার,  ক্যাটেগরিতে ৬৯৬ জন ‘স্পেশালিস্ট অফিসার’ নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৬ এপ্রিল থেকে ১০ মে, ২০২২ এর মধ্যে৷

শাখা অনুযায়ী যোগ্যতা-(ক) স্থায়ী চাকরি: (১) ক্রেডিট অফিসার, জেএমজিএস-ওয়ান: কমপক্ষে ৬০ শতাংশনম্বর সহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও ফিন্যান্স / ব্যাঙ্কিং অ্যান্ড ফিন্যান্সে স্পেশালাইজেশন সহ এমবিএ / পিজিডিবিএম / পিজিডিএম / পিজিবিএম / পিজিডিবিএ পাশ অথবা সিএ / আইসিডব্লুএ / সিএস পাশ হতে হবে৷ কমপক্ষে ৩ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪৮৪ (জেনাঃ ১৯৭, তঃজাঃ ৭০, তঃউঃজাঃ ৪০, ওবিসি ১৩১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪৬)৷ বেতনক্রম : ৩৬,০০০ টাকা থেকে ৬৩,৮৪০ টাকা৷

(২) ক্রেডিট অ্যানালিস্ট, এসএমজিএস-ফোর: ফিন্যান্স-এ ২ বছরের এমবিএ / পিজিডিএম বা সিএ / আইসিডব্লুএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ১০ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ থেকে ৩৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫৩ (জেনাঃ ২৪, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৬)৷ বেতনক্রম : ৭৬,০১০ টাকা থেকে ৮৯,৮৯০ টাকা৷

(৩) আইটি অফিসার – ডেটা সেন্টার, জেএমজিএস-ওয়ান: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / আইটি / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ / এম.এসসি (আইটি) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪২ (জেনাঃ ১৮, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম : ৩৬,০০০ টাকা ৬৩,৮৪০ টাকা৷

(৪) ইকোনমিস্ট, এমএমজিএস-টু: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ইকোনমিক্স / ইকোনমেট্রিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিন্যান্সিয়াল ইকোনমিক্স / বিহেভেরিয়াল ইকোনমিক্সে স্পেশালাইজেশন থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(৫) স্ট্যাটিসটিশিয়ান, এমএমজিএস-টু: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিসটিক্স / অ্যাপ্লায়েড স্ট্যাটিসটিক্স বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েশনের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৪ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ ফিন্যান্সিয়াল ইকোনমিক্স / বিহেভেরিয়াল ইকোনমিক্সে স্পেশালাইজেশন থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(৬) রিস্ক ম্যানেজার, এমএমজিএস-থ্রি: গ্লোবাল অ্যাসোসিয়েশন অফ রিস্ক থেকে ফিনান্সিয়াল রিস্ক ম্যানেজমেন্ট-এ সার্টিফিকেট পাশ অথবা প্রাইমা প্রতিষ্ঠান থেকে প্রফেশনাল রিস্ক ম্যানেজমেন্টের সার্টিফিকেট পাশ অথবা সিএফএ প্রতিষ্ঠান থেকে চাটার্ড ফিন্যানসিয়াল অ্যানালিস্ট সার্টিফিকেট পাশ অথবা সিএ / আইসিডব্লুএ পাশ অথবা ইনফরমেশন সিস্টেম অডিটর সার্টিফিকেট / ইনফরমেশন সিস্টেম অডিটর ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷

(৭) টেকনিক্যাল (অ্যাপ্রাইজার), এমএমজিএস-টু: নিম্নলিখিত যে কোনো একটি শাখায় ডিগ্রি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে – ইনফ্রাস্ট্রাকচার ইঞ্জিনিয়ারিং, পাওয়ারপ্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং, পাওয়ার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম, মেটালার্জিক্যাল / মেটিরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং, কনস্ট্রাকশন টেকনোলজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, ফার্মাসি / ফার্মাসিউটিক্যাল ইঞ্জিনিয়ারিং, সেমিকনড্রাকটরস ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি, অয়েল অ্যান্ড গ্যাস ইঞ্জিনিয়ারিং, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, প্লাস্টিক / পলিমার ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি, ইনডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৫ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(খ) চুক্তিভিত্তিক চাকরি: (১) ম্যানেজার – আইটি, এমএমজিএস-টু: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমিপউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক পাশ অথবা বি.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ অথবা এমসিএ / এমবিএ (বিজনেস অ্যানালিস্ট) / পিজি (স্ট্যাটিসটিক্স ) / এম.এসসি (কমিপউটার সায়েন্স) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২১ (জেনাঃ ৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(২) সিনিয়র ম্যানেজার – আইটি, এমএমজিএস-থ্রি: কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন টেকনোলজি / ইলেকট্রনিক্স / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে বি.ই / বি.টেক পাশ অথবা বি.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ অথবা এমসিএ / এমবিএ (বিজনেস অ্যানালিস্ট) / পিজি (স্ট্যাটিসটিক্স ) / এম.এসসি (কম্পিউটার সায়েন্স) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩ (জেনাঃ ১১, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৬)৷ বেতনক্রম : ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷

