Employment Notice No. 01/2022, 02/2022, 03/2022, 04/2022
Applications are being invited for the following posts in the civil courts of Bihar.
Post: Peon/Orderly, Clerk, Stenographer, Court Reader-cum-Deposition Writer.
Total vacancy: 7692.
Eligibility: Matriculation/Graduate/Graduate with Certificate (post-wise different)
Age: Post-wise different
Pay-scale: Post-wise different
Last Date of Online Application: 20/10/2022
……………………
বিহার রাজ্যের সিভিল কোর্টগুলিতে চারটি পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে ক্লার্ক, পিওন / আর্দার্লি, স্টেনোগ্রাফার, কোর্ট রিডার-কাম-ডিপোজিশন রাইটার পদে ৭৬৯২ জন কর্মী নিয়োগ করা হবে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ২০ অক্টোবর, ২০২২ রাত ১১ টা ৫৯ মিনিটের মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ক্লার্ক: ব্যাচেলর ডিগ্রি বা সমতুল পাশ হতে হবে, সঙ্গে কম্পিউটার নলেজ ও শারীরিকভাবে সুস্থ থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী পুরুষদের বেলায় ২১ থেকে ৩৭ বছরের মধ্যে এবং মহিলাদের বেলায় ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৩২৫৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(২) পিওন / আর্দার্লি: মাধ্যমিক পাশ হতে হবে, সঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী পুরুষদের বেলায় ১৮ থেকে ৩৭ বছরের মধ্যে এবং মহিলাদের বেলায় ১৮ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৬৭৩৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷
(৩) স্টেনোগ্রাফার: ব্যাচেলর ডিগ্রি বা সমতুল পাশ এবং সরকার স্বীকৃত সার্টিফিকেট অফ স্টেনোগ্রাফি পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিং-এ দক্ষ হতে হবে, সঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী পুরুষদের বেলায় ২১ থেকে ৩৭ বছরের মধ্যে এবং মহিলাদের বেলায় ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৫৬২৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
(৪) কোর্ট রিডার-কাম-ডিপোজিশন রাইটার: ব্যাচেলর ডিগ্রি বা সমতুল পাশ ও সরকার স্বীকৃত সার্টিফিকেট অফ ইংলিশ অ্যান্ড হিন্দি টাইপিং পাশ হতে হবে এবং কম্পিউটার টাইপিং বিষয়ক জ্ঞান থাকতে হবে, সঙ্গে শারীরিকভাবে সুস্থ থাকা আবশ্যক৷ বয়স: ১ সেপ্টেম্বর, ২০২২ অনুযায়ী পুরুষদের বেলায় ২১ থেকে ৩৭ বছরের মধ্যে এবং মহিলাদের বেলায় ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১১৩২৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷
উল্লিখিত পদগুলিতে বিহার ছাড়া অন্যান্য রাজ্যের ছেলেমেয়েরা সংরক্ষণের সুবিধা পাবেন না৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://districts.ecourts.gov.in/patna ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ পিওন / আর্দার্লি পদের বেলায় দরখাস্ত ফি ৬০০ টাকা ও অন্যান্য পদের বেলায় দরখাস্ত ফি ৮০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর রঙিন ছবি, কালো কালিতে করা সই, সাদা কাগজে কালো কালিতে লেখা ডিক্লেয়ারেশন “I hereby declare that the facts and details given by me in this application are true to the best of my knowledge and belief. I understand that in the event of any of the particulars or information above being found false or incorrect at any stage, my candidature shall be liable to be rejected.” ও অন্যান্য জরুরী নথিপত্র স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করে সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: ক্লার্ক ও কোর্ট রিডার-কাম-ডিপোজিশন রাইটার পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ পিওন / আর্দার্লি পদের বেলায় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ স্টেনোগ্রাফার পদের বেলায় প্রিলিমিনারি পরীক্ষা, লিখিত পরীক্ষা, স্টেনোগ্রাফি টেস্ট ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: https://districts.ecourts.gov.in
Official Notifications:
Peon/Orderly- Click Here
Clerk- Click Here
Stenographer- Click Here
Court Reader-cum-Deposition Writer- Click Here