Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

75 VACANCIES IN SHIPPING CORPORATION OF INDIA

ADVERTISEMENT NO: 06/2025

Shipping Corporation of India Limited invites online applications for the following posts.

Post: Assistant Manager, Executive.

Total vacancy: 75. Assistant Manager: 55, Executive: 20.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: within 27 years (as on 01/08/2025).

Last Date of Online Application: 27th September, 2025.

…………………………………………………..

শিপিং কর্পোরেশনে ৭৫ অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার এক্সিকিউটিভ

শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ ও ‘এক্সিকিউটিভ’ পদে ৭৫ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ নিয়োগ হবে তিন বছরের চুক্তির ভিত্তিতে৷ বয়স হতে হবে ১ আগস্ট, ২০২৫ অনুযায়ী ২৭ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, ওবিসি (এনসিএল) প্রার্থীরা ৩ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর (ওবিসি হলে ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ হলে ১৫ বছর) বয়সের ছাড় পাবেন৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২৭ সেপ্টেম্বর, ২০২৫ এর মধ্যে৷

যোগ্যতা : দুই বছরের ফুল টাইম এমবিএ / এমএমএস অথবা  পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি / ডিপ্লোমা পাশ হতে হবে৷ অথবা চাটার্ড অ্যাকাউন্ট্যান্ট / কস্ট অ্যাকাউন্ট্যান্ট পাশ হতে হবে৷ অথবা ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুল টাইম ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ অথবা কোম্পানি সেক্রেটারি যোগ্যতা থাকতে হবে, সঙ্গে আইসিএসআই অ্যাসোসিয়েট / ফেলো মেম্বারশিপ থাকা আবশ্যক৷ অথবা তিন বছরের ফুল টাইম বিবিএ / বিএমএস বা ব্যাচেলর ডিগ্রি (মাস কমিউনিকেশন বিষয়ে স্পেশালাইজেশন সহ) পাশ হতে হবে৷ অথবা : হিন্দি বিষয়ে মাস্টার ডিগ্রি  পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি বিষয়ে মাস্টার ডিগ্রি  পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা হিন্দি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি  পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি বিষয় পড়ে থাকতে হবে অথবা ইংরেজি মাধ্যমে যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি  পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা যে কোনো বিষয়ে মাস্টার ডিগ্রি  পাশ হতে হবে সঙ্গে গ্র্যাজুয়েশনে ইংরেজি ও হিন্দি বিষয় পড়ে থাকতে হবে অথবা ৷(পদ অনুযায়ী বিভিন্ন)।

 আবেদন : অনলাইনে দরখাস্ত করতে হবে www.shipindia.com ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্ত ফি ৫০০ টাকা (তপশিলি, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ১০০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷

Official Website: https://www.shipindia.com/frontcontroller/shore

Official Notification: Click here

অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট ও ‘কর্মসংস্কৃতি’ পত্রিকার ই-পেপার (১০ /৯ /২০২৫)

Share it :

Leave a Reply