Online applications are being invited for the following posts in Eklavya Model Residential Schools.
Post: Various.
Total vacancy: 7267.
Eligibility: Post-wise different.
Age-limit: Post-wise different.
Pay Scale: Post-wise different.
Last Date of Online Application: 23rd October, 2025 till 11:50pm
…………………………………
একলব্য মডেল স্কুলে ৭২৬৭ শিক্ষক ও শিক্ষাকর্মী
কেন্দ্রীয় আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনস্থ সংস্থা ন্যাশনাল এডুকেশন সোসাইটি ফর ট্রাইবাল স্টুডেন্টস ‘একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল স্টাফ সিলেকশ ন পরীক্ষা- ২০২৫’-এর মাধ্যমে পশ্চিমবঙ্গ-সহ সারা ভারতের একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলগুলিতে প্রিন্সিপাল, পোস্ট গ্র্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার, ফিমেল স্টাফ নার্স, হোস্টেল ওয়ার্ডেন, অ্যাকাউন্ট্যান্ট, জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ড্যান্ট পদে ৭২৬৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷অনলাইনে দরখাস্ত করতে হবে ২৩ অক্টোবর, ২০২৫ রাত ১১ টা ৫০ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) প্রিন্সিপাল: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ বি.এড পাশ বা ৩ বছরের বি.এড-এম.এড পাশ বা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ৪ বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে বি.এড পাশ হতে হবে৷কেন্দ্রীয় / রাজ্য সরকারের লেভেল-১২ বেতনক্রমের স্তরে (৭৮৮০০ টাকা থেকে ২০৯২০০ টাকা) প্রিন্সিপাল পদে কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কেন্দ্রীয় / রাজ্য সরকারের লেভেল-১০ বেতনক্রমের স্তরে (৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা) ভাইস প্রিন্সিপাল / অ্যাসিস্যটান্ট এডুকেশন অফিসার পদে ৯ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে অথবা কেন্দ্রীয় / রাজ্য সরকারের লেভেল-৮ বেতনক্রমের স্তরে (৪৭,৬০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা) পিজিটি / লেকচারার পদে ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷কোনো আবাসিক সুকলে কাজের অভিজ্ঞতা থাকলে, ইংরেজি, হিন্দি ও স্থানীয় ভাষায় দক্ষতা থাকলে, কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷বয়স: ২৩ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৫০ বছরের মধ্যে৷শূন্যপদ: ২২৫ (জেনাঃ ১১৬, তঃজাঃ ৩৩, তঃউঃজাঃ ১৬, ওবিসি-এনসিএল ৬০)৷বেতনক্রম: ৭৮,৮০০ টাকা থেকে ২,০৯,২০০ টাকা৷
(২) পোস্ট গ্র্যাজুয়েট টিচার: এনসিটিই স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে বি.এড পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে ৫০ শতাংশ নম্বর-সহ বি.এড পাশ বা ৩ বছরের বি.এড-এম.এড পাশ বা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ৪ বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েট ডিগ্রি সঙ্গে বি.এড পাশ হতে হবে৷কোনো আবাসিক সুকলে টিজিটি পদে কাজের অভিজ্ঞতা থাকলে, কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷বয়স: ২৩ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷বিষয় অনুযায়ী শূন্যপদ: (১) ইংরেজি: ১১২ (জেনাঃ ৪৭, তঃজাঃ ১৬, তঃউঃজাঃ ৮, ওবিসি-এনসিএল ৩০, আর্থিকভাবেঅনগ্রসর ১১)৷ (২) হিন্দি: ৮১ (জেনাঃ ৩৪, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৬, ওবিসি-এনসিএল ২১, আর্থিকভাবেঅনগ্রসর ৮)৷ (৩) ম্যাথস: ১৩৪ (জেনাঃ ৫৫, তঃজাঃ ২০, তঃউঃজাঃ ১০, ওবিসি-এনসিএল ৩৬, আর্থিকভাবে অনগ্রসর ১৩)৷ (৪) কেমিস্ট্রি: ১৬৯ (জেনাঃ ৭১, তঃজাঃ ২৫, তঃউঃজাঃ ১২, ওবিসি-এনসিএল ৪৫, আর্থিকভাবে