The Indian Coast Guard is going to recruit Male/Female candidates as an Assistant Commandant (Group ‘A’ Gazetted Officer) for 02/2023 Branch.
Post: Assistant Commandants
Total Vacancy: 71
Eligibility: 12th, Degree (Engineering), Graduate, Proper medical standards.
Age limit: General Duty Branch, Technical Branch- Born between 1 July 1997 to 30 June 2001, Commercial Pilot Entry- Born between 1 July 1997 to 30 June 2003, Law entry- Born between 1 July 1993 to 30 June 2001.
Basic Pay: Rs. 56,100
Last Date of Online Application: 07/09/2022 till 5:30pm
…………………………………
ইন্ডিয়ান কোস্ট গার্ড জেনারেল ডিউটি, কমার্শিয়াল পাইলট লাইসেন্স, টেকনিক্যাল ও ল এন্ট্রি ব্রাঞ্চে গ্রুপ-‘এ’ গেজেটেড অফিসার পদমর্যাদার অ্যাসিস্ট্যান্ট কম্যান্ড্যান্ট (০২/২০২৩ ব্যাচ) পদে ৭১ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৭ আগস্ট, ২০২২ সকাল ১১টা থেকে ৭ সেপ্ঢেম্বর, ২০২২ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
ব্রাঞ্চ অনুযায়ী যোগ্যতা: (১) জেনারেল ডিউটি (জিডি): শুধুমাত্র ছেলেরা দরখাস্ত করবেন৷ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর-সহ ডিগ্রি পাশ হতে হবে৷ উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ম্যাথমেটিক্স ও ফিজিক্স বিষয় পড়ে থাকতে হবে ও প্রতি বিষয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে৷ কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বর-সহ ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ১ জুলাই, ১৯৯৭ থেকে ৩০ জুন, ২০০১-এর মধ্যে৷
(২) কমার্শিয়াল পাইলট এন্ট্রি (এসএসএ): ছেলে ও মেয়ে উভয়ই দরখাস্ত করতে পারবেন৷ ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয়ে কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বর-সহ উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বর সহ ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারে৷ ডিরেক্টর জেনারেল অফ সিভিল অ্যাভিয়েশন অনুমোদিত বৈধ কমার্শিয়াল পাইলট লাইসেন্স থাকতে হবে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ১ জুলাই, ১৯৯৭ থেকে ৩০ জুন, ২০০৩-এর মধ্যে৷
(৩) টেকনিক্যাল (মেকানিক্যাল): শুধুমাত্র ছেলেরাই দরখাস্ত করতে পারবেন৷ কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর-সহ ন্যাভাল আর্কিটেকচার / মেকানিক্যাল / মেরিন / অটোমোটিভ / মেকাট্রনিক্স / ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন / মেটালার্জি / ডিজাইন / অ্যারোনটিক্যাল / অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় পড়ে থাকতে হবে ও প্রতি বিষয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে৷ কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বর-সহ ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ১ জুলাই, ১৯৯৭ থেকে ৩০ জুন, ২০০১-এর মধ্যে৷
(৪) টেকনিক্যাল (ইলেকট্রিক্যাল/ইলেকট্রনিক্স): শুধুমাত্র ছেলেরাই দরখাস্ত করতে পারবেন৷ কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর-সহ ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স / টেলিকমিউনিকেশন / ইনস্ট্রুমেন্টেশন / ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন /পাওয়ার ইঞ্জিনিয়ারিং / পাওয়ার ইলেকট্রনিক্স শাখায় ডিগ্রি পাশ হতে হবে৷ প্রার্থীকে অবশ্যই উচ্চমাধ্যমিক বা সমতুল স্তরে ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় পড়ে থাকতে হবে ও প্রতি বিষয়ে কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর পেয়ে থাকতে হবে৷ কমপক্ষে মোট ৫৫ শতাংশ নম্বর-সহ ফিজিক্স ও ম্যাথমেটিক্স বিষয় নিয়ে ৩ বছরের ডিপ্লোমা কোর্স পাশ করা গ্র্যাজুয়েট প্রার্থীরাও আবেদন করতে পারে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ১ জুলাই, ১৯৯৭ থেকে ৩০ জুন, ২০০১-এর মধ্যে৷
(৫) ল এন্ট্রি: ছেলে ও মেয়ে উভয়ই দরখাস্ত করতে পারবেন৷ কমপক্ষে মোট ৬০ শতাংশ নম্বর-সহ ল বিষয়ে ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: জন্ম তারিখ হতে হবে ১ জুলাই, ১৯৯৩ থেকে ৩০ জুন, ২০০১-এর মধ্যে৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে তপশিলি সম্প্রদায় ৫ বছর ও ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন৷
শূন্যপদ: মোট- ৭১৷ জেনারেল ডিউটি (জিডি) ও কমার্শিয়াল পাইলট এন্ট্রি (এসএসএ)- ৫০ (জেনাঃ ২২, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৪, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ টেক (ইঞ্জিনিয়ারিং) ও টেক (ইলেকট)- ১৫ (জেনাঃ ৫, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৫)৷ ল এন্ট্রি- ১ (ওবিসি)৷
শারীরিক মাপজোক: জেনারেল ডিউটি ও টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি হতে হবে৷ পার্বত্য ও আদিবাসী অঞ্চলের বাসিন্দারা উচ্চতার ক্ষেত্রে কেন্দ্রীয় আইন অনুযায়ী ছাড় পাবেন৷ জেনারেল ডিউটি (জিডি) ব্রাঞ্চের ক্ষেত্রে দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬/৬, ৬/৯ ও চশমা সহ ৬/৬, ৬/৬ হতে হবে৷ কমার্শিয়াল পাইলট এন্ট্রি (এসএসএ) ব্রাঞ্চের ক্ষেত্রে উচ্চতা ১৬২.৫ সেমি থেকে ১৯৭ সেমি-এর মধ্যে ও পায়ের দৈর্ঘ্য কমপক্ষে ৯৯ সেমি এবং দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬/৬, ৬/৯ (৬/৬ পর্যন্ত সংশোধনযোগ্য) হতে হবে৷ টেকনিক্যাল ব্রাঞ্চের ক্ষেত্রে দৃষ্টিশক্তি চশমা ছাড়া ৬/৩৬, ৬/৩৬ ও চশমা সহ ৬/৬, ৬/৬ হতে হবে৷ সব ব্রাঞ্চের ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ দেহের ওজন ও বুকের ছাতি (কমপক্ষে ৫ সেমি প্রসারণক্ষম) হতে হবে৷
মূল বেতন: ৫৬,১০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://joinindiancoastguard.cdac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি, সই, বাঁ হাত ও ডান হাতের বুড়ো আঙুলের ছাপ, জন্ম তারিখের প্রমাণপত্র, সচিত্র পরিচয়পত্র, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়) ও অন্যান্য জরুরী নথিপত্র ১০ কেবি ১০০ কেবি সাইজের মধ্যে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্ত ফি ২৫০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷ নির্দেশানুসারে দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টআউট নিয়ে রাখতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে শর্ট-লিস্ট করা প্রার্থীদের স্ক্রিনিং টেস্ট, প্রিলিমিনারি সিলেকশন, ফাইনাল সিলেকশন, মেডিক্যাল পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নির্বাচন করা হবে৷ নির্বাচিত প্রার্থীদের ২২ সপ্তাহের ট্রেনিং হবে ইন্ডিয়ান ন্যাভাল অ্যাকাডেমি, ইঝিমালা-তে জুন, ২০২৩ থেকে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://joinindiancoastguard.cdac.in/
Official Notification: Click Here