Karmasanskriti-logo
Loading ...

Karmasanskriti

Google Ads

8 STAFFS IN BABINA CANTONMENT BOARD / বাবিনা ক্যান্টনমেন্ট বোর্ডে ৮

Advertisement No. XXII/B/Estt./Recruitment/891

The Babina Cantonment Board invites applications for the following posts.

Post: Assistant Teacher, Residential Medical Officer (Female), Steno/Typist, Revenue Clerk, Meter Reader cum Electrician.

Total vacancy: 8. Assistant Teacher: 4, Residential Medical Officer (Female): 1, Steno/Typist: 1, Revenue Clerk: 1, Meter Reader cum Electrician: 1.

Eligibility: post wise different.

Age: post wise different.

Pay Scale: post wise different.

Last Date for Submit Application: 16th January, 2023 till 5 pm

…………………

বাবিনা ক্যান্টনমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট টিচার, রেসিডেন্ট মেডিক্যাল অফিসার (ফিমেল), স্টেনো / টাইপিস্ট, রেভেনিউ  ক্লার্ক, মিটার রিডার কাম ইলেকট্রিশিয়ান পদে ৮ জন ছেলেমেয়ে নিয়োগ করবে৷ দরখাস্ত পাঠাতে হবে ১৬ জানুয়ারি, ২০২৩ বিকেল ৫টার মধ্যে৷

পদ অনুযায়ী যোগ্যতা: (১) অ্যাসিস্ট্যান্ট টিচার: কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বি.টি.সি বা বি.এড পাশ হতে হবে৷ প্রার্থীদের টেট বা সমতুল কোনো পরীক্ষা পাশ করা আবশ্যক৷ বয়স: ১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ৪ (জেনাঃ ৩, ওবিসি ১)৷ বেতনক্রম: ৩৫,৪০০ টাকা থেকে ১,১২,৪০০ টাকা৷

(২) রেসিডেন্ট মেডিক্যাল অফিসার (ফিমেল): এমবিবিএস পাশ হতে হবে৷ মেডিক্যাল কাউন্সিল বোর্ডের বৈধ রেজিস্ট্রেশন থাকতে হবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ৫৬,১০০ টাকা থেকে ১,৭৭,৫০০ টাকা৷

(৩) স্টেনো / টাইপিস্ট: উচ্চমাধ্যমিক বা সমতুলপাশ হতে হবে৷ ইংরেজি স্টেনোগ্রাফিতে প্রতি মিনিটে ৮০টি শব্দ লেখার গতি থাকতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ১৭৫টি কি ডিপ্রেসন বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৯০টি কি ডিপ্রেসনের গতি থাকতে হবে৷ ডোয়েক থেকে সিসিসি সার্টিফিকেট বা সমতুল কোনো সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ২৫,৫০০ টাকা থেকে ৮১,১০০ টাকা৷

(৪) রেভেনিউ ক্লার্ক: উচ্চমাধ্যমিক বা সমতুলপাশ হতে হবে৷ কম্পিউটারে ইংরেজি টাইপিংয়ে প্রতি মিনিটে ১৭৫টি কি ডিপ্রেসন বা হিন্দি টাইপিংয়ে প্রতি মিনিটে ৯০টি কি ডিপ্রেসনের গতি থাকতে হবে৷ ডোয়েক থেকে সিসিসি সার্টিফিকেট বা সমতুল কোনো সার্টিফিকেট থাকতে হবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (ওবিসি)৷ বেতনক্রম: ২১,৭০০ টাকা থেকে ৬৯,১০০ টাকা৷

(৫) মিটার রিডার কাম ইলেকট্রিশিয়ান: দশম শ্রেণি পাশের পর সংশ্লিষ্ট ট্রেডে আইটিআই পাশ হতে হবে৷ বয়স: ১ নভেম্বর, ২০২২ এর হিসেবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে৷ শূন্যপদ: ১ (অসংরক্ষিত)৷ বেতনক্রম: ১৮,০০০ টাকা থেকে ৫৬,৯০০ টাকা৷

সব পদের বেলায় ওবিসি প্রার্থীরা ৩ বছর, তপশিলি সম্প্রদায়ের প্রার্থীরা ৫ বছর,  শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা ১০ (ওবিসি ১৩ বছর, তঃজাঃ / তঃউঃজাঃ ১৫ বছর) বছর বয়সের ছাড় পাবেন)

আবেদন করার পদ্ধতি: দরখাস্ত করতে হবে http://babina.cantt.gov.in ওয়েবসাইট থেকে ডাউনলোড করা নির্দিষ্ট বয়ানে৷ প্রার্থীর একটি বৈধ ই-মেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে৷ দরখাস্তের নির্দিষ্ট জায়গায় প্রার্থীর পাসপোর্ট মাপের রঙিন ছবি সই করে আঠা দিয়ে লাগাতে হবে৷ দরখাস্তের ফি ৩০০ টাকা ডিমান্ড ড্রাফটের মাধ্যমে জমা দিতে হবে৷ ডিমান্ড ড্রাফট হবে ‘Chief Executive Officer, Cantonment Board, Babina (payable at Babina Cantt.)’-এর অনুকূলে৷ তপশিলি সম্প্রদায়, প্রাক্তন সমরকর্মী, শারীরিক প্রতিবন্ধী, ট্রান্সজেন্ডার ও বিধবা / বিবাহ-বিচ্ছিন্না বা আইনতভাবে আলাদা থাকা মহিলা প্রার্থীদের কোনো ফি দিতে হবে না৷ যথাযথভবে দরখাস্ত পূরণ করে তার সঙ্গে নিম্নলিখিত নথিগুলির স্বপ্রত্যয়িত প্রতিলিপি জমা দিতে হবে – শিক্ষাগত যোগ্যতার মার্কশিট, জন্মের শংসাপত্র, নিজের নাম-ঠিকানা লেখা ৩০ টাকার ডাকটিকিট লাগানো দু’টি খাম, বিধবা / বিবাহ-বিচ্ছিন্না বা আইনতভাবে আলাদা থাকা মহিলা প্রার্থীদের পুনরায় বিবাহ না করার শংসাপত্র, কাস্ট সার্টিফিকেট (যদি থাকে), প্রতিবন্ধকতার সার্টিফিকেট (যদি থাকে), অভিজ্ঞতার শংসাপত্র (যদি থাকে)৷ নথিপত্রসহ দরখাস্ত একটি মুখবন্ধ করা খামে ভরে এই ঠিকানায় পাঠাতে হবে -To The Chief Executive Officer, Office of the Cantonment Board, Station Road, Babina Cantt., Distt. Jhansi (U.P), PIN – 284401৷অতিরিক্ত তথ্যের জন্য দেখুন উল্লিখিত ওয়েবসাইট৷

Official websitehttps://babina.cantt.gov.in/

Get details: Click Here

Share it :