Advertisement No. 01/2021
Online Applications are invited for the following posts.
Post: Junior Secretariat Assistant, Security Assistant.
Total vacancy: 8
Eligibility: Post wise different.
Age limit: within 28 years (as on 11/10/2021)
Pay scale: Post wise different.
Application Fee: 100/_
Last date of online application: 11 October, 2021 till 5:30pm
…………………………………………
সিএসআইআর-ন্যাশনাল ইনস্টিটিউট ফর ইন্টারডিসিপ্লিনারি সায়েন্স অ্যান্ড টেকনোলজি জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট ও সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদে ৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ বয়স: ১১ অক্টোবর, ২০২১ এর হিসেবে ২৮ বছরের মধ্যে (ওবিসি এনসিএল প্রার্থীরা ৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ প্রার্থীরা ৫ বছর বয়সের ছাড় পাবেন)৷ অনলাইনে দরখাস্ত করতে হবে ১১ অক্টোবর, ২০২১ বিকেল সাড়ে ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (জেনারেল), পোস্ট কোড A-2101 : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ৩ (জেনাঃ ২, ওবিসি ১)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(২) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (এস অ্যান্ড পি), পোস্ট কোড A-2102 : উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৩) জুনিয়র সেক্রেটারিয়েট অ্যাসিস্ট্যান্ট (এফ অ্যান্ড এ), পোস্ট কোড A-2103 : অ্যাকাউন্ট্যান্সি বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ৩৫টি শব্দ বা হিন্দি টাইপিংয়ে ৩০টি শব্দ তোলার গতি থাকতে হবে৷ শূন্যপদ: ২ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৯,৯০০ টাকা থেকে ৬৩,২০০ টাকা৷
(৪) সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট, পোস্ট কোড A-2104: আর্মিতে জেসিও বা কোনো প্যারামিলিটারি ফোর্সে ৫ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে অনলাইনে http://www.niist.res.in ওয়েবসাইটে৷ এর জন্য প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা দরকার৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি ও সই স্ক্যান করে আপলোড করতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা অনলাইনে নিম্নলিখিত ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দিতে হবে -Name of Account Holder: Director, NIIST (CSIR), Trivandrum, Account Number: 67047723825, Bank Name: State Bank of India, IFSC code: SBIN0070030, MICR no. 695002943৷ তপশিলি সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করে সাবমিট করা পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের ১ কপি প্রিন্টআউট করে নিজের কাছে রেখে দেবেন, পরে এর প্রয়োজন হবে৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা ও কম্পিউটারে টাইপিং টেস্টের মাধ্যমে৷ সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পদের বেলায় স্কিল / ফিজিক্যাল অ্যান্ড পার্সোনালিটি টেস্ট ও লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই হবে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.niist.res.in
Official notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/CSIR-NATIONAL-INSTITUTE-FOR-INTERDISCIPLINARY-SCIENCE-AND-TECHNOLOGY.pdf