HQ Northern Command invites applications for recruitment to the following posts.
Post: Chowkidar, Cook, Safaiwali, Tradesman Mate, Washerman, Safaiwala, Barber, LDC, Ward Sahayika, Messenger.
Total Vacancy: 79 (UR: 35, SC: 10, ST: 2, OBC: 18, EWS: 14)
Eligibility: 10th/12th (post wise different).
Age limit: 18 to 25 years.
Pay scale: Level-1/Level-2 (Post wise different).
Last Date of Receipt of Application: 15th August, 2022
……………………………………..
ইন্ডিয়ান আর্মির হেড কোয়ার্টার নর্দার্ন কমান্ড বার্বার, চৌকিদার, কুক, ওয়াশারম্যান, সাফাইওয়ালি, ট্রেডসম্যান মেট, ওয়ার্ড সহায়িকা, এলডিসি, মেসেঞ্জার, সাফাইওয়ালা পদে ৭৯ জন সিভিলিয়ান নিয়োগ করবে৷ বয়স হতে হবে ১৮ বছর থেকে ২৫ বছরের মধ্যে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৫ আগস্ট, ২০২২-এর মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) ওয়াশারম্যান: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেডে দক্ষ হতে হবে৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রষর ৪)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(২) ওয়ার্ড সহায়িকা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১৫ (জেনাঃ ৬, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ৬)৷ বেতনক্রম: লেভেল ১৷
(৩) সাফাইওয়ালি: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৭ (জেনাঃ ১, তঃজাঃ ২, ওবিসি ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ বেতনক্রম: লেভেল ১৷
(৪) সাফাইওয়ালা: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ১০ (জেনাঃ ৫, তঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(৫) চৌকিদার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৫, ওবিসি ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(৬) ট্রেডসম্যান মেট: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৩, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(৭) মেসেঞ্জার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান ও ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(৮) কুক: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ভারতীয় রান্না ভালো জানতে হবে ও সংশ্লিষ্ট ট্রেডে দক্ষতা থাকা আবশ্যক৷ শূন্যপদ: ৬ (জেনাঃ ৪, তঃজাঃ ১, ওবিসি ১)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ২৷
(৯) বার্বার: মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও সংশ্লিষ্ট ট্রেড বিষয়ক জ্ঞান থাকতে হবে৷ ১ বছর কাজের অভিজ্ঞতা থাকলে ভালো হয়৷ শূন্যপদ: ৫ (জেনাঃ ২, তঃজাঃ ২, আর্থিকভাবে অনগ্রসর ২)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ১৷
(১০) এলডিসি: উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইংরেজিতে প্রতি মিনিটে ৩৫টি শব্দ ও হিন্দিতে প্রতি মিনিটে ৩০টি শব্দ টাইপ করার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (অসংরক্ষিত)৷ এর মধ্যে প্রাক্তন সমরকর্মী প্রার্থীদের জন্য ১টি পদ সংরক্ষিত৷ বেতনক্রম: লেভেল ২৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে এ৪ সাইজের কাগজে নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্ত ফি ১০০ টাকা ‘COMDT, CMDC (NC) REGT FUND A/C’-এর অনুকূলে পোস্টাল অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ সরকারি নিয়ম অনুযায়ী ফি প্রদানে ছাড় পাওয়া যাবে৷ দরখাস্ত পূরণ করার সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি নির্দিষ্ট জায়গায় সেঁটে দিতে হবে৷ নির্দিষ্ট স্থানে সই করে ও আঙুলের ছাপ দিয়ে নির্দেশ অনুসারে পূরণ করা দরখাস্তের সঙ্গে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট (যদি প্রযোজ্য হয়), ডিমান্ড ড্রাফট এবং জন্ম প্রমাণপত্র / ডোমিসাইল সার্টিফিকেট / ন্যাশনালিটি সার্টিফিকেট / ইন্ডিয়ান পাসপোর্ট / পার্মানেন্ট রেসিডেন্ট সার্টিফিকেট-এর স্ব-প্রত্যয়িত প্রতিলিপি, অতিরিক্ত ২টি স্ব-প্রত্যয়িত পাসপোর্ট ছবি এবং নিজের নাম ঠিকানা লেখা একটি খাম একত্রে অন্য একটি খামে ভরে তার উপর ‘Application for the post of ……………’ ও ক্যাটেগরি (বড় হরফে) লিখে স্পিড পোস্ট/ রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠাতে হবে এই ঠিকানায় ‘To Command Military Dental Centre, (Northern Command), NCSR Gate, Opp Army Public School Junior Wing, Udhampur (J&K) PIN- 182101, c/o 56 APO’ ৷ সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা খামের বাঁদিকের উপরের কোণে সংরক্ষিত শ্রেণির নাম উল্লেখ করবেন৷ প্রতিটি পদের জন্য পৃথক দরখাস্ত করতে হবে৷ দরখাস্তের বয়ান পাওয়া যাবে www.karmasanskriti.com ওয়েবসাইটে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: লিখিত পরীক্ষা ও স্কিল টেস্ট / ট্রেড টেস্টের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷
Proforma: click here