Advt No. R(HR)/Recruitment-5/2022
Indian Institute of Science, Bengaluru is inviting applications for the following post.
Post: Administrative Assistants
Total vacancy: 76
Eligibility: Graduate
Age-limit: 26 years as on 6/1/2023
Salary: Rs. 21700 – Rs. 69100
Application fee: Rs. 500 (Rs. 50 for Transgender/Women/SC/ST/PWD/ESM candidates)
Last Date of Online Application: 6/1/2023 till 11:55pm
………………….
কেন্দ্রীয় গবেষণা সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স, বেঙ্গালুরু অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট পদে ৭৬ জন নিয়োগ করবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৬ জানুয়ারি, ২০২৩ রাত ১১টা ৫৫ মিনিটের মধ্যে৷
যোগ্যতা: কমপক্ষে ৫০ শতাংশ নম্বর-সহ ব্যাচেলর ডিগ্রি পাশ হতে হবে৷ বয়স: ৬ জানুয়ারি, ২০২৩ অনুযায়ী ২৬ বছরের মধ্যে৷ সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা কেন্দ্রীয় আইন অনুসারে বয়সের ছাড় পাবে৷ শূন্যপদ: ৭৬ (জেনাঃ ৩১, তঃজাঃ ১২, তঃউঃজাঃ ৫, ওবিসি ২০, আর্থিকভাবে অনগ্রসর ৮)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে https://iisc.ac.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ৫০০ টাকা অনলাইনে জমা করতে হবে৷ মহিলা, ট্রান্সজেন্ডার, তপশিলি সম্প্রদায়ভুক্ত, শারীরিক প্রতিবন্ধী ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের বেলায় ফি ৫০ টাকা৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: জব-ওরিয়েন্টেড অ্যাপ্ঢিটিউড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://iisc.ac.in
Official Notification: Click Here