Advt. No. 1/FRI/GC/2022
Forest Research Institute invites online applications for the following posts.
Post: Technician, Technical Assistant, LDC, Forest Guard, Steno Grade II, Store Keeper, Driver Ordinary Grade, MTS.
Total vacancy: 72.
Eligibility: post wise different.
Age Limit: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 19th January, 2023
…………………
কেন্দ্রীয় সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রকের অধীনস্থ সংস্থা ফরেস্ট রিসার্চ ইনস্টিটিউট মাল্টি টাস্কিং স্টাফ, টেকনিশিয়ান, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, লোয়ার ডিভিশন ক্লার্ক, ফরেস্ট গার্ড, স্টেনো গ্রেড টু, স্টোর কিপার, ড্রাইভার অর্ডিনারি গ্রেড পদে ৭২ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১৯ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) মাল্টি টাস্কিং স্টাফ: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ৩ বছর কাজ করার অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২২ (জেনাঃ ১০, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ বেতনক্রম: পে লেভেল ১ অনুযায়ী৷
(২) টেকনিশিয়ান (ফিল্ড / ল্যাব রিসার্চ): কমপক্ষে ৬০ শতাংশ নম্বরসহ বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২৩ (জেনাঃ ১০, তঃজাঃ ২, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী৷
(৩) টেকনিশিয়ান (মেন্টেন্যান্স): মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: ইনফরমেশন টেকনোলজি – ৩ (জেনাঃ ২, তঃজাঃ ১)৷ ইলেকট্রনিক্স মেকানিক – ১ (অসংরক্ষিত)৷ পাম্প অপারেটর কাম মেকানিক – ২ (তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷
(৪) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট (প্যারামেডিক্যাল): সংশ্লিষ্ট বিষয় নিয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ বা ৩ বছরের ডিপ্লোমা / ডিগ্রি পাশ অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশের পর সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স হতে হবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ পদ অনুযায়ী শূন্যপদ: স্টাফ নার্স – ২ (অসংরক্ষিত), পুরুষ ১, মহিলা ১৷ ফার্মাসিস্ট – ২ (তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ ফিজিয়োথেরাপিস্ট – ১ (তঃজাঃ)৷ ল্যাব টেকনিশিয়ান – ১ (তঃজাঃ)৷ রেডিয়োগ্রাফার – ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৫ অনুযায়ী৷
(৫) লোয়ার ডিভিশন ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ তোলার গতি বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ অথবা ম্যানুয়াল টাইপরাইটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ২৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷
(৬) ফরেস্ট গার্ড: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৯ সেমি ও ফুলিয়ে ৮৪ সেমি এবং মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে ১৫০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৪ সেমি ও ফুলিয়ে ৭৯ সেমি৷ ছেলেদের ৪ ঘণ্টায় ২৫ কিমি ও মেয়েদের ৪ ঘণ্টায় ১৪ কিমি হাঁটতে হবে৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷
(৭) স্টেনো গ্রেড টু: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজি / হিন্দি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটার জানা আবশ্যক৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: পে লেভেল ৪ অনুযায়ী৷
(৮) স্টোর কিপার: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ৩ অনুযায়ী৷
(৯) ড্রাইভার অর্ডিনারি গ্রেড: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মোটর গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে ও ৩ বছর ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: পে লেভেল ২ অনুযায়ী৷
বয়সের হিসেবে করতে হবে ১৯ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী৷ উল্লিখত সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://fri.icfre.gov.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / মহিলা প্রার্থীদের বেলায় ৭০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://fri.icfre.gov.in/
Get details: Click Here