Advt. No. DSP/Pers/Rectt/2022-23/DR(det)
Online applications are invited for the following posts in Durgapur Steel Plant.
Post: Consultant, Manager, Medical Officer, Assistant Manager, Operator cum Technician, Operator cum Technician (Trainee), Attendant cum Technician, Attendant cum Technician (Trainee).
Total vacancy: 73.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Submit Application : 7th January, 2023.
………………………………..
রাষ্ট্রায়ত্ত সংস্থা স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেডের অধীনস্থ সংস্থা দুর্গাপুর স্টিল প্লান্ট অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি, অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান, অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি, অপারেটর কাম টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, মেডিক্যাল অফিসার, ম্যানেজার, কনসালট্যান্টপদে ৭৩ জন ছেলেমেয়ে নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ জানুয়ারি, ২০২৩ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি: মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ ট্রেড অনুযায়ী শূন্যপদ: ইলেকট্রিশিয়ান – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১)৷ ফিটার – ৭ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি-এনসিএল ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১, শারীরিক প্রতিবন্ধী প্রার্থী ১)৷ মেশিনিস্ট – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ ওয়েল্ডার – ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(২) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান ট্রেনি – হাই প্রেসার ওয়েল্ডার: মাধ্যমিক বা সমতুল পাশের পর ওয়েল্ডার ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ হতে হবে ও সরকার স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে হাই প্রেসার ওয়েল্ডিংয়ে সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ১২,৯০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৫,০০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৩) অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান – কেবল জয়েন্টার: মাধ্যমিক বা সমতুল পাশের পর ইলেকট্রিশিয়ান ট্রেডে পূর্ণ সময়ের আইটিআই পাশ হতে হবে৷ স্টেট লাইসেন্সিং বোর্ড থেকে ৩৩ কেভি পর্যন্ত কেবলের কেবল জয়েন্টিং সার্টিফিকেট থাকতে হবে ও শিক্ষালাভের পর ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,০৭০ টাকা থেকে ৩৫,০৭০ টাকা৷
(৪) অপারেটর কাম টেকনিশিয়ান ট্রেনি: মাধ্যমিক বা সমতুল পাশ এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ২৮ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ৩)৷ বেতনক্রম: নির্বাচিত প্রার্থীদের ট্রেনিং হবে ২ বছরের৷ ট্রেনিং চলাকালীন প্রথম বছর প্রতি মাসে ১৬,১০০ টাকা ও দ্বিতীয় বছর প্রতি মাসে ১৮,৩০০ টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে৷ সফলভাবে ট্রেনিং শেষে নিয়োগের পর বেতনক্রম হবে ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(৫) অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার অপারেশন): মাধ্যমিক বা সমতুল পাশ এবং মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল / পাওয়ার প্লান্ট / প্রোডাকশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩ বছরের পূর্ণ সময়ের ডিপ্লোমা পাশ হতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: দুর্গাপুর স্টিল প্লান্টে নিয়োগ হবে ২১ (জেনাঃ ১০, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ অ্যালয় স্টিল প্লান্টে নিয়োগ হবে ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ২৬,৬০০ টাকা থেকে ৩৮,৯২০ টাকা৷
(৬) অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বয়লার অপারেশন ইঞ্জিনিয়ার): মেকানিক্যাল / ইলেকট্রিক্যাল / কেমিক্যাল / পাওয়ার প্লান্ট / প্রোডাকশন / ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিংয়ে পূর্ণ সময়ের বি.ই / বি.টেক পাশ হতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
(৭) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশ হতে হবে৷ ইন্টার্নশিপ শেষ করার পর কোনো সরকারি হাসপাতাল / মেডিক্যাল কলেজ / প্রতিষ্ঠানে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৩৪ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ২)৷ বেতনক্রম: ৫০,০০০ টাকা থেকে ১,৬০,০০০ টাকা৷
(৮) ম্যানেজার (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(৯) ম্যানেজার (ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স): ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে বি.ই / বি.টেক পাশের পর সংশ্লিষ্ট ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(১০) কনসালট্যান্ট (সাইকিয়াট্রি): সংশ্লিষ্ট শাখায় পিজি ডিগ্রি / ডিএনবি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৪১ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(১১) কনসালট্যান্ট (অর্থোপেডিক্স): সংশ্লিষ্ট শাখায় পিজি ডিগ্রি / ডিএনবি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৪১ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
(১২) কনসালট্যান্ট (ডার্মাটোলজি): সংশ্লিষ্ট শাখায় পিজি ডিগ্রি / ডিএনবি পাশের পর ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৭ জানুয়ারি, ২০২৩-এর হিসেবে ৪১ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৮০,০০০ টাকা থেকে ২,২০,০০০ টাকা৷
শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে ১৫৫ সেমি (ইঞ্জিনিয়ারিং শাখার জন্য) এবং ১৫০ সেমি (নন ইঞ্জিনিয়ারিং শাখার জন্য), ওজন ৪৫ কেজি হতে হবে৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে ১৪৩ সেমি, ওজন ৩৫ কেজি হতে হবে৷
উল্লিখিত সব পদের বেলায় ওবিসি-এনসিএল প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.sail.co.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে সাদা ব্যাকগ্রাউন্ডে তোলা রঙিন পাসপোর্ট মাপের ছবি (৫০ কেবি সাইজের মধ্যে) ও সই (২০ কেবি সাইজের মধ্যে) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (বিওই), ম্যানেজার (ইলেকট্রিক্যাল / ইলেকট্রনিক্স), ম্যানেজার (মেকানিক্যাল), মেডিক্যাল অফিসার ও কনসালট্যান্ট পদের বেলায় ৭০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ২০০ টাকা), অপারেটর কাম টেকনিশিয়ান (বয়লার অপারেশন), অপারেটর কাম টেকনিশিয়ান (ট্রেনি) পদের বেলায় ৫০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১৫০ টাকা), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (কেবল জয়েন্টার), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি), অ্যাটেন্ড্যান্ট কাম টেকনিশিয়ান (ট্রেনি)-হাই প্রেসার ওয়েল্ডার পদের বেলায় ৩০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / শারীরিক প্রতিবন্ধী / প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা দিতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, নথিপত্র যাচাইয়ের সময়ে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://www.sail.co.in/
Get details: Click Here