Memo. No. CMOH/N24PGS/NHM/Rec./2022/8048
CMOH, North 24 Pgs. invites applications for the following contractual posts.
Post: Staff Nurse, Community Health Assistant, Block Epidemiologist, Block Data Manager, Block Public Health Manager, Medical Officer, Full Time Medical Officer.
Total Vacancy: 780
Eligibility: Diploma/Graduate/PG in relevant disciplines.
Age-limit: Post-wise different
Salary: Post-wise different
Last Date of Online Application: 07/09/2022
………………………….
উত্তর ২৪ পরগণা জেলার স্বাস্থ্য বিভাগে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট, স্টাফ নার্স, ব্লক এপিডেমিওলজিস্ট, ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ব্লক ডেটা ম্যানেজার, মেডিক্যাল অফিসার, ফুল টাইম মেডিক্যাল অফিসার পদে ৭৮০ জন নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ৭ সেপ্টেম্বর, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (সিএইচএ-এনইউএইচএম): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৩৬০ (জেনাঃ ১৯৩, তঃজাঃ ৭২, তঃউঃজাঃ ৩০, ওবিসি-এ ৪৩, ওবিসি-বি ২৩)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷
(২) স্টাফ নার্স (এনইউএইচএম): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১৭৪ (জেনাঃ ৯০, তঃজাঃ ৪১, তঃউঃজাঃ ১১, ওবিসি-এ ১৯, ওবিসি-বি ১৩)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(৩) কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট (সিএইচএ-আর্বান): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল দ্বারা স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এএনএম / জিএনএম কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হওয়া আবশ্যক৷ সংশ্লিষ্ট জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে এবং বাংলা ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৪ (জেনাঃ ৩৯, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৫, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৬)৷ এককালীন বেতন: ১৩,০০০ টাকা৷
(৪) স্টাফ নার্স (ইউএইচডব্লুসি): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৪ (জেনাঃ ৩৯, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৫, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৬)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(৫) স্টাফ নার্স (পলিক্লিনিক): ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল / ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স বা বিএসসি নার্সিং কোর্স পাশ হতে হবে ও ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে, সঙ্গে স্থানীয় ভাষায় দক্ষ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৪ (জেনাঃ ৩৯, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৫, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৬)৷ এককালীন বেতন: ২৫,০০০ টাকা৷
(৬) ব্লক এপিডেমিওলজিস্ট: লাইফ সায়েন্স / এপিডেমিওলজি বিষয়ে এমএসসি পাশ হতে হবে বা এমপিএইচ সহ বিএএমএস / বিএইচএমএস / বিইউএমএস পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ পিএইচডি / এমফিল হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৭) ব্লক পাবলিক হেলথ ম্যানেজার: লাইফ সায়েন্স বিষয়ে বিএসসি ও ম্যানেজমেন্ট বিষয়ে পোস্ট-গ্র্যাজুয়েট ডিগ্রি/ডিপ্লোমা পাশ হতে হবে, সঙ্গে অ্যাডভান্স এমএস অফিস ব্যবহারে দক্ষ হতে হবে৷ লাইফ সায়েন্স বিষয়ে এমএসসি পাশ হলে এবং পাবলিক হেলথ বিষয়ক অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৮) ব্লক ডেটা ম্যানেজার: গ্র্যাজুয়েট হতে হবে ও কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে কমপক্ষে ১ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে, সঙ্গে এমএস অফিস-সহ কম্পিউটারের কাজে দক্ষ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি বিভাগে কমপক্ষে ৩ বছর ও বেসরকারি বিভাগে কমপক্ষে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: ৩৫,০০০ টাকা৷
(৯) মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৭৪ (জেনাঃ ৩৯, তঃজাঃ ১৭, তঃউঃজাঃ ৫, ওবিসি-এ ৭, ওবিসি-বি ৬)৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷
(১০) ফুল টাইম মেডিক্যাল অফিসার: এমবিবিএস পাশের পর ১ বছরের আবশ্যিক ইন্টার্নশিপ সম্পূর্ণ করতে হবে, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিলে নাম নথিভুক্ত হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৬২ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (তঃজাঃ ১, ওবিসি-এ ৩)৷ এককালীন বেতন: ৬০,০০০ টাকা৷
উল্লিখিত সব পদের ক্ষেত্রে সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন৷
আবেদন করার পদ্ধতি: অনলাইনে দরখাস্ত করতে হবে www.north24parganashealth.org ওয়েবসাইটের মাধ্যমে ৷ এর জন্য প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের বেলায় ৫০ টাকা) অনলাইনে জমা করতে হবে৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্বপ্রত্যয়িত রঙিন ছবি ও সই জেপিইজি ফরম্যাটে এবং নির্দেশ অনুযায়ী যাবতীয় প্রয়োজনীয় নথিপত্র পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ নির্দেশানুসারে পূরণ করা দরখাস্ত সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশনের ১ কপি প্রিন্টআউট নিতে হবে, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: স্টাফ নার্স ও কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় শিক্ষাগত যোগ্যতার পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক এপিডেমিওলজিস্ট ও ব্লক পাবলিক হেলথ ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কম্পিউটার টেস্ট ও ইন্টারভিউ-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ ব্লক ডেটা ম্যানেজার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও কম্পিউটার টেস্ট-এর ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ মেডিক্যাল অফিসার ও ফুল টাইম মেডিক্যাল অফিসার পদের বেলায় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে প্রার্থী বাছাই করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official Website: www.north24parganashealth.org
Official Notification: Click Here