Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

756 APPRENTICES IN EAST COAST RAILWAY / ইস্ট কোস্ট রেলে ৭৫৬ অ্যাপ্রেন্টিস

Notification No. ECoR/RRC/ Act Appr/2021

East Cost Railways invites applications to engage Apprentices.

Post: Apprentice

Total Vacancy: 756

Carriage Repair Workshop, Mancheswar, Bhubaneswar –190

Khurda Road Division – 237

Sambalpur Division -66

Waltair Division – 263

Eligibility: The candidate must have passed the 10th class examination or its equivalent (under 10+2 examination system) with minimum 50% marks, in aggregate, from recognized Board and also should possess the National Trade Certificate in the notified trade issued by NCVT/SCVT.

Age Limit: 15 to 24 years as on 07.03.2022.

Application Fee: Rs. 100 (SC/ST/PWD/Women candidates are exempted).

Last Date of Online Application: 07.03.2022 till 5pm.

…………………………………………………………………………………..

রেলওয়ে রিক্রুটমেন্ট সেল, ভুবনেশ্বর, ইস্ট কোস্ট রেলওয়েতে ফিটার, ইলেকট্রিশিয়ান, মেশিনিস্ট, রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক, ওয়্যারম্যান, কার্পেন্টার, সিট মেটাল ওয়ার্কার, পেন্টার, মেকানিক (এমভি), ওয়েল্ডার (জি অ্যান্ড ই), টার্নার, ইলেকট্রিশিয়ান, ডি/ম্যান (মেক.), ডি/ম্যান (সিভিল), ইলেকট্রনিকস মেক, প্লাম্বার, ম্যাশন ট্রেডে ৭৫৬ জন অ্যাপ্রেন্টিস নিয়োগ করবে৷ শিক্ষাগত যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ, সঙ্গে এনসিভিটি / এসসিভিটি অনুমোদিত ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ৭ মার্চ, ২০২২-এর হিসেবে ১৫ থেকে ২৪ বছরের মধ্যে৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৫ বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ৭ মার্চ, ২০২২ বিকেল ৫ টার মধ্যে৷

ডিভিশন / ওয়ার্কশপ অনুযায়ী শূন্যপদ: (১) ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপ, মঞ্চেশ্বর, ভুবনেশ্বর: মোট শূন্যপদ ১৯০৷ (ক) ফিটার: ৪৮ (জেনাঃ ১১, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ১২, ওবিসি ১৩, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ (খ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৩২ (জেনাঃ ৮, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৮, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ (গ) ইলেকট্রিশিয়ান: ২০ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৫, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (ঘ) মেশিনিস্ট: ১১ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঙ) রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ৬ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২)৷ (চ) ওয়্যারম্যান: ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ছ) কার্পেন্টার: ২৯ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ (জ) সিট মেটাল ওয়ার্কার: ২০ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৫, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২৷ (ঝ) পেইন্টার: ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঞ) মেকানিক (এম.ভি): ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য মোট ৬টি পদ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য মোট ৮টি পদ সংরক্ষিত আছে৷

(২) খুরদা রোড ডিভিশন: মোট শূন্যপদ ২৩৭৷ (ক) ফিটার: ৭৩ (জেনাঃ ১৮, তঃজাঃ ১০, তঃউঃজাঃ ১৮, ওবিসি ২০, আর্থিকভাবে অনগ্রসর ৭)৷ (খ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৩৩ (জেনাঃ ৮, তঃজাঃ ৫, তঃউঃজাঃ ৮, ওবিসি ৯, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ (গ) টার্নার: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ (ঘ) ইলেকট্রিশিয়ান: ২৯ (জেনাঃ ৭, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ৭, ওবিসি ৮, আর্থিকভাবে অনগ্রসর ৩)৷ (ঙ) মেশিনিস্ট: ১১ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (চ) ডি/ম্যান (মেক.):  ১ (অসংরক্ষিত)৷ (ছ) ডি/ম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)৷ (জ) রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ১১ (জেনাঃ ২, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঝ) ওয়্যারম্যান: ১২ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঞ) কার্পেন্টার: ৪০ (জেনাঃ ৯, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ১০, ওবিসি ১১, আর্থিকভাবে অনগ্রসর ৪)৷ (ট) ইলেকট্রনিক্স মেক: ৭ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২)৷ (ঠ) প্লাম্বার: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ড) ম্যাসন: ৯ (জেনাঃ ৩, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর  ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য মোট ৭টি পদ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য মোট ৯টি পদ সংরক্ষিত আছে৷

(৩) সম্বলপুর ডিভিশন: মোট শূন্যপদ ৬৬৷ (ক) ফিটার: ২০ (জেনাঃ ৫, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ৫, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ (খ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৫ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ (গ) ইলেকট্রিশিয়ান: ১২ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ৩, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঘ) ডি/ম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)৷ (ঙ) ওয়্যারম্যান: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (চ) কার্পেন্টার: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ছ) ইলেকট্রনিক্স মেক: ৫ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ (জ) প্লাম্বার: ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঝ) ম্যাসন: ৫ (জেনাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য মোট ২টি পদ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য মোট ৩টি পদ সংরক্ষিত আছে৷

(৪) ওয়ালটেয়ার ডিভিশন: মোট শূন্যপদ ২৬৩৷ (ক) ফিটার: ১০২ (জেনাঃ ৪৭, তঃজাঃ ১৩, তঃউঃজাঃ ৫, ওবিসি ২৭, আর্থিকভাবে অনগ্রসর ১০)৷ (খ) ওয়েল্ডার (জি অ্যান্ড ই): ৫৪ (জেনাঃ ২৫, তঃজাঃ ৭, তঃউঃজাঃ ৩, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ (গ) টার্নার: ১৪ (জেনাঃ ৬, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঘ) ইলেকট্রিশিয়ান: ৫০ (জেনাঃ ২৩, তঃজাঃ ৬, তঃউঃজাঃ ২, ওবিসি ১৪, আর্থিকভাবে অনগ্রসর ৫)৷ (ঙ) মেশিনিস্ট: ৪ (জেনাঃ ২, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (চ) ডি/ম্যান (মেক.): ১ (অসংরক্ষিত)৷ (ছ) ডি/ম্যান (সিভিল): ১ (অসংরক্ষিত)৷ (জ) রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক: ৫ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১)৷ (ঝ) ওয়্যারম্যান: ১০ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ঞ) কার্পেন্টার: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ট) ইলেকট্রনিক্স মেক: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ (ঠ) প্লাম্বার: ৭ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ (ড) ম্যাসন: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য মোট ৮টি পদ ও শারীরিক প্রতিবন্ধীদের জন্য মোট ১১টি পদ সংরক্ষিত আছে৷

স্টাইপেন্ড: ১ বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে সরকার নির্ধারিত স্টাইপেন্ড পাওয়া যাবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে www.rrcbbs.org.in ওয়েবসাইটের মাধ্যমে ৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ প্রার্থী যে কোনো একটি ইউনিটের জন্য আবেদন করতে পারবেন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা ৩.৫ সেমি× ৩.৫ সেমি মাপের পাসপোর্ট রঙিন ছবি (২০ কেবি থেকে ৭০ কেবি সাইজ) ও ৩.৫ সেমি× ৩.৫ সেমি মাপের সই (২০ কেবি থেকে ৩০ কেবি সাইজ) জেপিজি / জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://www.rrcbbs.org.in/

Official Notification: Click Here

Share it :