Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

7 EXECUTIVE ASSISTANTS IN NFDB / মৎস্য পালন বিভাগে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট

Advt. No. NFDB/Admn/Rectt/370/2022-23

National Fisheries Development Board invites applications for the following posts.

Post: Executive Assistant (Technical), Executive Assistant (Finance & Administration).

Total vacancy: 7. Executive Assistant (Technical): 6, Executive Assistant (Finance & Administration): 1.

Eligibility: post wise different.

Age: within 30 years (28/11/2022).

Pay Scale:  Rs.9300-34800 & GP-Rs.4200/-.

Last Date for Submit Application: 28th November, 2022.

………………………………

কেন্দ্রীয় সরকারের মৎস্য পালন বিভাগের অধীন ন্যাশনাল ফিশারিজ ডেভেলপমেন্ট বোর্ড এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল) ও এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন) পদে ৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ২৮ নভেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত পাঠাতে হবে ২৮ নভেম্বর, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (টেকনিক্যাল): ফিশারিজ পেপারে স্পেশালাইজেশন সহ ফিশারিজ সায়েন্স / অ্যাকুয়াকালচার / মেরিন কালচার / মেরিন বায়োলজি / ইন্ডাস্ট্রিয়াল ফিশারিজ / জুলজিতে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, তঃজাঃ ১)৷ বেতনক্রম: ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

(২) এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট (ফিন্যান্স অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন): আর্টস / কমার্স / স্ট্যাটিসটিক্স / সায়েন্স / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / ম্যানেজমেন্ট / কম্পিউটার অ্যাপ্লিকেশনে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ ২ বছর কাজের অভিজ্ঞতা ও কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৯,৩০০ টাকা থেকে ৩৪,৮০০ টাকা, গ্রেড পে ৪,২০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে http://nfdb.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷  দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৫০০ টাকা অনলাইনে বা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে -Union Bank of India, a/c name- National Fisheries Development Board, a/c no. 110311100001510, branch – AP Secretariat Branch, Hyderabad, IFS Code: UBIN0811033৷  তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -To Chief Executive, National Fisheries Development Board, Pillar No. 235, PVNR Expressway, SVPNPA Post, Rajendra Nagar, Hyderabad 500052৷ খামের উপর আবেদন করা পদের নাম লিখে দিতে হবে৷ অতিরিক্ত  তথ্যের জন্য দেখুন এই উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://nfdb.gov.in/

Get details: Click Here

 

 

Share it :