Advt. No. Rectt./03/2022
CSIR-National Physical Laboratory invites applications from eligible candidates for the following posts.
Post: Technician 1
Total vacancy: 79.
Eligibility: Matriculation passed. Candidates must have ITI certificate or 2 years apprenticeship training or 3 years working experience in the relevant trade.
Age: within 28 years (as on 03/07/2022).
Pay Scale: 19,900/- to 63,200/-.
Last Date of Submit Application : 3rd July, 2022.
……………………………..
সিএসআইআর-ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি ‘টেকনিশিয়ান-১’ পদে ৭৯ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ৩ জুলাই, ২০২২ এর হিসেবে ২৮ বছরের মধ্যে (ওবিসি প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত পাঠাতে হবে ৩ জুলাই, ২০২২ এর মধ্যে৷
শাখা অনুযায়ী যোগ্যতা: (১) ইলেকট্রনিক্স (পোস্ট কোড -G2-01): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইলেকট্রনিক্স মেকানিক / ইলেকট্রনিক্স ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১৭ (জেনাঃ ৭, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৫, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(২) ইলেকট্রিক্যাল (পোস্ট কোড -G2-02): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইলেকট্রিশিয়ান ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১৭ (জেনাঃ ৬, তঃজাঃ ৩, তঃউঃজাঃ ১, ওবিসি ৬, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৩) ইনস্ট্রুমেন্টেশন (পোস্ট কোড -G2-03): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ইনস্ট্রুমেন্টেশন মেকানিক ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷শূন্যপদ : ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ৪, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৪) কম্পিউটার (পোস্ট কোড -G2-04): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটার অপারেটর কাম প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷শূন্যপদ : ১১ (জেনাঃ ৪, তঃজাঃ ২, তঃউঃজাঃ ১, ওবিসি ৩, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৫) ফিটার (পোস্ট কোড -G2-05): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ফিটার ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৫ (জেনাঃ ১, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৬) ড্রাফটসম্যান – সিভিল (পোস্ট কোড -G2-06): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ড্রাফটসম্যান (সিভিল) ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৭) ওয়েল্ডিং (পোস্ট কোড -G2-07): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ওয়েল্ডার / ওয়েল্ডার (গ্যাস অ্যান্ড ইলেকট্রিক) ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৪ (জেনাঃ ১, তঃজাঃ ১, ওবিসি ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৮) মেশিনিস্ট (পোস্ট কোড -G2-08): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মেশিনিস্ট ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ৩ (জেনাঃ ১, তঃউঃজাঃ ১, আর্থিকভাবে অনগ্রসর প্রার্থী ১)৷
(৯) ড্রাফটসম্যান – মেকানিক্যাল (পোস্ট কোড -G2-09): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ ড্রাফটসম্যান (মেকানিক্যাল) ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১০) টুল অ্যান্ড ডাই মেকার (পোস্ট কোড -G2-10): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ টুল অ্যান্ড ডাই মেকার (ডাই অ্যান্ড মোল্ডস) ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১১) ডিজেল মেকানিক (পোস্ট কোড -G2-11): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মেকানিক ডিজেল / মেকানিক ডিজেল ইঞ্জিন ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১২) টার্নার (পোস্ট কোড -G2-12): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ টার্নার ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১৩) শিট মেটাল (পোস্ট কোড -G2-13): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ শিট মেটাল ওয়ার্কার ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১৪) গ্লাস ব্লোয়ার (পোস্ট কোড -G2-14): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ গ্ল্যাস ব্লোয়ার ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
(১৫) রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং (পোস্ট কোড -G2-15): কমপক্ষে ৫৫ শতাংশ নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ মেকানিক রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং ট্রেডে আইটিআই বা ন্যাশনাল / স্টেট ট্রেড সার্টিফিকেট পাশ হতে হবে বা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস হিসেবে ২ বছরের ট্রেনিং থাকতে হবে বা ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ : ১ (অসংরক্ষিত)৷
বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা ও অন্যান্য ভাতা৷
আবেদনের পদ্ধতি : দরখাস্ত করতে হবে www.nplindia.org ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (সংরক্ষিত প্রার্থীদের জন্য ৫০ টাকা) ক্রসড ডিমান্ড ড্রাফট বা পে অর্ডারের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট বা পে অর্ডার যেকোনো রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকে ‘Director, National Physical Laboratory (payable at New Delhi)’-এর অনুকূলে কাটতে হবে৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ড্রাফট একটি মুখবন্ধ করা খামে ভরে ডাকযোগের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে – To The Controller of Administration, CSIR-National Physical Laboratory, Dr. K. S. Krishnan Marg, New Delhi – 110012৷ খামের উপর লিখতে হবে ‘Application for the post of TECHNICIAN(1) Post Code__’৷
প্রার্থী বাছাই পদ্ধতি: দরখাস্তের ভিত্তিতে স্ক্রিনিং কমিটির শর্ট-লিস্ট করা প্রার্থীদের ট্রেড টেস্ট ও লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.nplindia.org/
Get details: Click Here