Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

75 WELDERS IN BHEL / ভারত হেভি ইলেকট্রিক্যালসে ৭৫ ওয়েল্ডার

Advertisement No. FTA 01/2022

Bharat Heavy Electricals Limited is inviting applications to recruit Welders on fixed tenure appointment.

Post: Welder

Total Vacancy: 75 (UR:37, SC:11, ST:3, OBC:18, EWS:6)

Eligibility: ITI, (National Trade Certificate) Pass plus Qualified Boiler Welder’s Certificate as per Indian Boiler Regulations, 1950.

Age limit: 35 years (As on 26/04/2022)

Consolidated Remuneration: Rs. 37,500 + Incentives

Application Fee: Rs. 200 (SC/ST, EWS and PWD candidates are exempted). 

Last Date of Online Application: 10/05/2022

Last Date of Receipt of Application: 13/05/2022

 ……………………………………………………..

রাষ্ট্রায়ত্ত সংস্থা ভারত হেভি ইলেকট্রিক্যালস লিমিটেড ওয়েল্ডার পদে ৭৫ জন নিয়োগ করবে ১২ মাসের চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত জমা করতে হবে ১০ মে, ২০২২-এর মধ্যে৷ দরখাস্তের প্রিন্ট কপি পাঠাতে হবে ১৩মে, ২০২২-এর মধ্যে৷

যোগ্যতা: প্রার্থীকে আইটিআই (ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট) পাশ হতে হবে ও  ইন্ডিয়ান বয়লার রেগুলেশন অনুমোদিত বয়লার ওয়েল্ডারস সার্টিফিকেট থাকতে হবে, সঙ্গে সংশ্লিষ্ট পদে কমপক্ষে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ২৬ এপ্রিল, ২০২২-এর হিসেবে ৩৫ বছরের মধ্যে৷ ওবিসি-এনসিএল প্রার্থীদের বেলায় ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীদের বেলায় ৫ বছর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ১০ বছর (তপশিলি সম্প্রদায়ভুক্ত হলে ১৫ বছর ও ওবিসি হলে ১৩ বছর) বয়সের ছাড় রয়েছে৷ শূন্যপদ: ৭৫ (জেনাঃ ৩৭, তঃজাঃ ১১, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৮, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ এককালীন বেতন: ৩৭,৫০০ টাকা ও অন্যান্য সুবিধা৷

আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://careers.bhel.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ২০০ টাকা BHEL, PSWR Payable at Nagpur -এর অনুকূলে ডিমান্ড ড্রাফটের মাধ্যমে বা মূল বিজ্ঞপ্তিতে (Advertisement No. FTA 01/2022) প্রদত্তQR Code (UPI ID:BHELNAGPUR@SBI) স্ক্যান করে জমা  করতে হবে৷ ডিমান্ড ড্রাফটের পিছনে প্রার্থীর নাম, পদের নাম ও অ্যাপ্লিকেশন নম্বর লিখে দিতে হবে৷ ফি জমা করার পরে ট্র্যানজ্যাকশন রেফারেন্স নম্বর লিখে ই-রিসিপ্ঢের প্রিন্ট নিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, আর্থিকভাবে অনগ্রসর ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ফি লাগবে না৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের এক কপি প্রিন্টে সই করে ও ছবি সেঁটে তার সাথে মাধ্যমিক সার্টিফিকেট (জন্ম-তারিখের প্রমাণপত্র), কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), আইটিআই ও ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট সহ মার্কশিট, অভিজ্ঞতার প্রমাণপত্রের প্রতিলিপি এবং ফি-রিসিপ্ঢ একত্রে একটি খামে ভরে তার উপর “Application for the Post of Fixed Tenure Engagement- IBR WELDER” লিখে পাঠাতে হবে এই ঠিকানায় -Sr. Deputy General Manager (HR) BHEL, Power Sector Western Region, Shree Mohini Complex, 345 Kingsway, Nagpur – 440001৷

প্রার্থী বাছাই পদ্ধতি: শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা ও স্কিল টেস্টে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: https://careers.bhel.in

Official Notification: Click Here

 

Share it :