Online applications are invited from eligible and interested candidates for filling up the following posts in Coconut Development Board under direct recruitment:
Post: Deputy Director, Assistant Director, Statistical Officer, Development Officer, Market Promotion Officer, Mass Media Officer, Statistical Investigator, Sub Editor, Chemist, Stenographer Grade II, Auditor, Programmer, Food Technologist, Microbiologist, Content Writer-cum Journalist, Library and Information Assistant, Technical Assistant, Field Officer, Junior Stenographer, Hindi Typist, Lower Division Clerk, Lab Assistant.
Total vacancy: 75.
Eligibility: post wise different.
Age: post wise different.
Pay Scale: post wise different.
Last Date of Online Application: 26th December, 2022.
……………………………………….
কেন্দ্রীয় সরকারের কৃষি ও কৃষককল্যাণ মন্ত্রকের অধীন কোকোনাট ডেভেলপমেন্ট বোর্ড লোয়ার ডিভিশন ক্লার্ক, ল্যাব টেকনিশিয়ান, ফিল্ড অফিসার, জুনিয়র স্টেনোগ্রাফার, হিন্দি টাইপিস্ট, ডেভেলপমেন্ট অফিসার, মার্কেট প্রোমোশন অফিসার, মাস মিডিয়া অফিসার, স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর, সাব এডিটর, কেমিস্ট, স্টেনোগ্রাফার, প্রোগ্রামার, ফুড টেকনোলজিস্ট, মাইক্রোবায়োলজিস্ট, কনটেন্ট রাইটার কাম জার্নালিস্ট, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অডিটর, ডেপুটি ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, স্ট্যাটিসটিক্যাল অফিসার পদে ৭৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৬ ডিসেম্বর, ২০২২ এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) লোয়ার ডিভিশন ক্লার্ক : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৪ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২) ল্যাব টেকনিশিয়ান: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ল্যাব টেকনিশিয়ানের সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৩) ফিল্ড অফিসার: বিজ্ঞান শাখায় উচ্চমাধ্যমিক বা সমতুল পাশের পর এগ্রিকালচার / হর্টিকালচার বিষয়ে ডিপ্লোমা বা সার্টিফিকেট কোর্স পাশ হতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৪) জুনিয়র স্টেনোগ্রাফার: যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ স্কিল টেস্টে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতিতে ১০ মিনিটের ডিকটেশন নিতে হবে এবং কম্পিউটারে ওই ম্যাটার ইংরেজিতে ৫০ মিনিটের মধ্যে বা হিন্দিতে ৬৫ মিনিটের মধ্যে ট্রান্সস্ক্রিপ্ঢ করতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি১)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৫) হিন্দি টাইপিস্ট: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ গ্র্যাজুয়েট হলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ২৭ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৬) ডেভেলপমেন্ট অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার / হর্টিকালচার বিষয়ে গ্র্যাজুয়েট হতে হবে৷ এগ্রিকালচার / হর্টিকালচার ডেভেলপমেন্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৬, তঃজাঃ ২, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৭) ডেভেলপমেন্ট অফিসার (টেকনোলজি): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ফুড প্রসেসিং / ফুড টেকনোলজি বিষয়ে বি.টেক পাশ অথবা ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷
শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৮) ডেভেলপমেন্ট অফিসার (ট্রেনিং): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচার / হর্টিকালচার বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ বা এগ্রিকালচারারল ইঞ্জিনিয়ারিং / ফুড প্রসেসিং ইঞ্জিনিয়ারিং বিষয়ে বি.টেক পাশ অথবা ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(৯) মার্কেট প্রোমোশন অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এমবিএ (মার্কেটিং) ডিগ্রি পাশ বা এগ্রিকালচার / হর্টিকালচার বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(১০) মাস মিডিয়া অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে জার্নালিজম বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ অথবা যেকোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে জার্নালিজম / মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ হিন্দি জানা থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
(১১) স্ট্যাটিসটিক্যাল ইনভেস্টিগেটর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে এগ্রিকালচারাল স্ট্যাটিসটিক্স / স্ট্যাটিসটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১২) সাব এডিটর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় (এগ্রিকালচার / হর্টিকালচার বিষয় অগ্রগণ্য) গ্র্যাজুয়েট হতে হবে৷ জার্নালিজম / মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৩) কেমিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কেমিস্ট্রি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ ভোজ্য তেল ও খাদ্য পণ্যের ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৪) স্টেনোগ্রাফার গ্রেড টু: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে গ্র্যাজুয়েট হতে হবে৷ শর্টহ্যান্ডে প্রতি মিনিটে ১২০টি শব্দ লেখার গতি এবং ম্যানুয়াল টাইপরাইটিংয়ে প্রতি মিনিটে ৪৫টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৫) প্রোগ্রামার : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রি পাশের পর এমসিএ পাশ হতে হবে অথবা কম্পিউরটার ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইনফরমেশন টেকনোলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত / স্ট্যাচুটারি বডি / স্বশাসিত সংস্থায় ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৬) ফুড টেকনোলজিস্ট : কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে ফুড অ্যান্ড নিউট্রিশনে মাস্টার ডিগ্রি পাশ বা ফুড প্রসেসিংয়ে বি.