Memo. No. 1160/ SC (ASHA)
Applications are invited for the following post in Bankura sadar sub-division.
Post: Block Programme Coordinator (ASHA).
Total vacancy: 8 (UR: 2, SC: 4, ST: 1, OBC-A: 1)
Eligibility: Master degree in Social Science / Sociology / Social Anthropology / Social Work / Business Administration / Economics / Rural Development / Mass Communication OR Graduate degree in any discipline with 2 years’ experience in any health projects. Candidates must be a permanent resident of Bankura Sadar sub-division.
Age: within 40 years (as on 01/01/2022).
Salary: 15,000/- per month.
Last Date of Submit Application : 12th December, 2022 till 5 pm.
…………………………….
বাঁকুড়া সদর মহকুমায় ৮ জন ‘ব্লক প্রোগ্রাম কোর্ডিনেটর (আশা)’ নিয়োগ করা হবে৷ প্রাথমিকভাবে ১ বছরের চুক্তিতে নিয়োগ করা হবে যা পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে আরো বাড়তে বাড়ে৷ দরখাস্ত পাঠাতে হবে ১২ ডিসেম্বর, ২০২২ বিকেল ৫টার মধ্যে৷
শিক্ষাগত যোগ্যতা: সোশ্যাল সায়েন্স / সোশিয়োলজি / সোশ্যাল অ্যানথ্রোপোলজি / সোশ্যাল ওয়ার্ক / বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন / ইকোনমিক্স / রুরাল ডেভেলপমেন্ট / মাস কমিউনিকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে অথবা যে কোনো শাখায় গ্র্যাজুয়েট ও কোনো স্বাস্থ্য প্রকল্পে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ কম্পিউটারে এমএস অফিস ও ইন্টারনেট জানা আবশ্যক৷ আশা প্রোজেক্টে কাজ করা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ প্রার্থীদের অবশ্যই বাঁকুড়া সদর মহকুমার স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২-এর হিসেবে ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৮ (জেনাঃ ২, তঃজাঃ ৪, তঃউঃজাঃ ১, ওবিসি-এ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.bankura.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে — বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড / শংসাপত্র, স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার / রেশন কার্ড, সকল শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, কম্পিউটার প্রশিক্ষণের প্রমাণপত্র, অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে), কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) এবং নিজের নাম ঠিকানা লেখা ও ২৫ টাকার ডাকটিকিট লাগানো দু’টি খাম৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে যে কোনো কাজের দিন সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে নিজে গিয়ে এই ঠিকানায় জমা দিয়ে আসতে হবে -To The Sub-Divisional Officer, Bankura Sadar, PO+PS – Bankura, Dist.- Bankura, PIN – 722101৷ খামের উপর লিখতে হবে‘Application for the post of Block Programme Coordinator (ASHA)’৷
প্রার্থী বাছাই পদ্ধতি: প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, লিখিত পরীক্ষা ও কম্পিউটার স্কিল টেস্টের মাধ্যমে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লেখিত ওয়েবসাইট৷
Official website: https://bankura.gov.in/bn/notice_category/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%af%e0%a6%bc%e0%a7%8b%e0%a6%97/
Get details: Click Here