অনগ্রসর ১৬)৷ (৫) ফিজিক্স: ১৯৮ (জেনাঃ ৮৩, তঃজাঃ ২৯, তঃউঃজাঃ ১৪, ওবিসি-এনসিএল ৫৩, আর্থিকভাবে অনগ্রসর ১৯)৷ (৬) বায়োলজি: ৯৯ (জেনাঃ ৪৩, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ২৬, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ (৭) হিস্ট্রি: ১৪০ (জেনাঃ ৫৮, তঃজাঃ ২১, তঃউঃজাঃ ১০, ওবিসি-এনসিএল ৩৭, আর্থিকভাবেঅনগ্রসর ১৪)৷ (৮) জিয়োগ্রাফি: ৯৮ (জেনাঃ ৪২, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৭, ওবিসি-এনসিএল ২৬, আর্থিকভাবে অনগ্রসর ৯)৷ (৯) কমার্স: ১২০ (জেনাঃ ৪৯, তঃজাঃ ১৮, তঃউঃজাঃ ৯, ওবিসি-এনসিএল ৩২, আর্থিকভাবে অনগ্রসর ১২)৷ (১০) ইকোনমিক্স: ১৫৫ (জেনাঃ ৬৫, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১১, ওবিসি-এনসিএল ৪১, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷বেতনক্রম: ৪৭,৭০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷
(৩) পোস্ট গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটারসায়েন্স): কমপক্ষে ৫০শতাংশ নম্বর-সহএম.এসসি (কম্পিউটার সায়েন্স / আইটি) / এমসিএ / এম.ইবাএম.টেক (কম্পিউটার সায়েন্স / আইটি) পাশ হতে হবে৷বয়স: ২৩ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৪০ বছরের মধ্যে৷শূন্যপদ: ১৫৪ (জেনাঃ ৬৪, তঃজাঃ ২৩, তঃউঃজাঃ ১১, ওবিসি-এনসিএল ৪১, আর্থিকভাবে অনগ্রসর ১৫)৷বেতনক্রম: ৪৭,৭০০ টাকা থেকে ১,৫১,১০০ টাকা৷
(৪) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড গ্র্যাজুয়েট ডিগ্রি পাশ বা ৩ব ছরের ব্যাচেলর / অনার্স ডিগ্রি পাশ হতে হবে বা কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর-সহ সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে৷কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ বি.এড ডিগ্রি বা ৩ বছরের ইন্টিগ্রেটেডবি.এড – এম.এড ডিগ্রি পাশ হতে হবে৷সিটেট পরীক্ষা ও বিএড পাশ হতে হবে৷তবে ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি পাশ হলে বিএড পাশের প্রয়োজন নেই৷বয়স: ২৩ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷বিষয় অনুযায়ী শূন্যপদ: (১) হিন্দি: ৪২৪ (জেনাঃ ১৭৪, তঃজাঃ ৬৩, তঃউঃজাঃ ৩১, ওবিসি-এনসিএল ১১৪, আর্থিকভাবে অনগ্রসর ৪২)৷ (২) ইংরেজি: ৩৯৫ (জেনাঃ ১৬২, তঃজাঃ ৫৯, তঃউঃজাঃ ২৯, ওবিসি-এনসিএল ১০৬, আর্থিকভাবে অনগ্রসর ৩৯)৷ (৩) ম্যাথস: ৩৮১ (জেনাঃ ১৫৬, তঃজাঃ ৫৭, তঃউঃজাঃ ২৮, ওবিসি-এনসিএল ১০২, আর্থিকভাবে অনগ্রসর ৩৮)৷ (৪) সোশ্যাল স্টাডিজ: ৩৯২ (জেনাঃ ১৬১, তঃজাঃ ৫৮, তঃউঃজাঃ ২৯, ওবিসি-এনসিএল ১০৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩৯)৷ (৫) সায়েন্স: ৪০৮ (জেনাঃ ১৬৭, তঃজাঃ ৬১, তঃউঃজাঃ ৩০, ওবিসি-এনসিএল ১১০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪০)৷ (৬) অসমিয়া: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ (৭) বোড়ো: ২ (অসংরক্ষিত)৷ (৮) বাংলা: ৮ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২)৷ (৯) গারো: ১ (অসংরক্ষিত)৷ (১০) গুজরাতি: ২ (অসংরক্ষিত)৷ (১১) কন্নড়: ৬ (জেনাঃ ৫, ওবিসি-এনসিএল ১)৷ (১২) খাসি: ৩ (অসংরক্ষিত)৷ (১৩) মালয়ালম: ২ (অসংরক্ষিত)৷ (১৪) মণিপুরি: ১১ (জেনাঃ ৭, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ (১৫) মিজো: ৬ (জেনাঃ ৫, ওবিসি-এনসিএল ১)৷ (১৬) ওড়িয়া: ৫৭ (জেনাঃ ২৫, তঃজাঃ৮, তঃউঃজাঃ৪, ওবিসি-এনসিএল ১৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫)৷ (১৭) সাঁওতালি: ৭১ (জেনাঃ ৩০, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ৫, ওবিসি-এনসিএল ১৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৭)৷ (১৮) তেলুগু: ৪৪ (জেনাঃ ২০, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ৩, ওবিসি-এনসিএল ১১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪)৷ (১৯) উর্দু: ২ (অসংরক্ষিত)৷বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৫) ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (কম্পিউটারসা য়েন্স): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ বিসিএ পা শ অথবা কম্পিউটার সায়েন্স / আইটি বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে বা বি.