টেক পাশ অথবা ফুড টেকনোলজি / ফুড অ্যান্ড নিউট্রিশন বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে ফুড সেফটি অ্যান্ড কোয়ালিটি ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৭) মাইক্রোবায়োলজিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে মাইক্রোবায়োলজি বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৮) কনটেন্ট রাইটার কাম জার্নালিস্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে জার্নালিজম বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ অথবা যে কোনো বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ সঙ্গে জার্নালিজম / মাস কমিউনিকেশন / পাবলিক রিলেশন অ্যান্ড অ্যাডভার্টাইজিং বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(১৯) লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে যে কোনো বিষয়ে গ্র্যাজুয়েট সঙ্গে লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সায়েন্স বিষয়ে ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২০) টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে মার্কেটিং / ইন্টারন্যাশনাল বিজনেস / ফরেন ট্রেড বিষয়ে স্পেশালাইজেশনসহ এমবিএ পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট সঙ্গে মার্কেটিং ম্যানেজমেন্ট / ইন্টারন্যাশনাল বিজনেস / এক্সপোর্ট প্রোমোশন / ফরেন ট্রেড বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ৪, ওবিসি১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২১) অডিটর: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে কমার্স শাখায় মাস্টার ডিগ্রি পাশ অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্সি বা কস্ট অ্যাকাউন্ট্যান্সি পাশ হতে হবে৷ কোনো সরকারি / রাষ্ট্রায়ত্ত / স্বশাসিত সংস্থায় অডিটের কাজে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
(২২) ডেপুটি ডিরেক্টর (ডেভেলপমেন্ট): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে হর্টিকালচার / এগ্রিকালচার / প্ল্যান্ট সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কেন্দ্রীয় সরকারের পে-লেভেল ১০ স্তরে ৫ বছর বা পে-লেভেল ৭ স্তরে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, ওবিসি ৩)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷
(২৩) ডেপুটি ডিরেক্টর (মার্কেটিং): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে মার্কেটিংয়ে স্পেশালাইজেশনসহ এমবিএ পাশ অথবা এগ্রিকালচার / হর্টিকালচারে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়ে পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা পাশ হতে হবে৷ কোনো প্রতিষ্ঠানে এগ্রিকালচার মার্কেটিং ক্ষেত্রে ৭ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৬৭,৭০০ টাকা থেকে ২,০৮,৭০০ টাকা৷
(২৪) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ডেভেলপমেন্ট): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান এগ্রিকালচার / হর্টিকালচার / প্ল্যান্ট সায়েন্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ কেন্দ্রীয় সরকারের পে-লেভেল ৭ স্তরে ৩ বছর বা পে-লেভেল ৬ স্তরে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(২৫) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (ফরেন ট্রেড): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বিজনেস / ফরেন ট্রেড / এক্সপোর্ট প্রোমোশন বিষয়ে স্পেশালাইজেশনসহ এমবিএ পাশ অথবা ইন্টারন্যাশনাল বিজনেস / ফরেন ট্রেড / এক্সপোর্ট প্রোমোশন বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাসহ যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(২৬) অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (মার্কেটিং): কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে মার্কেটিং বিষয়ে স্পেশালাইজেশনসহ এমবিএ পাশ অথবা মার্কেটিং ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমাসহ যে এগ্রিকালচার / হর্টিকালচার বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷
(২৭) স্ট্যাটিসটিক্যাল অফিসার: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় / প্রতিষ্ঠান থেকে স্ট্যাটিসটিক্স / এগ্রিকালচারাল স্ট্যাটিসটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ ডিসেম্বর, ২০২২ এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৪৪,৯০০ টাকা থেকে ১,৪২,৪০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি : দরখাস্ত করতে হবে অনলাইনে https://recruit.coconutboard.in ওয়েবসাইটে ৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: http://www.coconutboard.gov.in/
Get details: Click Here