Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

787 CONSTABLE TRADESMEN IN CISF / সিআইএসএফে ৭৮৭ কনস্টেবল

Central Industrial Security Force invites online applications for the following post.

Post: Constable / Tradesman.

Total vacancy: 787.

Eligibility: trade wise different.

Age limit: 18 to 23 years as on 01/08/2022.

Pay Scale:  21,700./- to 69,100/-.

Last Date of Online Application: 30th November, 2022 till 6 pm.

…………………………….

কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স ‘কনস্টেবল / ট্রেডসম্যান’ পদে ৭৮৭ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ কুক, কবলার, টেলর, বারবার, ওয়াশারম্যান, স্যুইপার, পেন্টার, ম্যাসন,প্লাম্বার, মালি, ওয়েল্ডার ট্রেডে নিয়োগ হবে৷ কোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক বা সমতুল পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ ছেলেমেয়েরা দরখাস্ত করতে পারবেন৷ স্যুইপার ট্রেডের জন্য আইটিআই পাশ হওয়ার দরকার নেই৷ মাধ্যমিক পাশ হলেই আবেদন করতে পারবেন৷  বয়স: ১ আগস্ট, ২০২২ এর হিসেবে ১৮ থেকে ২৩ বছরের মধ্যে (জন্মতারিখ হতে হবে ২ আগস্ট, ১৯৯৯ থেকে ১ আগস্ট, ২০০৪ এর মধ্যে)৷ ওবিসি প্রার্থীরা ৩ বছর ও তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ নভেম্বর, ২০২২ থেকে ২০ ডিসেম্বর, ২০২২ রাত ১১টার মধ্যে৷

শারীরিক মাপজোক: ছেলেদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৭০ সেমি (তঃউঃজাঃ ছেলেদের বেলায় ১৬২.৫ সেমি), বুকের ছাতি না ফুলিয়ে ৮০ সেমি (তঃউঃজাঃ ছেলেদের বেলায় ৭৬ সেমি) ও ফুলিয়ে ৮৫ সেমি (তঃউঃজাঃ ছেলেদের বেলায় ৮১ সেমি)৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা জাতির ছেলেরা, উত্তর পূর্বের রাজ্যগুলির ছেলেরা, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের ছেলেদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৬৫ সেমি, বুকের ছাতি না ফুলিয়ে ৭৮ সেমি ও ফুলিয়ে ৮৩ সেমি৷ মেয়েদের বেলায় উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৭ সেমি (তঃউঃজাঃ মেয়েদের বেলায় ১৫০ সেমি)৷ গাড়োয়ালি, কুমায়ুনি, গোর্খা, ডোগরা, মারাঠা জাতির ছেলেরা, উত্তর পূর্বের রাজ্যগুলির ছেলেরা, হিমাচল প্রদেশ, কাশ্মীর, লে ও লাদাখ অঞ্চলের মেয়েদের উচ্চতা হতে হবে কমপক্ষে ১৫৫ সেমি৷

বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা সঙ্গে অন্যান্য ভাতা৷

ট্রেড অনুযায়ী শূন্যপদ: (১) কনস্টেবল / কুক: মোট শূন্যপদ ৩০৪৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩০টি পদ সংরক্ষিত৷ পুরুষ ২৪৭, মহিলা ২৭৷ পুরুষ – সাউথ ইস্ট জোন: ২৮ (জেনাঃ ১২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ২, ওবিসি ৭, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ৩)৷ নর্দার্ন জোন: ২৯৷ এনসিআর জোন: ৪৫৷ ওয়েস্টার্ন জোন: ৩৬৷ সেন্ট্রাল জোন: ২০৷ ইস্টার্ন জোন: ২৮৷ সাদার্ন জোন: ৫১৷ নর্থ ইস্টার্ন জোন: ১০৷ মহিলা – সাউথ ইস্ট জোন: ৩ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১)৷ নর্দার্ন জোন: ৩৷ এনসিআর জোন: ৫৷ ওয়েস্টার্ন জোন: ৪৷ সেন্ট্রাল জোন: ২৷ ইস্টার্ন জোন: ৩৷ সাদার্ন জোন: ৬৷ নর্থ ইস্টার্ন জোন: ১৷