ই / বি.টেক পাশ হতে হবে৷বয়স: ২৩ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷শূন্যপদ: ৫৫০ (জেনাঃ ২২৪, তঃজাঃ ৮২, তঃউঃজাঃ ৪১, ওবিসি-এনসিএল ১৪৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫৫)৷বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৬) আর্ট টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ড্রয়িং অ্যান্ড পেইন্টিং / স্কাল্পচার / গ্রাফিক আর্ট / ফাইন আর্টস / ভিস্যুয়াল আর্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷কোনো আবাসিক সুকলে ইংরেজি ও হিন্দি / স্থানীয় ভাষার মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে, কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷বয়স: ২৩ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷শূন্যপদ: ২৭৯ (জেনাঃ ১১৬, তঃজাঃ ৪১, তঃউঃজাঃ ২০, ওবিসি-এনসিএল ৭৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৭)৷বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৭) মিউজিক টিচার: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ মিউজিক / পারফর্মিং আর্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷কোনো আবাসিক সুকলে ইংরেজি ও হিন্দি / স্থানীয় ভাষার মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে, কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷বয়স: ২৩অক্টোবর, ২০২৫অনুযায়ী ৩৫ বছরেরমধ্যে৷শূন্যপদ: ৩১৪ (জেনাঃ১২৯, তঃজাঃ৪৭, তঃউঃজাঃ২৩, ওবিসি-এনসিএল৮৪, আর্থিকভাবে অনগ্রসরপ্রার্থী৩১)৷বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০টাকা৷
(৮) ফিজিক্যাল এডুকেশন (মেল / ফিমেল): কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ৪ বছরের বি.পি.এড পাশ হতে হবে অথবা কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ফিজিক্যাল এডুকেশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে এবং জাতীয় / রাজ্য / আন্তঃ-বিশ্ববিদ্যালয় স্তরের প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে থাকতে হবে৷কোনো আবাসিক সুকলে ইংরেজি ও হিন্দি / স্থানীয় ভাষার মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকলে, ন্যাশনাল ইনস্টিটিউট অফ স্পোর্টস থেকে ডিপ্লোমা থাকলে ভালোহ য়৷বয়স: ২৩অক্টোবর, ২০২৫অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷শূন্যপদ: পুরুষ – ১৭৩ (জেনাঃ৭৩, তঃজাঃ২৫, তঃউঃজাঃ১২, ওবিসি-এনসিএল৪৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী১৭)৷ মহিলা – ২৯৯ (জেনাঃ১২৪, তঃজাঃ৪৪, তঃউঃজাঃ২২, ওবিসি-এনসিএল৮০, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী২৯) ৷বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০টাকা৷
