Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

70 TRAINEE SUPERVISORS IN PGCIL

Advt. No. CC/09/2024

Powergrid Corporation of India Limited invites online application for the following post.

Post:  Trainee Supervisor (Electrical)

Total Vacancy: 70

Eligibility: Full Time Regular Three Years Diploma in relevant discipline of engineering or equivalent from recognized Technical Board/Institute with minimum 70% marks for General/ OBC (NCL)/ EWS Candidates and pass marks for SC/ST/PwBD.

Pay Scale: Rs. 24,000 – Rs. 1,08,000

Last Date of Online Application: 06/11/2024

রাষ্ট্রায়ত্ত সংস্থায় ৭০ ট্রেনি সুপারভাইজার

কেন্দ্রীয় শক্তি মন্ত্রকের অধীনস্থ সংস্থা পাওয়ারগ্রিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ট্রেনি সুপারভাইজার পদে ৭০ জন নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ নভেম্বর, ২০২৪-এর মধ্যে৷

যোগ্যতা: কমপক্ষে ৭০ শতাংশ নম্বর-সহ (তপশিলি সম্প্রদায় ও আর্থিকভাবে অনগ্রসর প্রার্থীদের বেলায় পাশ নম্বর) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল (পাওয়ার) / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স / পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেকট্রিক্যাল) শাখায় তিন বছরের ফুল টাইম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷

বয়স: ৬ নভেম্বর, ২০২৪ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷

শূন্যপদ: ৭০৷

বেতনক্রম: এক বছরের ট্রেনিং সফলভাবে শেষ করার পরে সাব-জুনিয়র ইঞ্জিনিয়ার পদে নিযুক্ত হলে বেতনক্রম হবে ২৪,০০০ টাকা থেকে ১,০৮,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.powergrid.in ওয়েবসাইটের মাধ্যমে৷ দরখাস্ত ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না।

Official Website: www.powergrid.in

Official Notification:   Click Here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (৩০/১০/২০২৪)।

Share it :