Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

7 EXECUTIVES AND ASSISTANTS IN NSFDC / এনএসএফডিসি’তে ৭ এক্সিকিউটিভ ও অ্যাসিস্ট্যান্ট

Advt. No. NSFDC/HR/Rectt./149/2022

The National Scheduled Castes Finance & Development Corporation (NSFDC), invites online  applications from eligible candidates for the following postS.

Post: Junior Executive (Information Technology), Senior Assistant.

Total vacancy: 7. Junior Executive (Information Technology): 2, Senior Assistant: 5.

Eligibility:  post wise different.

Age:  post wise different.

Pay Scale:  post wise different.

Last Date of Online Application :  14th August, 2022.

………………………………………….

কেন্দ্রীয় সরকারের সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রকের অধীন দ্য ন্যাশনাল শিডিউলড কাস্টস ফিন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট কর্পোরেশন ‘জুনিয়র এক্সিকিউটিভ’ ও ‘সিনিয়র অ্যাসিস্ট্যান্ট’ পদে ৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৪ আগস্ট, ২০২২ এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র এক্সিকিউটিভ (ইনফরমেশন টেকনোলজি): কম্পিউটার সায়েন্স / কম্পিউটার অ্যাপ্লিকেশন / আইটি’তে গ্র্যাজুয়েট অথবা পিজিডিসিএ সঙ্গে কমার্স / ইকোনমিক্স / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীদের অবশ্যই ভিবি, সি,সি++,সি#, ওয়েব ডিজাইনিং / স্ক্রিপটিং, এইচটিএমএল / ডিএইচটিএমএল-এর কাজ জানতে হবে৷ কোনো ফিন্যান্সিয়াল ইনস্টিটিউটে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ১৪ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ বেতনক্রম: ২৬,০০০ টাকা থেকে ৯৩,০০০ টাকা৷

(২) সিনিয়র অ্যাসিস্ট্যান্ট: কমার্স / ইকোনমিক্স / স্ট্যাটিসটিক্স / আর্টস / সায়েন্সে ডিগ্রি পাশ হতে হবে৷ কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷ বয়স: ১৪ আগস্ট, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১)৷ বেতনক্রম: ২৫,০০০ টাকা থেকে ৯০,০০০ টাকা৷

আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://nsfdc.nic.in/en/careers ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ অনলাইনে আবেদন করার আগে প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে নেবেন৷ প্রার্থীর ছবি (৪.×৩.৫ সেমি মাপের) স্ক্যান করতে হবে (আয়তন ২০×২৩০ পিক্সেল, মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে) , সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর, করতে হবে যার আয়তন ১৪×৬০ পিক্সেল, মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে, সাদা কাগজে কালো বা নীল কালিতে বাঁ হাতের বুড়ো আঙুলের ছাপ যার আয়তন ২৪×২৪০ পিক্সেল, মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে ও সাদা কাগজে কালো কালিতে নিজের হাতে  ডিক্লেরেশন লিখে স্ক্যান  “I,—(Name of the candidate), hereby declare that all the information submitted by me in the application form is correct, true and valid. I will present the supporting documents as and when required.”) স্ক্যান করতে হবে যার আয়তন ৮০×৪০০ পিক্সেল, মাপ হতে হবে ৫০-১০০ কেবির মধ্যে৷  দরখাস্তের ফি ৬০০ টাকা ডেবিট কার্ড / ক্রেডিট কার্ড/ইন্টারনেট ব্যাঙ্কিং/আইএমপিএস/ক্যাশ কার্ড / মোবাইল ওয়ালেটের মাধ্যমে জমা করতে পারবেন৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষার মাধ্যমে৷ পশ্চিমবঙ্গের পরীক্ষাকেন্দ্র কলকাতা৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://nsfdc.nic.in/en/careers

Get details: Click Here

 

Share it :