(৯) লাইব্রেরিয়ান: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ লাইব্রেরি সায়েন্স / লাইব্রেরি অ্যান্ড ইনফরশেন সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে অথবা ৫০ শতাংশ নম্বর-সহ লাইব্রেরি অ্যান্ড ইনফরশেন সায়েন্স বিষয়ে ইন্টিগ্রেটেড মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷কোনো আবাসিক সুকলে কাজের অভিজ্ঞতা থাকলে, কম্পিউটার জানা থাকলে ভালো হয়৷বয়স: ২৩অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷শূন্যপদ: ১২৪ (জেনাঃ ৫২, তঃজাঃ১৮, তঃউঃজাঃ৯, ওবিসি-এনসিএল৩৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী১২)৷বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(১০) ফিমেল স্টাফ নার্স: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে নার্সিং বিষয়ে বি.এসসি (অনার্স) / বি.এসসি / পোস্ট বেসিক বি.এসসি ডিগ্রি পাশ হতে হবে৷স্টেট নার্সিং কাউন্সিলের অধীন নার্স / নার্স অ্যান্ড মিডওয়াইফ হিসেবে বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷৫০শয্যা বিশিষ্ট কোনো হাসপাতালে আড়াই বছর কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে৷বয়স: ২৩ অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷শূন্যপদ: ৫৫০ (জেনাঃ২২৪, তঃজাঃ৮২, তঃউঃজাঃ৪১, ওবিসি-এনসিএল১৪৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৫৫)৷বেতনক্রম: ২৯,২০০ টাকা থেকে ৯২,৩০০ টাকা৷
(১১) হোস্টেল ওয়ার্ডেন : সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি পাশ বা ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷বয়স: ২৩অক্টোবর, ২০২৫অনুযায়ী ৩৫ বছরের মধ্যে৷শূন্যপদ: পুরুষ – ৩৪৬ (জেনাঃ১৪৩, তঃজাঃ৫১, তঃউঃজাঃ২৫, ওবিসি-এনসিএল৯৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী৩৪)৷ মহিলা – ২৮৯ (জেনাঃ১১৯, তঃজাঃ৪৩, তঃউঃজাঃ২১, ওবিসি-এনসিএল৭৮, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী২৮)৷বেতনক্রম: ২৯,২০০টাকা থেকে ৯২,৩০০টাকা৷
(১২) অ্যাকাউন্ট্যান্ট : কমার্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷বয়স: ২৩অক্টোবর, ২০২৫অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷শূন্যপদ: ৬১ (জেনাঃ২৬, তঃজাঃ৯, তঃউঃজাঃ৪, ওবিসি-এনসিএল১৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৬)৷বেতনক্রম: ৩৫,৪০০টাকা থেকে ১,১২,৪০০টাকা৷
(১৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্যটান্ট : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টিশব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতিমিনিটে ৩০ টিশ ব্দতোলার গতি থাকতেহবে৷বয়স: ২৩অক্টোবর, ২০২৫অনুযায়ী ৩০ বছরেরমধ্যে৷শূন্যপদ: ২২৮ (জেনাঃ৯৪, তঃজাঃ৩৪, তঃউঃজাঃ১৭, ওবিসি-এনসিএল৬১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২২)৷বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০টাকা৷
(১৪) ল্যাব অ্যাটেন্ড্যান্ট : মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে ল্যাবরেটরি টেকনিকে সার্টিফিকেট / ডিপ্লোমা পাশ হতে হবে অথবা বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক পাশ হতে হবে৷বয়স: ২৩অক্টোবর, ২০২৫ অনুযায়ী ৩০ বছরের মধ্যে৷শূন্যপদ: ১৪৬ (জেনাঃ৬২, তঃজাঃ২১, তঃউঃজাঃ১০, ওবিসি-এনসিএল৩৯, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১৪)৷বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০বছর (ওবিসি হলে ১৩বছর, তপশিলি সম্প্রদায়ের হলে ১৫বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://nests.tribal.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷আবেদনের ফি প্রিন্সিপাল পদের বেলায় ২৫০০টাকা, পোস্টগ্র্যাজুয়েট ও ট্রেন্ডগ্র্যাজুয়েট টিচার পদের বেলায় ২০০০ টাকা ও নন-টিচিং স্টাফ পদগুলির বেলায় ১৫০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷তপশিলি সম্প্রদায়ভুক্ত ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০০ টাকা (সব পদের ক্ষেত্রেই) প্রসেসিং ফি অনলাইনে জমা দিতে হবে৷নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হতে পারে৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://nests.tribal.gov.in/
Official Notification: Click Here