Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

71 ASSIATANT QUALITY CONTROL OFFICERS IN INDIAN OIL CORPORATION LIMITED / ইন্ডিয়ান অয়েলে ৭১ অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার

Advt. No. RD-2021

Applications are invited for the post of Assistant Quality Control Officers in the Indian Indian Oil Corporation Limited.

Post: Assistant Quality Control Officers.

Total vacancy: 71 (UR 28, SC 10, ST 7, O C (NCL) 19, EWS 7).

Eligibility: M.Sc in Chemistry / Equivalent discipline.

Age limit: within 30 years (as on 30th septemer, 2021).

Salary:  40,000/- to 1,40,000/-.

Last Date of Online Application: 22 Octoer, 2021 till 5 pm.

…………………………………………………

রাষ্ট্রায়ত্ত মহারত্ন সংস্থা ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড ‘অ্যাসিস্ট্যান্ট কোয়ালিটি কন্ট্রোল অফিসার’ পদে ৭১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স হতে হবে ৩০ সেপ্টেম্বর, ২০২১ এর হিসেবে ৩০ বছরের মধ্যে (ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২২ অক্টোবর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫% নম্বর সহ) কেমিস্ট্রি / ইনর্গানিক কেমিস্ট্রি / অর্গানিক কেমিস্ট্রি / অ্যানালিটিক্যাল কেমিস্ট্রি / ফিজিক্যাল কেমিস্ট্রি / অ্যাপ্লায়েড কেমিস্ট্রি / ইন্ডাস্ট্রিয়াল কেমিস্ট্রিতে এম.এসসি পাশ হতে হবে৷ শিক্ষালাভের পর ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ৭১ (জেনাঃ ২৮, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ১৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বেতনক্রম : ৪০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনেwww.iocl.com ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়াগায় প্রার্থীর সামপ্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (৫০কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা ২১ অক্টোবর বিকেল ৫টার মধ্যে অনলাইনে এসবিআই ই-কালেক্টের মাধ্যমে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা, গ্রুপ ডিসকাসন / গ্রুপ টাস্ক ও পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ৭ নভেম্বর, ২০২১৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official website: https://iocl.com/latest-job-opening

Get details:

https://iocl.com/admin/img/UploadedFiles/LatestJobOpening/Files/5f1f4a3c4ed84fb6a60a8ab653f844c4.pdf

Apply Online:

https://ioclrhq.onlinereg.in/krisreg0821/home.aspx

 

Share it :