Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

7565 CONSTABLES IN DELHI POLICE

The Staff Selection Commission invites online applications for recruitment of following post in Delhi Police Forces.

Post: Constable (Executive).

Total vacancy: 7565.

Eligibility: 12th pass..

Age limit:  18 to 25 years (as on 01-07-2025).

Pay Scale:  Rs. 21,700 – Rs. 69,100

Application Fee: Rs. 100 (SC/ST/ESM candidates are exempted)

Last Date of Online Application: 21st October, 2025 till 11 pm.

……………………………………

দিল্লি পুলিশে ৭৫৬৫ কনস্টেবল

স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে দিল্লি পুলিশে ‘কনস্টেবল (এক্সিকিউটিভ)’ পদে ৭৫৬৫ জন পুরুষ ও মহিলা নিয়োগ করা হবে৷দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ অক্টোবর, ২০২৫ রাত ১১ টার মধ্যে৷

শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷পুরুষ প্রার্থীদের বেলায় হালকা যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷দিল্লি পুলিশে কর্মরত / অবসরপ্রাপ্ত কর্মী বা মৃত কর্মীদের ছেলেমেয়েদের বেলায় একাদশ শ্রেণী পাশ হলেই আবেদন করার যোগ্য৷

শারীরিক মাপজোক: ছেলেদের উচ্চতা কমপক্ষে ১৭০ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৮১ সেমি ও ফুলিয়ে ৮৫ সেমি হতে হবে৷মেয়েদের উচ্চতা কমপক্ষে ১৫৭ সেমি হতে হবে৷গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা, সিকিম, নাগাল্যান্ড, মনিপুর, ত্রিপুরা, অরুণাচলপ্রদেশ, মিজোরাম, মেঘালয়, আসাম, হিমাচলপ্রদেশ, কাশ্মীর, জম্মু ও লাদাখ অঞ্চলের বাসিন্দাদের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি ও মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি হতে হবে৷তপশিলি উপজাতি সম্প্রদায়ের বেলায় ছেলেদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৬ সেমি ও ফুলিয়ে ৮০ সেমি হতে হবে৷তপশিলি উপজাতি সম্প্রদায়ের মেয়েদের ক্ষেত্রে উচ্চতা কমপক্ষে ১৫৫ সেমি হতে হবে৷ওজন হতে হবে উচ্চতার সাথে সামঞ্জস্য পূর্ণ৷

বয়স: ১ জুলাই, ২০২৫ অনুযায়ী ১৮ থেকে ২৫ বছরের মধ্যে অর্থাৎ প্রার্থীর জন্মতারিখ হতে হবে ২ জুলাই, ২০০০ থেকে ১ জুলাই, ২০০৭ তারিখের মধ্যে৷ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর, বিধবা, আইনত বিচ্ছিন্না মহিলা যারা পুনর্বিবাহ করেননি তারা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷

শূন্যপদের বিন্যাস: (ক) কনস্টেবল (এক্সিকিউটিভ) – মেল: ৪৪০৮ (জেনাঃ ১৯১৪, তঃজাঃ ৭২৯, তঃউঃজাঃ ৩৪২, ওবিসি ৯৬৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৪৫৬)৷ (খ) কনস্টেবল (এক্সিকিউটিভ) – মেল (এক্স-সার্ভিসমেন – আদার্স): ২৮৫ (জেনাঃ ১০৭, তঃজাঃ ৬২, তঃউঃজাঃ ৩৬, ওবিসি ৫৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৬)৷ (গ) কনস্টেবল (এক্সিকিউটিভ) – মেল (এক্স-সার্ভিসমেন – কম্যান্ডো): ৩৭৬ (জেনাঃ ১০৬, তঃজাঃ ১৩৮, তঃউঃজাঃ ৫১, ওবিসি ৫৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৫)৷ (ঘ) কনস্টেবল (এক্সিকিউটিভ) – ফিমেল: ২৪৯৬ (জেনাঃ ১০৪৭, তঃজাঃ ৪৫৭, তঃউঃজাঃ২ ১২, ওবিসি ৫৩১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২৪৯)৷