(২) কনস্টেবল / কবলার: মোট শূন্যপদ ৬৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পুরুষ ৪, মহিলা ১৷  নর্দার্ন জোন:  ১৷ এনসিআর জোন: ১৷ ওয়েস্টার্ন জোন: ১৷ সাদার্ন জোন: ২৷ মহিলা –   সেন্ট্রাল জোন: ১৷

(৩) কনস্টেবল / টেলর: মোট শূন্যপদ ২৭৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ৩টি পদ সংরক্ষিত৷ পুরুষ ২২, মহিলা ২৷ সাউথ ইস্ট জোন: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ নর্দার্ন জোন: ৩৷ এনসিআর জোন: ৪৷ ওয়েস্টার্ন জোন: ৩৷ সেন্ট্রাল জোন: ২৷ ইস্টার্ন জোন: ২৷ সাদার্ন জোন: ৫৷ নর্থ ইস্টার্ন জোন: ১৷ মহিলা – এনসিআর জোন: ১৷ ইস্টার্ন জোন: ১৷

(৪) কনস্টেবল / বার্বার: মোট শূন্যপদ ১০২৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১০টি পদ সংরক্ষিত৷ পুরুষ ৮৩, মহিলা ৯৷ সাউথ ইস্টার্ন জোন: ৯ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ নর্দার্ন জোন: ১০৷ এনসিআর জোন: ১৬৷ ওয়েস্টার্ন জোন: ১২৷ সেন্ট্রাল জোন: ৮ ৷ ইস্টার্ন জোন: ৯৷ সাদার্ন জোন: ২৩৷ নর্থ ইস্টার্ন জোন: ৩৷ মহিলা – সাউথ ইস্ট জোন: ১ (অসংরক্ষিত)৷ নর্দার্ন জোন: ১৷ এনসিআর জোন: ২৷ ওয়েস্টার্ন জোন: ১৷ সেন্ট্রাল জোন: ১৷ ইস্টার্ন জোন: ১৷ সাদার্ন জোন: ২৷ নর্থ ইস্টার্ন জোন: ১৷

(৫) কনস্টেবল / ওয়াশারম্যান: মোট শূন্যপদ ১১৮৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১২টি পদ সংরক্ষিত৷ পুরুষ ৯৫, মহিলা ১১৷ সাউথ ইস্টার্ন জোন: ১০ (জেনাঃ ৩, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷ নর্দার্ন জোন: ১১৷ এনসিআর জোন: ১৮৷ ওয়েস্টার্ন জোন: ১৪৷ সেন্ট্রাল জোন: ৮৷ ইস্টার্ন জোন: ১১৷ সাদার্ন জোন: ২০৷ নর্থ ইস্টার্ন জোন: ৩৷ মহিলা – সাউথ ইস্ট জোন: ১ (অসংরক্ষিত)৷ নর্দার্ন জোন: ২৷ এনসিআর জোন: ২৷ ওয়েস্টার্ন জোন: ২৷ সেন্ট্রাল জোন: ১৷ ইস্টার্ন জোন: ১৷ সাদার্ন জোন: ২৷

(৬) কনস্টেবল / স্যুইপার: মোট শূন্যপদ ১৯৯৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ২০টি পদ সংরক্ষিত৷ পুরুষ ১৬১, মহিলা ১৮৷ সাউথ ইস্ট জোন: ১৯ (জেনাঃ ৮, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ২)৷ নর্দার্ন জোন: ১৯৷ এনসিআর জোন: ৩০৷ ওয়েস্টার্ন জোন: ২৩৷ সেন্ট্রাল জোন: ১৩৷ ইস্টার্ন জোন: :১৮৷ সাদার্ন জোন: ৩৩৷ নর্থ ইস্টার্ন জোন: ৬৷ মহিলা – সাউথ ইস্ট জোন: ২ (জেনাঃ ১, ওবিসি ১)৷ নর্দার্ন জোন: ২৷ এনসিআর জোন: ৩৷ ওয়েস্টার্ন জোন: ৩৷ সেন্ট্রাল জোন: ১৷ ইস্টার্ন জোন: ২৷ সাদার্ন জোন: ৪৷ নর্থ ইস্টার্ন জোন: ১৷

