Memo. no. DHFWS/DPMU/4395
District Health & Family Welfare Samity and Chief Medical Officer of Health, Birbhum invites applications for the following posts.
Post: Clinical Psychologist, Community Nurse, District Manager – Quality Assurance, Peer Support, Sahayika, STLS, STS.
Total vacancy: 8. Clinical Psychologist 1, Community Nurse 1, District Manager – Quality Assurance 1, Peer Support 1, Sahayika 1, STLS 1, STS 2.
Eligibility: post wise different.
Age limit: within 40 years.
Remunaration: post wise different.
Last Date of Submit of Application: 30 November, 2021.
……………………………………………………………..
জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, বীরভূমক্লিনিক্যাল সাইকোলজিস্ট, কমিউনিটি নার্স, ডিস্ট্রিক্ট ম্যানেজার, পিয়ার সাপোর্ট, সহায়িকা, সিনিয়র টিবি ল্যাবরেটরি সুপারভাইজার, সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার পদে ৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ ১ বছরের চুক্তিতে এইনিয়োগ হবে, পরে কাজের দক্ষতার উপর বিবেচনা করে চুক্তির মেয়াদ বাড়তে পারে৷ দরখাস্ত করতে হবে ৩০ নভেম্বর, ২০২১ বিকেল ৫টার মধ্যে৷
পদ অনুযায়ী যোগ্যতা: (১) সহায়িকা (এনআরসি): উচ্চমাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে ও ভালো কমিউনিকেশন স্কিল থাকতে হবে৷ প্রার্থীদের অবশ্যই নানুর ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮০ নম্বর) ও ইন্টারভিউয়ের (২০ নম্বর) মাধ্যমে৷
(২) সিনিয়র টিবি ল্যাবরেটরি সুপারভাইজার (এনটিইপি): গ্র্যাজুয়েট হতে হবে৷ মেডিক্যাল ল্যাবরেটরি টেকনোলজিতে ডিপ্লোমা পাশ হতে হবে৷ শিক্ষাগত যোগ্যতার প্রতি ক্ষেত্রে কমপক্ষে ৫০% নম্বর থাকা আবশ্যক৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কমপক্ষে ২ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ আরএনটিসিপি’তে ১ বছর কাজের অভিজ্ঞতা থাকা প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (তঃউঃজাঃ)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
(৩) সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার (এনটিইপি): গ্র্যাজুয়েট বা স্যানিটারি ইন্সপেক্টরের কোর্স করে থাকতে হবে৷ হতে হবে৷ শিক্ষাগত যোগ্যতার প্রতি ক্ষেত্রে কমপক্ষে ৫০% নম্বর থাকা আবশ্যক৷ দু’চাকার যান চালাতে জানতে হবে ও তার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে৷ কমপক্ষে ২ মাসের কম্পিউটার প্রশিক্ষণের সার্টিফিকেট থাকতে হবে৷ টিউবারকিউলোসিস হেলথ ভিজিটরের কোর্স, সোশাল ওয়ার্ক বা মেডিক্যাল সোশ্যাল ওয়ার্কে ডিপ্লোমা পাশ ও মাল্টিপল হেলথ ওয়ার্কারের বেসিক ট্রেনিং কোর্স পাশ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন৷ বয়স: ৪০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ২ (জেনাঃ ১, তঃজাঃ ১)৷ এককালীন বেতন: প্রতি মাসে ২৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৪০ নম্বর) ও অভিজ্ঞতার (১০ নম্বর) মাধ্যমে৷
(৪) পিয়ার সাপোর্ট (এনভিএইচসিপি): হেপাটাইটিস বি / সি রোগ থেকে সুস্থ হয়ে ওঠা কোনো প্রার্থী যদি কমপক্ষে উচ্চমাধ্যমিক পাশ হন তবে তিনি দরখাস্ত করতে পারবেন৷ প্রার্থীকে অবশ্যই বীরভূম জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে ও স্থানীয় ভাষা জানতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৮৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷
(৫) কমিউনিটি নার্স (ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম): জিএনএম পাশ হতে হবে সঙ্গে সাইকিয়াট্রিক নার্সিংয়ে ১ মাসের ট্রেনিং থাকতে হবে৷ প্রার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ১৫,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৬০ নম্বর), অভিজ্ঞতা (২৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷
(৬) ডিস্ট্রিক্ট ম্যানেজার – কোয়ালিটি অ্যাস্যুরেন্স (এনএইচএম): এমবিবিএস / ডেন্টাল / আয়ুশ / নার্সিংয়ে গ্র্যাজুয়েশনের পর হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন / হসপিটাল ম্যানেজমেন্টে মাস্টার ডিগ্রি পাশ হতে হবে৷ পাবলিক হেলথ / হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশনে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে৷ বয়স: ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৪০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা (৫০ নম্বর), কম্পিউটার টেস্ট (৪০ নম্বর) ও ইন্টারভিউয়ের (১০ নম্বর) মাধ্যমে৷
(৭) ক্লিনিক্যাল সাইকোলজিস্ট (ন্যাশনাল মেন্টাল হেলথ প্রোগ্রাম): রিহ্যাবিলিটেশন কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে ক্লিনিক্যাল সাইকোলজির কোর্স পাশ হতে হবে অথবা সাইকোলজি / ক্লিনিক্যাল সাইকোলজি / অ্যাপ্লায়েড সাইকোলজিতে ২ বছরের পোস্ট গ্র্যাজুয়েশন ডিগ্রি পাশের পর ক্লিনিক্যাল সাইকোলজি / মেডিক্যাল অ্যান্ড সোশ্যাল সাইকোলজিতে এম.ফিল পাশ হতে হবে৷ বয়স: ১ জানুয়ারি, ২০২০ এর হিসেবে ৪০ বছরের মধ্যে (সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন)৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ এককালীন বেতন: প্রতি মাসে ৩০,০০০ টাকা৷ প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা (৭০ নম্বর), অভিজ্ঞতা (১৫ নম্বর) ও ইন্টারভিউয়ের (১৫ নম্বর) মাধ্যমে৷
আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবেwww.wbhealth.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ১০০ টাকা (তঃজাঃ / তঃউঃজাঃ / ওবিসি / শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের বেলায় ৫০ টাকা) এনইএফটি’র মাধ্যমে নিম্নলিখিত অ্যাকাউন্টে জমা দিতে হবে -A/C DH&FWS (Rogi Kalyan Samity) A/C no. 0214010208990, IFSC CODE PUNB0021420, Bank Branch PNB Suri৷ যথাযথভাবে দরখাস্ত পূবণ করে তার সঙ্গে আনুষঙ্গিক নথিপত্রের স্বপ্রত্যয়িত প্রতিলিপি ও ফি জমা দেবার রসিদ একটি মুখবন্ধ করা খামে ভরে রেজিস্টার্ড পোস্ট / ক্যুরিয়ারের মাধ্যমে এই ঠিকানায় পাঠাতে হবে -Office of the Chief Medical Officer of Health (DPMU section Room number 7), New Administrative Building, Old Out Door Campus, PO – Suri, District – Birbhum, Pin – 731101, West Bengal৷ অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷
Official website: https://www.wbhealth.gov.in/
Get details: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/Recruitment_notice_for_Contractual_Post_under_NHM-2021-2022.pdf