Engineers Limited India invites applications to recruit Management Trainees through GATE 2022.
Post: Management Trainees
Total Vacancy: 75. Chemical-6, Mechanical-35, Civil-12, Electrical-13, Instrumentation-9.
Eligibility: BE/BTech/B.Sc. (Engineering) with minimum 65% marks.
Age Limit: 25 years
Stipend: Rs. 60,000
Pay Scale: Rs. 60,000 – Rs. 1,80,000
Last Date of Receipt of Application: 14th March, 2022.
………………………………………………………………………………………
রাষ্ট্রায়ত্ত সংস্থা ইঞ্জিনিয়ার্স ইন্ডিয়া লিমিটেড ‘গেট ২০২২’ পরীক্ষার মাধ্যমে কেমিক্যাল, মেকানিক্যাল, সিভিল, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ৭৫ জন ম্যানেজমেন্ট ট্রেনি নিয়োগ করবে৷ বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ২৮ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৩০ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ৩৫ বছর (ওবিসি ৩৮ বছর, তপশিলি সম্প্রদায় ৪০ বছর) বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন৷ অনলাইনে ২২ ফেব্রুয়ারি, ২০২২ থেকে ১৪ মার্চ, ২০২২ পর্যন্ত দরখাস্ত করতে হবে৷
যোগ্যতা: কমপক্ষে ৬৫ শতাংশ নম্বর সহ ফুল টাইম বিই / বিটেক / বিএসসি ইঞ্জিনিয়ারিং পাশ হতে হবে৷ শূন্যপদ: কেমিক্যাল- ৬, মেকানিক্যাল- ৩৫, সিভিল- ১২, ইলেকট্রিক্যাল- ১৩, ইনস্ট্রুমেন্টেশন- ৯৷ স্টাইপেন্ড: ৬০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷ বেতনক্রম: ৬০,০০০ টাকা থেকে ১,৮০,০০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.engineersindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official Website: www.engineersindia.com
Official Notification: Click Here