বেতনক্রম: প্রতি মাসে ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://ssc.gov.in ওয়েবসাইটের মাধ্যমে৷এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সই (৪ সেমি×২ সেমি, ১০ থেকে ২০ কেবি সাইজের মধ্যে) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷অনলাইনে দরখাস্তফি ১০০ টাকা জমা করতে হবে৷তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মীদের বেলায় কোন ও ফি লাগবে না৷নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূর ণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করতে হবে, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: অনলাইন কম্পিউটার ভিত্তিক পরীক্ষা, শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা ও ডাক্তারি পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷কম্পিউটার ভিত্তিক পরীক্ষায় ৯০ মিনিট সময় সীমায় ১০০ নম্বরের মাল্টিপল চয়েজ ভিত্তিক অবজেক্টিভ প্রশ্ণ থাকবে এইসব বিষয়ে — জেনারেল নলেজ / কারেন্ট অ্যাফেয়ার্স (৫০ টি প্রশ্ণ, ৫০ নম্বর), রিজনিং (২৫ টি প্রশ্ণ, ২৫ নম্বর), নিউমেরিক্যাল এবিলিটি (১৫ টি প্রশ্ণ, ১৫ নম্বর), কম্পিউটার ফান্ডামেন্টাল, এমএস এক্সেল, এমএস ওয়ার্ড, কমিউনিকেশন, ইন্টারনেট, ডব্লুডব্লুডব্লু, ওয়েব ব্রাউজার (১০ টি প্রশ্ণ, ১০নম্বর)৷চারটি ভুল উত্তরের জন্য অতিরিক্ত ১ নম্বর কাটা যাবে৷শারীরিক সক্ষমতার পরীক্ষায় থাকবে দৌড়, লংজাম্প এবং হাইজাম্প৷পুরুষদের বেলায় থাকবে ৬ মিনিটে ১৬০০ মিটার দৌড়, তিনটি সুযোগে ১৪ ফুট লং জাম্প, তিনটি সুযোগে ৩ ফুট ৯ ইঞ্চি হাইজাম্প৷মহিলাদের বেলায় থাকবে ৮ মিনিটে ১৬০০ মিটার দৌড়, তিনটি সুযোগে ১০ ফুট লংজাম্প ও তিনটি সুযোগে ৩ ফুট হাইজাম্প৷সবশেষে হবে প্রার্থীদের ডাক্তারি পরীক্ষা৷কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে ডিসেম্বর, ২০২৫ বা জানুয়ারি, ২০২৬ নাগাদ৷পূর্ব ভারতের পরীক্ষাকেন্দ্রগুলি হল— কলকাতা / হাওড়া (কোড ৪৪১০), শিলিগুড়ি (কোড ৪৪১৫), বর্ধমান (কোড ৪৪২২), দুর্গাপুর (কোড ৪৪২৬), সিউড়ি (কোড ৪৪১৬), আসানসোল (কোড ৪৪১৭), কল্যাণী (কোড ৪৪১৯), ঢেঙ্কানল (কোড ৪৬১১), ভুবনেশ্বর (কোড ৪৬০৪), বালাসোর (কোড ৪৬০১), বেরহামপুর গঞ্জাম (৪৬০২), কটক (কোড ৪৬০৫), রৌরকেল্লা (কোড ৪৬১০), সম্বলপুর (কোড৪৬০৯), গ্যাংটক (কোড ৪০০১), রাঁচি (কোড ৪২০৫), ধানবাদ (কোড ৪২০৬), জামশেদপুর (কোড ৪২০৭), শ্রীবিজয়পুরম (কোড ৪৮০২)৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷

Official Website: https://ssc.gov.in/

Official Notification: Click Here

Share it :

Leave a Reply