Chennai Petroleum Corporation Limited invites online applications for the following posts.
Posts: Junior Engineering Assistant, Junior Engineering Assistant Trainee, Junior Technical Assistant, Junior Technical Assistant Trainee.
Total vacancy: 72.
Eligibility: Post and discipline wise different.
Age: Post wise different.
Pay scale: Post wise different.
Last Date of Online Application: 14th April, 2022.
…………………………………………………………………………….
চেন্নাই পেট্রোলিয়াম কর্র্পেরেশন লিমিটেড জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র ইঞ্জিনিয়ারিং ট্রেনি, জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট ট্রেনি পদে ৭২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ১৪ এপ্রিল ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা : (১) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (প্রোডাকশন), পোস্ট কোড-CPCL01: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কেমিক্যাল /পেট্রোলিয়াম /পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি (কেমিস্ট্রি) পাশ হতে হবে৷ শিক্ষা লাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৭ (জেনাঃ৭, তঃজাঃ ৪, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(২) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (প্রোডাকশন) ট্রেনি, পোস্ট কোড-CPCL02: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) কেমিক্যাল / পেট্রোলিয়াম / পেট্রোকেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ বা বি.এসসি (কেমিস্ট্রি) পাশ হতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১৬ (জেনাঃ ৮, তঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
(৩) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (মেকানিক্যাল), পোস্ট কোড-CPCL03: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষা লাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম : ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৪) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (মেকানিক্যাল) ট্রেনি, পোস্ট কোড-CPCL04: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
(৫) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (ইলেকট্রিক্যাল), পোস্ট কোড-CPCL05: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষা লাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (অসংরক্ষিত)৷ বেতনক্রম : ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৬) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (ইলেকট্রিক্যাল) ট্রেনি, পোস্ট কোড-CPCL06: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী-১)৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
(৭) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (ইন্সট্রুমেন্টেশন), পোস্ট কোড-CPCL07: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইন্সট্রুমেন্টেশন / ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স / ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কনট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষা লাভের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ২, তঃজাঃ ১)৷ বেতনক্রম : ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(৮) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (ইন্সট্রুমেন্টেশন) ট্রেনি, পোস্ট কোড-CPCL08: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইন্সট্রুমেন্টেশন / ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড ইলেকট্রনিক্স/ ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কনট্রোল / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
(৯) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (পি অ্যান্ড ইউ-মেকানিক্যাল), পোস্ট কোড-CPCL09: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ২ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
(১০) জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট-৪ (পি অ্যান্ড ইউ-ইলেকট্রিক্যাল) ট্রেনি, পোস্ট কোড-CPCL10: কমপক্ষে ৬০ শতাংশ নম্বর সহ (তঃজাঃ/শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫৫ শতাংশ নম্বর) ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
(১১) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪ (ফায়ার অ্যান্ড সেফটি), পোস্ট কোড-CPCL11: মাধ্যমিক পাশের পর নাগপুরে এনএফএসসি থেকে সাব-অফিসার বা সমতূল কোনো কোর্স পাশ হতে হবে৷ ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি (পার্বত্য অঞ্চলের প্রার্থীরা ৫ সেমি ছাড় পাবেন), ওজন ৫০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬.৫ সেমি হতে হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ৬ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড়, ৩০ সেকেন্ডের মধ্যে ৩০ কেজি ওজন বহন করে ১০০ মিটার দৌড়তে হবে, হাত ও পায়ের সাহায্যে ৪ মিটার দড়ি চড়তে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৮ (জেনাঃ ৬, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম : প্রতি মাসে ২৫,০০০ টাকা থেকে ১,০৫,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
(১২) জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪ (ফায়ার অ্যান্ড সেফটি) ট্রেনি, পোস্ট কোড-CPCL12: মাধ্যমিক পাশের পর নাগপুরে এনএফএসসি থেকে সাব-অফিসার বা সমতূল কোনো কোর্স পাশ হতে হবে৷ ভারী যান চালানোর বৈধ লাইসেন্স থাকতে হবে৷ শারীরিক মাপজোক : উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি (পার্বত্য অঞ্চলের প্রার্থীরা ৫ সেমি ছাড় পাবেন), ওজন ৫০ কেজি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৬.৫ সেমি হতে হবে৷ শারীরিক সক্ষমতার পরীক্ষায় ৬ মিনিটের মধ্যে ১.৬ কিমি দৌড়, ৩০ সেকেন্ডের মধ্যে ৩০ কেজি ওজন বহন করে ১০০ মিটার দৌড়তে হবে, হাত ও পায়ের সাহায্যে ৪ মিটার দড়ি চড়তে হবে৷ বয়স : ১ ফেব্রুয়ারি, ২০২২ এর হিসাবে ২৬ বছরের মধ্যে৷ শূন্যপদ : ৬ (জেনাঃ ৩, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রাথী ১)৷ স্টাইপেন্ড : প্রতি মাসে ২৪,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনেwww.cpcl.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিক কালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৬০ কেবি সাইজ)’র সই (১০ থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০০ টাকা অনলাইনে ১৩ এপ্রিল ২০২২ এর মধ্যে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মে ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি : জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪ (ফায়ার অ্যান্ড সেফটি) ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪ (ফায়ার অ্যান্ড সেফটি) ট্রেনি পদ ব্যতীত বাকি সব পদের বেলায় প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষ ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ ৮ মে, ২০২২৷ অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে ২ মে ২০২২ থেকে৷ জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪ (ফায়ার অ্যান্ড সেফটি) ও জুনিয়র টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট-৪ (ফায়ার অ্যান্ড সেফটি) ট্রেনি পদের প্রার্থী বাছাই হবে অনলাইন লিখিত পরীক্ষা, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা ও নথিপত্র যাচাইয়ের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website:https://cpcl.co.in/company/people/careers/
Get details: Click Here