(৩) ম্যানেজার – আইটি (ডেটা সেন্টার), এমএমজিএস-টু: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / আইটি / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ / এম.এসসি (আইটি) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(৪) সিনিয়র ম্যানেজার – আইটি (ডেটা সেন্টার), এমএমজিএস-থ্রি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / আইটি / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ / এম.এসসি (আইটি) পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম : ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷

(৫) সিনিয়র ম্যানেজার – নেটওয়ার্ক সিকিউরিটি, এমএমজিএস-থ্রি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷

(৬) সিনিয়র ম্যানেজার – নেটওয়ার্ক রাউটিং অ্যান্ড স্যুইচিং স্পেশালিস্ট, এমএমজিএস-থ্রি: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম : ৬৩,৮৪০ টাকা থেকে ৭৮,২৩০ টাকা৷

(৭) ম্যানেজার – এন্ড পয়েন্ট সিকিউরিটি, এমএমজিএস-টু: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(৮) ম্যানেজার – ডেটা সেন্টার (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর সোলারিস / ইউনিক্স), এমএমজিএস-টু: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(৯) ম্যানেজার – ডেটা সেন্টার (সিস্টেম অ্যাডমিনিস্ট্রেটর উইন্ডোস), এমএমজিএস-টু: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(১০) ম্যানেজার – ডেটা সেন্টার (ক্লাউড ভার্চুয়ালাইজেশন), এমএমজিএস-টু: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(১১) ম্যানেজার – ডেটা সেন্টার (স্টোরেজ অ্যান্ড ব্যাকআপ টেকনোলজিস), এমএমজিএস-টু: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(১২) ম্যানেজার – ডেটা সেন্টার (নেটওয়ার্ক ভার্চুয়ালাইজেশন অন এসডিএন সিসকো এসিআই), এমএমজিএস-টু: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / ই অ্যান্ড সি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(১৩) ম্যানেজার – ডেটাবেস এক্সপার্ট, এমএমজিএস-টু: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ সিএসই / আইটি শাখায় বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(১৪) ম্যানেজার – টেকনোলজি আর্কিটেক্ট, এমএমজিএস-টু: বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সিএস / আইটি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ও এমবিএ পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

(১৫) ম্যানেজার – অ্যাপ্লিকেশন আর্কিটেক্ট, এমএমজিএস-টু: বি.ই / বি.টেক পাশ বা এমসিএ পাশ হতে হবে৷ সিএস / আইটি ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েট বা পোস্ট গ্র্যাজুয়েট ও এমবিএ পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে বয়স: ১ ডিসেম্বর, ২০২১ এর হিসেবে ২৮ থেকে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ৪৮,১৭০ টাকা থেকে ৬৯,৮১০ টাকা৷

উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বযসের ছাড় পাবেন৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে www.bankofindia.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নেবেন৷ প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ) ও সাদা কাগজে কালো কালিতে করা প্রার্থীর সই (১০ থেকে ২০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ আবেদন ফি (তপশিলি ও প্রতিবন্ধী ১৭৫ টাকা, অন্যান্য ৮৫০ টাকা) ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/আইএমপিএস/ক্যাশ কার্ড / মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা করতে পারবেন৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে৷ ১৫০ মিনিট সময়সীমার অনলাইন লিখিত পরীক্ষা হবে অবজেক্টিভ টাইপ প্রশ্নপত্রের  এই সব বিষয়ে – ইংলিশ ল্যাঙ্গুয়েজ (৫০ নম্বর), প্রফেশনাল নলেজ (১০০ নম্বর), জেনারেল অ্যাওয়ারনেস উইথ স্পেশাল রেফারেন্স টু ব্যাঙ্কিং অ্যাওয়ারনেস (২৫ নম্বর)৷ ভুল উত্তরের জন্য নেগেটিভ মার্কিং থাকবে৷ প্রতিটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত এক-চতুর্থাংশ নম্বর কাটা যাবে৷ লিখিত পরীক্ষায় সফল প্রার্থীদের এরপর ইন্টারভিউতে ডাকা হবে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষা কেন্দ্র কলকাতা৷ অতিরিক্ত তথ্যের জন্য উল্লেখিত ওয়েবসাইট দেখুন৷

Official websitehttp://www.bankofindia.co.in

Get details: Click Here

Share it :