Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

8 FIELD ENGINEERS IN SJVN LIMITED / এসজেভিএন লিমিটেডে ফিল্ড ইঞ্জিনিয়ার নিয়োগ

Advt. No.  96/2021

SJVN Limited is inviting applications for recruitment to 8 posts of Field Engineer (Civil) & Field Engineer (Mechanical)

Post: Field Engineer (Civil) & Field Engineer (Mechanical)

Total Vacancy: 8. Field Engineer (Civil): 4 & Field Engineer (Mechanical): 4

Eligibility: Degree in relevant engineering

Age limit: 30 years (as on 21 September, 2021)

Payscale: Rs. 66000/-

Application fee: Rs. 590/- (SC/ST/PWD exempted)

Last date of online application: 21st September, 2021

Last date for receipt of the application: 11 October, 2021 (upto 6 pm)

…………………………………………………

কেন্দ্রীয় সরকারের শক্তি মন্ত্রকের অধীনস্থ ‘মিনিরত্ন’ কোম্পানি এসজেভিএন লিমিটেড ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) ও ফিল্ড ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) পদে ৮ জন নিয়োগ করবে৷ প্রাথমিকভাবে ৩ বছরের চুক্তিতে নিয়োগ হবে৷ পরবর্তীতে প্রার্থীর দক্ষতা বিচার করে চুক্তির মেয়াদ আরও ২ বছর বৃদ্ধি পেতে পারে৷ বয়স : বয়স হতে হবে ২১ সেপ্ঢেম্বর, ২০২১-এর হিসেবে ৩০ বছরের মধ্যে৷ তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা ৬ বছর, ওবিসি-এনসিএল ৩ বছর, শারীরিকভাবে প্রতিবন্ধী ১০ বছর বয়সের ছাড় পাবেন৷ বেতনক্রম : ৬৬,০০০ টাকা৷ দরখাস্ত করতে হবে অনলাইনে ২১ সেপ্ঢেম্বর, ২০২১-এর মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা : (১) ফিল্ড ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল / ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুট টাইম রেগুলার ডিগ্রি পাশ হতে হবে৷ সোলার বা উইন্ড পাওয়ার জেনারেশন ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ : ৪ – সোলার ২, উইন্ড ২ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১)৷

(২) ফিল্ড ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) : যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ফুট টাইম রেগুলার ডিগ্রি পাশ হতে হবে৷ সোলার বা উইন্ড পাওয়ার জেনারেশন ক্ষেত্রে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকা আবশ্যক৷ শূন্যপদ : ৪ – সোলার ২, উইন্ড ২ (জেনাঃ ৩, ওবিসি-এনসিএল ১)৷

আবেদন করার পদ্ধতি : অনলাইনে আবেদন করতে হবে www.sjvn.nic.in ওয়েবসাইটের মাধ্যমে৷ এর জন্য প্রার্থীর নিজস্ব বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা আবশ্যক৷ দরখাস্ত পূরণের সময় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা পাসপোর্ট ছবি ও সই জেপিজি ফর্ম্যাটে স্ক্যান করে (৫০০ কেবি সাইজের মধ্যে) আপলোড করতে হবে৷ অনলাইনে দরখাস্ত ফি বাবদ ৫৯০ টাকা জমা দিতে হবে৷ তপশিলি সম্প্রদায় ও শারীরিকভাবে প্রতিবন্ধী প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ নির্দেশ অনুযায়ী দরখাস্ত পূরণ করার পর তা সাবমিট করে এককপি প্রিন্ট নিতে হবে৷ দরখাস্তের প্রিন্ট কপি, দরখাস্ত ফি-র রিসিপ্ট, অভিজ্ঞতার প্রমাণপত্র, শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, পেশাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে) একত্রে একটি খামে ভরে ১১ অক্টোবর, ২০২১, সন্ধ্যা ৬টার মধ্যে ডাকযোগে পৌছতে হবে এই ঠিকানায় -Advt. No. 96/2021, O/o GM (Recruitment) SJVN Limited, Shakti Sadan, Corporate Head Quarters, Shanan Shimla, HP-171006৷

প্রার্থী বাছাই পদ্ধতি : ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে৷ ইন্টারভিউ হবে কর্পোরেট হেড কোয়ার্টার, সিমলা-তে৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official Website: www.sjvn.nic.in

Official Notification: https://skyblue-whale-177127.hostingersite.com/wp-content/uploads/2021/09/SJVN-Advt.-No.-96-2021-detailed.pdf

Share it :