Applications are invited for the following post at Eklavya Model Residential School.
Post: Guest Teacher.
Total vacancy: 8.
Eligibility: Subject wise different.
Age: 18 to 38 years (as on 1/01/2022).
Salary: 12,000/- per month.
Last Date for Submit Application : 14th October, 2022 till 3 pm.
……………………………………………………………………………………..
পশ্চিমবঙ্গ আদিবাসি কল্যাণ ও শিক্ষা পরিষদ পরিচালিত পশ্চিম বর্ধমান জেলার একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল ৮ জন ‘গেস্ট টিচার’ নিয়োগ করবে৷ ১ বছরের চুক্তিতে এই নিয়োগ হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২২ এর হিসেবে ৩৮ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা রাজ্য সরকারের নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ দরখাস্ত ই-মেল করতে হবে ১৪ অক্টোবর, ২০২২ বেলা ৩টের মধ্যে এই মেল আইডি’তে nicpaschimbardhaman@gmail.com৷
বিষয় অনুযায়ী যোগ্যতা: (১) গেস্ট টিচার – লাইফ সায়েন্স, টিজিটি: দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বটানি / জুলজি / ফিজিয়োলজি বিষয়ে বি.এসসি অনার্স পাশ সঙ্গে বি.এড পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
(২) গেস্ট টিচার – ফিজিক্স, টিজিটি: দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ফিজিক্স বিষয়ে বি.এসসি অনার্স পাশ সঙ্গে বি.এড পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
(৩) গেস্ট টিচার – কেমিস্ট্রি, টিজিটি: দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কেমিস্ট্রি বিষয়ে বি.এসসি অনার্স পাশ সঙ্গে বি.এড পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
(৪) গেস্ট টিচার – ম্যাথমেটিক্স, পিজিটি: দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে বি.এড পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
(৫) গেস্ট টিচার – ম্যাথমেটিক্স, টিজিটি: দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ম্যাথমেটিক্স বিষয়ে বি.এসসি অনার্স পাশ সঙ্গে বি.এড পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
(৬) গেস্ট টিচার – বেঙ্গলি, টিজিটি: দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাংলা বিষয়ে বি.এ অনার্স পাশ সঙ্গে বি.এড পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
(৭) গেস্ট টিচার – হিস্ট্রি, টিজিটি: দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ইতিহাস বিষয়ে বি.এ অনার্স পাশ সঙ্গে বি.এড পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
(৮) গেস্ট টিচার – এডুকেশন, পিজিটি: দেশের যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে এডুকেশন বিষয়ে মাস্টার ডিগ্রি পাশ সঙ্গে বি.এড পাশ হতে হবে৷ শূন্যপদ: ১৷
এককালীন বেতন: প্রতি মাসে ১২,০০০ টাকা৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে www.paschimbardhaman.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকা প্রয়োজন৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর সাম্প্রতিককালে তোলা রঙিন পাসপোর্ট ছবির ওপর সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ যথাযথভাবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির প্রতিলিপি জমা দিতে হবে – বয়সের প্রমাণ হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড, সর্বাধিক শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, আধার কার্ড / ভোটার কার্ড, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)৷ নথিপত্রসহ দরখাস্ত স্ক্যান করে উপরিউক্ত ই-মেল আইডি’তে মেল করে দিতে হবে৷ স্থানীয় প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://paschimbardhaman.gov.in/notice_category/recruitment/
Get details: Click Here