Durgapur Steel Plant will conduct a walk-in-interview for the following posts.
Post: Nurse, Pharmacist.
Total Vacancy: 73. Nurse: 69, Pharmacist: 4.
Eligibility: post wise different.
Age Limit: 18 to 30 years.
Stipend: 10,000/-.
Date Walk in Interview: For Proficiency Training of Nurses: From 13-06-2023 to 15-06-2023. For Proficiency Training of Pharmacists: From 20-06-2023 to 21-06-2023.
…………………………………….
স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ দুর্গাপুর স্টিল প্ল্যান্টের হাসপাতালে প্রফিসিয়েন্সি ট্রেনিংয়ের জন্য নার্স ও ফার্মাসিস্ট পদে ৭৩ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷ বয়স হতে হবে ১৮ থেকে ৩০ বছরের মধ্যে৷ নার্সিং ট্রেনিংয়ের ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ১৩ জুন থেকে ১৫ জুন, ২০২৩ সকাল ১০টা থেকে বেলা ৩টে পর্যন্ত৷ফার্মাসিস্ট ট্রেনিংয়ের ওয়াক-ইন-ইন্টারভিউ হবে ২০ জুন থেকে ২১ জুন, ২০২৩ সকাল ১০টা থেকে বেলা ৩টে পর্যন্ত৷ইন্টারভিউয়ের স্থান -Centre for Human Resource Department, Durgapur Steel Plant, Near Main Gate, Durgapur – 713203, West Bengal৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) নার্স (প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস): সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বি.এসসি নার্সিং বা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারি পাশ হতে হবে৷ ইন্টার্নশিপ সার্টিফিকেট ও নার্সিং কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ৬৯৷
(২) ফার্মাসিস্ট (প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ ফার্মাসিস্টস): সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ফার্মাসি বিষয়ে ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ ফার্মাসি কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন সার্টিফিকেট থাকতে হবে৷ শূন্যপদ: ৪৷
স্টাইপেন্ড: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ১৮ মাসের৷ ট্রেনিং চলাকালীন প্রতি মাসে ১০,০০০ টাকা সঙ্গে নলেজ এনহ্যান্সমেন্ট অ্যালাওয়েন্স হিসেবে সর্বাধিক ৭০২০ টাকা পাওয়া যাবে৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.sail.co.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর রঙিন পাসপোর্ট ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্র ইন্টারভিউয়ের দিন সঙ্গে করে আনতে হবে৷ প্রার্থীরা তাদের পূরণ করা দরখাস্ত ইন্টারভিউয়ের ২ দিন আগে এই মেল আইডিতে ই-মেল করেও দিতে পারেন rectt.dsp@sail.in৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: https://www.sail.co.in/en/plants/about-durgapur-steel-plant
Official Notification: Click Here