(৭) কনস্টেবল / পেন্টার: মোট শূন্যপদ ১৷ পুরুষ ১৷ ইস্টার্ন জোন: ১৷

(৮) কনস্টেবল / ম্যাসন: মোট শূন্যপদ ১২৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ পুরুষ ১০, মহিলা ১৷ সাউথ ইস্ট জোন: ১ (অসংরক্ষিত)৷ নর্দার্ন জোন: ১৷ এনসিআর জোন: ২ ৷ ওয়েস্টার্ন জোন: ১ ৷ সেন্ট্রাল জোন: ১৷ ইস্টার্ন জোন: ১৷ সাদার্ন জোন: ২৷ নর্থ ইস্টার্ন জোন: ১৷ মহিলা – সাউথ ইস্ট জোন: ১ (অসংরক্ষিত)৷

(৯) কনস্টেবল / প্লাম্বার: মোট শূন্যপদ ৪৷ পুরুষ ৪৷ এনসিআর জোন: ১৷ ওয়েস্টার্ন জোন: ১৷ ইস্টার্ন জোন : ১৷ সাদার্ন জোন: ১৷

(১০) কনস্টেবল / মালি: মোট শূন্যপদ ৩৷ পুরুষ ৩৷ এনসিআর জোন: ১৷ ইস্টার্ন জোন: ১৷ সাদার্ন জোন: ১৷

(১১) কনস্টেবল / ওয়েল্ডার: মোট শূন্যপদ ৩৷ পুরুষ ৩৷ সাউথ ইস্টান জোন : ১ (অসংরক্ষিত)৷ এনসিআর জোন: ১৷ সাদার্ন জোন: ১৷

ব্যাকলগ ভ্যাকেন্সি : কনস্টেবল কবলার ১ (পুরুষ)৷ কনস্টেবল বারবার ৭ (পুরুষ)৷

একজন প্রার্থী যে কোনো একটি ট্রেড ও তার নিজের রাজ্যের জন্য আবেদন করতে পারবেন৷ পশ্চিমবঙ্গ, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, সিকিম ও ওড়িশা রাজ্যের ছেলেমেয়েরা সাউথ ইস্টার্ন জোনের জন্য দরখাস্ত করবেন৷ একাধিক দরখাস্ত করলে তা বাতিল করে দেওয়া হবে৷

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে https://cisfrectt.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি (২০ থেকে ৫০ কেবি সাইজ) এবং ৪ সেমি× ২ সেমি মাপের কাগজে সই (১০ থেকে ২০ কেবি সাইজ) জেপিইজি ফরম্যাটে স্ক্যান করে আপলোড করতে হবে৷ অন্যান্য নথিপত্র ১ এমবি সাইজের একটি পিডিএফ ফাইলে স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শারীরিক মাপজোক ও সক্ষমতার পরীক্ষা, নথিপত্র যাচাই, ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে৷ প্রথমে হবে হাইট বার টেস্ট৷ এতে সফল পুরুষ প্রার্থীদের এরপর ৬ মিনিট ৩০ সেকেণ্ডের মধ্যে ১.৬ কিমি এবং মহিলা প্রার্থীদের ৪ মিনিটের মধ্যে ৮০০ মিটার দৌড়াতে হবে৷ এরপর প্রার্থীদের নথিপত্র যাচাই করা হবে৷ এর পর হবে ট্রেড টেস্ট৷ ট্রেড টেস্টে সফল ছেলেমেয়েদের এর পর ২ ঘণ্টা সময়সীমার ১০০ নম্বরের লিখিত পরীক্ষা দিতে হবে৷ ওএমআর বেসড / কম্পিউটার বেসড লিখিত পরীক্ষা হবে এইসব বিষয়ে – জেনারেল অ্যাওয়ারনেস / জেনারেল নলেজ, এলিমেন্টারি ম্যাথমেটিক্স, অ্যানালিটিক্যাল অ্যাপ্ঢিটিউট, এবিলিটি টু অবজার্ভ অ্যান্ড ডিস্টিঙ্গুইজ প্যাটার্নস, বেসিক নলেজ ইন হিন্দি / ইংলিশ৷ লিখিত পরীক্ষায় কমপক্ষে ৩৫ শতাং নম্বর পেলে (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি প্রার্থীদের বেলায় ৩৩ শতাংশ) সফল বলে গণ্য করা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official website: https://www.cisfrectt.in

Get details: Click Here

Share it :