Online applications are invited from eligible and interested male and female Indian citizens for filling up the following posts in Border Security Force.
Post : ASI, Head Constable, Constable.
Vacancy : 72.
Eligibility: Post wise different.
Age : 18 to 25 years (as on 27/12/2021)
Salary : Post wise different.
Last Date of online application : 27 December, 2021.
………………………………………………………
কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন ডিরেক্টোরেট জেনারেল বর্ডার সিকিউরিটি ফোর্স কনস্টেবল, হেড-কনস্টেবল ও অ্যাসিস্ট্যান্ট সাব-ইন্সপেক্টর পদে ৭২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷বয়স: ২৭ ডিসেম্বর, ২০২১-এর হিসেবে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২৭ ডিসেম্বর, ২০২১-এর মধ্যে৷ পদ অনুযায়ী যোগ্যতা – (১) কনস্টেবল (সিউয়ারম্যান) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে কাজের অভিজ্ঞতা থাকতে হবে (সংশ্লিষ্ট বিষয়ে এফিসিয়েন্সি ট্রেড টেস্টে কোয়ালিফাই করতে হবে)৷ শূন্যপদ : ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(২) কনস্টেবল (জেনারেটর অপারেটর) : মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেক্ট্রিশিয়ান/ওয়্যারম্যান বা ডিজেল/মোটর মেকানিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে৷ উল্লিখিত যে কোনো একটি ট্রেডে কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ২৪ (জেনাঃ ৮, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(৩) কনস্টেবল (জেনারেটর মেকানিক) : মাধ্যমিক বা সমতুল পাশের পর ডিজেল/মোটর মেকানিক ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে৷ উল্লিখিত যে কোনো একটি ট্রেডে ৩ বছরর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ২৮ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(৪) কনস্টেবল (লাইনম্যান) : মাধ্যমিক বা সমতুল পাশের পর লাইনম্যান/ইলেক্ট্রিক্যাল/ওয়্যারম্যান ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে কেন্দ্রীয় বা রাজ্য সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠানে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১১ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
(৫) হেড কনস্টেবল (কার্পেন্টার) : মাধ্যমিক বা সমতুল পাশের পর কার্পেন্টার ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৬) হেড কনস্টেবল (প্লাম্বার) : মাধ্যমিক বা সমতুল পাশের পর প্লাম্বার ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৭) এএসআই (ডিএম গ্রেড-থ্রি) : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে ডিপ্লোমা পাশ করতে হবে৷ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা পাশ হলে ভালো হয়৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://rectt.bsf.gov.in ওয়েবসাইটে৷ প্রার্থীদের একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাসের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দেবেন৷ পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website : https://rectt.bsf.gov.in
Get Details : http://rectt.bsf.gov.in/static/bsf/pdf/BSF%20Group-C%20Engineers%20Recruitment.pdf